ঐতিহ্যের দাম নেই! জলের দরে রাজ কাপুরের বাড়ি বেচলো কাপুররা, টাকার অঙ্কটা চমকে দিচ্ছে

বহু বছর ধরে বলিউডে (Bollywood) রাজত্ব করে আসছে শুধু মাত্র একটি পরিবার, নাম কাপুর পরিবার (Kapoor Family)। বলিউডের জনপ্রিয় সুপারস্টারদের (Superstar) জন্ম হয়েছে এই পরিবারেই। যাদের মধ্যে নাম রয়েছে রাজ কাপুর (Raj Kapoor), শ্মামী কাপুর (Shammi Kapoor), ঋষি কাপুর (Rishi Kapoor), শশী কাপুর (Shashi Kapoor) ও আজকের প্রজন্মের রণবীর কাপুরের (Ranbir Kapoor)

জনপ্রিয়তার পাশাপাশি কাপুর পরিবারের প্রতিপত্তি ও সম্পত্তির পরিমাণও কম নয়, ভারতের সবচেয়ে জনপ্রিয় ও ধনী পরিবারগুলোর মধ্যে কাপুর পরিবারের নাম রয়েছে। তবে এই পরিবারের সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিত্ব ছিলেন রাজ কাপুর।

RAJ KAPOOR

রাজ কাপুর শুধু মাত্র একজন অভিনেতা অভিনেতা ছিলেন না, বরং পরিচালক, প্রযোজকও ছিলেন তিনি। বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি পরিবারের প্রতিও যথেষ্ট দায়িত্বশীল ছিলেন তিনি। ১৯৮৮ সালে‌ মাত্র‌ ৬৩ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন।

কিন্তু তিনি চলে গেলেও তার স্মৃতি ধরে রেখেছে বহু জিনিস। যার‌ মধ্যে অন্যতম হল তার মুম্বাইয়ের ঐতিহ্যবাহী বাংলো। যদিও এই বাংলোটি সম্প্রতি বিক্রি করে দিয়েছে কাপুর পরিবারের সদস্যরা। তাই আবার তিন দশক পর মুম্বাই শহর থেকে মুছে যেতে চলেছে রাজ‌ কাপুরের স্মৃতি।

RAJ KAPOOR HOUSE

কাপুর পরিবার মুম্বাই শহরের চেম্বুরে অবস্থিত এই বাংলোটি বিক্রি করে দিতে চলেছেন ‘গোদরেজ প্রপার্টিজ লিমিটেড’কে। সব ধরনের আইন কানুন মেনেই বাংলোটি বিক্রি করা হয়েছে। জানা গিয়েছে, ঐতিহ্যবাহী এই বাংলোটি ভেঙে এখানে একটি বিলাসবহুল হাউজিং প্রোজেক্ট শুরু করা হবে।

RAJ KAPOOR HOUSE

সংস্থার তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ এই প্রজেক্টের জন্য ৫০০ কোটি টাকা খরচ করা হবে। যদিও কাপুর পরিবার এই বাংলোর‌ দাম সম্পর্কে জানায়নি। তবে রণবীর কাপুর বলেছেন, “রাজ কাপুরের বাংলো তাঁদের পরিবারের গর্বের বিষয় হিসেবেই থাকবে। তাই আর কে স্টুডিওজের পর আবার এই বাংলোর জন্য গোদরেজ কোম্পানির সঙ্গে যুক্ত হয় তারা খুশি হয়েছেন।”