৩৫ লক্ষ টাকার মাইনে ছেড়ে অভিনয়! ‘টুয়েলভ ফেল’ নায়কের জীবন সিনেমাকেও হার মানায়

মাসে ৩৫ লক্ষ ছেড়ে প্রেমিকার কাছে হাত খরচ নিতেন বিক্রান্ত

খান-কাপুরদের দাপটের মধ্যেও মাত্র কয়েক বছরের মধ্যেই বলিউডের (Bollywood) মাটিতে শক্ত করে নিজের ভিত গড়ে নিয়েছেন বিক্রান্ত মাসে (Vikrant Massey)। তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় বারবার। সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ‘টুয়েলভ ফেল’ (12th Fail) সিনেমাটির জন্য তাকে নিয়ে চর্চা বেড়েছে আরও বহুগুণে। এহেন বিক্রান্ত মাসের নিজের ব্যক্তিগত জীবনটাও কিন্তু সিনেমা থেকে কম নয়। আজকের এই প্রতিবেদনে যেমন অভিনেতার জীবনের আসল গল্পটা।

এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিক্রান্ত। তার বাবার মাইনে মাসের ১৫ দিনের মধ্যেই শেষ হয়ে যেত। যার ফলে চরম অর্থনৈতিক অনটনের মধ্যে তার ছোটবেলা কেটেছিল। পারিবারিক অভাবের কারণে তার প্রতি বন্ধুদের আচরণও পাল্টে যায়। তবে সেখান থেকেই জীবনের প্রধান শিক্ষাটা তিনি পেয়েছিলেন।

Vikrant Massey

বিক্রান্ত মাসে আসলে প্রথম জীবনে হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘বালিকা বধূ’তে তিনি আনন্দির ‘জিজুসা’ হিসেবে অভিনয় করেছিলেন। শ্যাম চরিত্রটির জন্য রাতারাতি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। টেলিভিশনে কাজ করে মোটা টাকার মাস মাইনে পেতেন তিনি। ২২-২৩ বছর বয়সে মাসে ৩৫ লক্ষ টাকা উপার্জন করছিলেন শুধু সিরিয়াল করে।

সিরিয়ালে কাজ করেই ২৪ বছর বয়সে তিনি নিজের একটি বাড়ি কিনে ফেলেছিলেন। বাবা মাকে একটা সুখের জীবন উপহার দিয়েছিলেন তিনি। পরিবারের সব ঋণ শোধ করে ফেলেছিলেন। তার পরিবার খুশি ছিল ছেলের এই উন্নতিতে। তবে কোথাও যেন বিক্রান্ত নিজে এসবের মধ্যে স্বস্তি খুঁজে পাচ্ছিলেন না। হিন্দি সিরিয়ালের রিগ্রেসিভ কনটেন্ট তার পছন্দ হচ্ছিল না।

Vikrant Massey

টিভি সিরিয়ালে কাজ করে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়ছিল। কিন্তু মনের মত কাজ না পাওয়ার আক্ষেপ থেকে যাচ্ছিল তার মধ্যে। তাই তিনি সিরিয়ালের নিশ্চিত মাস মাইনের কাজ ছেড়ে দিলেন এক সময়। আসলে বিক্রান্তের প্রধান লক্ষ্যই ছিল সিনেমার দিকে। তিনি জানতেন টিভি সিরিয়ালে কাজ করতে থাকলে সিনেমা করার আশা তার পূরণ হবে না।

আরও পড়ুন : প্রেমে ব্যর্থ হয়ে IPS অফিসার! সিনেমার থেকে কম নয় ‘টুয়েল্ভ ফেল’ IPS অফিসারের জীবন

Vikrant Massey

আরও পড়ুন : 12th Fail-র নায়িকা আসলে কে? রইল নতুন জাতীয় ক্রাশের পরিচয়

বিক্রান্তের কঠিন সময়ে তার পাশে ছিলেন তৎকালীন প্রেমিকা এবং বর্তমান স্ত্রী শীতল। একটা সময় বিক্রান্তের সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল। তখন তাকে অডিশনের জন্য টাকা দিতেন শীতল। ২০১৩ সালে ‘লুটেরা’ ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন বিক্রান্ত। এরপর একে একে এ ডেথ ইন দ্য গঞ্জ, হাসিন দিলরুবার ছবিতে অভিনয় করেন। মির্জাপুর, ব্রোকেন বাট বিউটিফুল, ক্রিমিনাল জাস্টিস, মেড ইন হেভেন এর মত জনপ্রিয় কিছু ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। ‘টুয়েলভ ফেল’ নায়ক মনোজের জীবনে যেমন শ্রদ্ধা ছিল অনুপ্রেরণা, তেমনই বিক্রান্তের কঠিন সময়ে পাশে থেকে তাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন শীতল।