কত টাকার মালিক কাঞ্চন মল্লিক? জানলে ঘুরে যাবে মাথা

৫৬ লক্ষ টাকা খোরপোশ দিয়ে এখন কত টাকা রইল কাঞ্চন মল্লিকের কাছে?

Kanchan Mullick Net Worth : দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জীকে (Pinky Banerjee) ডিভোর্স দিয়ে তৃতীয়বার শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করার প্রসঙ্গে এখন চর্চায় রয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। শুধু অভিনেতা নন, তিনি আবার তৃণমূলেরও বিধায়ক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পিঙ্কিকে ডিভোর্স দেওয়ার সময় নাকি তাকে ৫৬ লক্ষ টাকা দিয়েছেন কাঞ্চন। স্বাভাবিকভাবেই সাধারণের মনে প্রশ্ন উঠছে কত সম্পত্তির মালিক কাঞ্চন মল্লিক?

কাঞ্চন মল্লিকের অতীত

কাঞ্চন মল্লিক একটা সময় খুবই কষ্ট করেছেন। ক্লাস টেনে পড়ার সময় তার বাবা বাড়িতে বসে যান। তখন সংসার চালানোর জন্য সেলসম্যানের কাজ করেছেন কাঞ্চন। মদের দোকানের সামনে দাঁড়িয়ে বই বিক্রি করেছেন। বারোশো টাকার মাইনের চাকরির জন্য দিনে পড়াশোনা হত না। তাই ভর্তি হন নাইট কলেজে। এতকিছুর মধ্যেও পড়াশোনা আর অভিনয়টা তিনি ছাড়েননি।

Kanchan Mullick

কত টাকার মালিক কাঞ্চন মল্লিক?

২০২১ সালে বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ানোর সময় নির্বাচন কমিশনে নিজের সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন কাঞ্চন। তিনি জানান স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার কাছে ৯০ লক্ষ টাকার বেশি সম্পত্তি রয়েছে।

কাঞ্চন মল্লিকের অস্থাবর সম্পত্তির পরিমাণ

কাঞ্চন মল্লিকের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৩৮ লক্ষ ২১ হাজার ৩২৩ টাকা ৯২ পয়সা। আর নগদ ছিল ২৬ হাজার ৬৪২ টাকা। দুটো ফিক্সট ডিপোজিটে ৫ লক্ষ ৩৬ হাজার ৯৮৪ টাকা ছিল কাঞ্চন মল্লিকের। সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ৭ লক্ষ ৯০ হাজার ১০৫ টাকা ৯২ পয়সা ছিল। ৬ লক্ষ ৬১ হাজার ৩৪৮ টাকার জীবন বীমা ছিল। এছাড়াও সেই সময় বিভিন্ন জায়গা থেকে তার ১ লক্ষ ২৪ হাজার ৮০০ টাকার পাওনা ছিল। আর ছিল ১৬ লক্ষ ৭১ হাজার ১৭২ টাকার একটি টয়োটো ইনোভা গাড়ি।

Kanchan Mullick

১৬ গ্রাম ওজনের সোনার আংটি রয়েছে কাঞ্চন মল্লিকের যার দাম ৭৯ হাজার ৪৮০ টাকা‌। মেট্রোপলিটন ক্লাবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা ছিল ১ লক্ষ ৪০ হাজার টাকা। সিইএসসিতে সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা ছিল ৬১ হাজার ৪৭৬ টাকা।

কাঞ্চন মল্লিকের স্থাবর সম্পত্তি

কাঞ্চন মল্লিকের স্থাবর সম্পত্তির পরিমাণ ৫২ লক্ষ ৫০ হাজার টাকা। নাকতলার নেতাজি নগরের ৯১৩ বর্গফুটের একটা এপার্টমেন্ট রয়েছে তার।

কাঞ্চন মল্লিকের ঋণের পরিমাণ

২০২১ সালে ১ লক্ষ ৮৬ হাজার ৯৫৬.৫৫ টাকার ঋণ ছিল কাঞ্চন মল্লিকের উপর। গাড়ি কেনার জন্যই ঋণের পরিমাণ দাঁড়িয়ে ছিল ১ লক্ষ ৬৯ হাজার ৬২১ টাকা ৫৫ পয়সা।

আরও পড়ুন : কাঞ্চন মল্লিকের নতুন বউ আসলে কে? রইল অভিনেত্রীর আসল পরিচয়

Kanchan Mullick

আরও পড়ুন : টিভিতে রোজ দেখেন! কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী কে ৯৯% মানুষ চেনেন না

কাঞ্চন মল্লিকের আয়

২০১৯-২০ সালে কাঞ্চন মল্লিকের বার্ষিক আয় হয়েছিল ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৬০ টাকা। ২০১৮-১৯ সালে ৫ লক্ষ ৯৪ হাজার ৮৭০ টাকা আয় হয়েছিল তার। ২০১৬ ১৭ তে তার আয় হয়েছিল ১৫ লক্ষ ৩০,৩০০ কোটি টাকা। সব থেকে বেশি আয় হয়েছিল ২০১৫-১৬ অর্থ বর্ষে। ওই বছর মোট ১৬ লক্ষ ৭৭ হাজার ৬০ টাকা উপার্জন করেছিলেন তিনি।