চলে এল কাঁচা বাদামের বিশেষ সংস্করণ! শুনুন কাঁচা বাদাম হরিয়ানভি রিমিক্স

কয়েক মাস পেরিয়ে গেলেও ট্রেন্ডিং থেকে কিছুতেই সরানো যাচ্ছে না বাদাম কাকুকে (Badam Kaku)। ফেসবুক, ইউটিউব (YouTube) কাঁপিয়ে বাদাম কাকু ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) কাঁচা বাদাম গানের খ্যাতি পৌঁছে গিয়েছে সুদূর আফ্রিকাতেও! আফ্রিকার সংগীত পরিচালক কিলি পল বানিয়ে ফেলেছেন গানের রিমিক্স। কাজেই কাঁচা বাদাম গানটি গেয়ে ভুবন বাদ্যকর আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেলিব্রিটি হয়ে উঠেছেন।

বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা এই সাধারণ বাদাম বিক্রেতা ফেরিওয়ালার গানের ছন্দে গলা মিলিয়ে কিংবা কোমর দুলিয়েছেন তাবড় তাবড় তারকারাও। গানটি যেন বর্তমানে পশ্চিমবঙ্গের সেনসেশন হয়ে দাঁড়িয়েছে। একের পর এক রিমিক্স বানানো হচ্ছে কাঁচা বাদামের। সবকটি গানই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে সব জনপ্রিয়তাকে ছাপিয়ে গেল গানের একটি হরিয়ানভি (Haryanvi Remix) সংস্করণ। হ্যাঁ, কাঁচা বাদাম এবার একেবারেই আলাদা স্বাদে হাজির বাঙালির কাছে।

কথায় বলে, গানের ক্ষেত্রে কখনও ভাষা বাধা হয়ে দাঁড়াতে পারে না। কাঁচা বাদামের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তাই তো গানের হরিয়ানভি সংস্করণটি বিপুল জনপ্রিয়তা পেল। গত ৫ই ফেব্রুয়ারি ইউটিউবে শেয়ার করা হয়েছিল এই রিমিক্স গানটি। বাংলা জুড়ে তখন সরস্বতী দেবীর আরাধনা চলছে। উৎসবের মরসুমে অভাবনীয় সাফল্য পেয়েছে কাঁচা বাদামের হরিয়ানভি রিমিক্স। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষ লক্ষ ভিউ হয়েছে গানের।

মাত্র দুদিনের মধ্যেই ৩৮ লক্ষ ভিউ ছাপিয়ে গিয়েছে গানের। কাঁচা বাদামের ফ্যানবেস এর থেকে সহজেই অনুমান করা যায়। গানটিতে ভুবন বাদ্যকরের কন্ঠে কাঁচা বাদামের অরিজিনাল বাংলা ভার্শনটি যেমন রয়েছে, তেমনই হরিয়ানভি গায়ক অমিত ধুল গেয়েছেন গানের হরিয়ানভি সংস্করণটি। হু হু করে বাড়ছে ভিউ। প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন নেটিজেনরা।

https://youtu.be/uiqrngFTX5k

গানের ভিডিওর নিচে কমেন্ট বক্সে এই প্রচেষ্টার প্রশংসা করছেন নেটিজেনরা। অমিত ধুলের সঙ্গে ভুবন বাদ্যকরের রিমিক্স গানটি এখন সোশ্যাল মিডিয়াতে নতুন করে ট্রেন্ড করতে শুরু করেছে। গানে হরিয়ানভি মডেল নিশা ভাটকে কোমর দোলাতে দেখা যাচ্ছে। বাংলা লিরিকস ভুবন বাদ্যকরের অরিজিনাল বাংলা ভার্সন থেকে নেওয়া হয়েছে। হরিয়ানভি লিরিকস লিখেছেন ডেভিল কাগসারিয়া।