পাঠানের দৌড় শেষ, ফেব্রুয়ারিতে বক্স অফিস কাঁপাতে মুক্তি পাচ্ছে এই ৬টি দক্ষিণী সিনেমা

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এক বছর আগেই সব প্রেক্ষাগৃহ (Cinema Hall) খুলে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। কিন্তু প্রেক্ষাগৃহ খুলে দিলেও বলিউডের ছবি নির্মাতাদের ভাগ্য এখনও খোলেনি। বছরে মাত্র তিনটি ছবিই বক্স অফিসে (Box Office)সাফল্য আনতে পেরেছে।

অন্যদিকে আবার বক্স অফিসে কামাল দেখাতে আসছে দক্ষিণী ছবি। গত বছর বলিউডের সাম্রাজ্যকে ধ্বংস করে নিজের পরিচয় তৈরি করেছে দক্ষিণী ছবিগুলো। এবছরের সেই ধারা অব্যাহত রাখতে আসছে ৬ টি দক্ষিণী।

AMIGOS

অ্যামিগোস (Amigos): গত ১০ই ফেব্রুয়ারি পরিচালক রাজেন্দ্র রেড্ডির এই ছবিটি মুক্তি পেয়েছে বড় পর্দায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে নন্দমুরি কল্যাণরাম ও আশিকা রঙ্গনাথকে।

শকুন্তলম (Shaakuntalam): সামান্থা রুথ প্রভু ও দেব মোহন অভিনীত এই ছবির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন গুণশেখর। গত ১৭ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি।

SUVARNA SUNDARI

সুবর্ণ সুন্দরী (Suvarna Sundari): গত ৩রা ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছে। অনেক দিন পর এই ছবিতে আবার দেখা গিয়েছে অভিনেত্রী জয়াপ্রদাকে।

রান বেবি রান (Run Baby Run): গত ৩রা ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আরজে বালাজি এবং ঐশ্বরিয়া রাজেশ। পরিচালনা করেছেন জিন কৃষ্ণকুমার।

NANI 30

নানি ৩০ (Nani 30): সুপারস্টার নানীকে মুখ্য ভূমিকায় দেখা যাবে এই ছবিতে। তার বিপরীতে দেখা যাবে মৃণাল ঠাকুরকে। পরিচালক শৌর্যূভের এই ছবিটি মুক্তি পেয়েছে ২০ শে ফেব্রুয়ারির দিন।

DHANUSH SIR

স্যার (Sir): এই ছবির জন্য ফের অ্যাকশন ছবিতে দেখা গিয়েছে ধনুশকে। তিনি ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যুক্তা মেনন, সাই কুমার, তানিকেল্লা ভারানি। ১৭ ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছে।