‘শোলে’র শুটিংয়ে ঘটেছিল বড় অঘটন, অমিতাভের জন্যই প্রেগন্যান্ট হয়ে পড়েন এই অভিনেত্রী

‘শোলে’র শুটিংয়ে অমিতাভের জন্যই প্রেগন্যান্ট হয়ে পড়েন এই অভিনেত্রী, শোরগোল পড়ে যায় গোটা বলিউডে

Jaya Bhaduri Was Pregnent During Sholay Shooting By Amitabh Bachchan

বলিউড (Bollywood) অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কেরিয়ারের অনেক বড় মাইলস্টোন ছিল ‘শোলে’ (Sholay) ছবিটি। ছবিটি শুধু তার একার জন্য নয়, তার সহ অভিনেতা ধর্মেন্দ্র, জয়া বচ্চন (Jaya Bachchan), হেমা মালিনীদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। ব্লকবাস্টার হিট এই ছবি তাদের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সেই সঙ্গে অমিতাভ এবং জয়ার ব্যক্তিগত জীবনেও অনেক পরিবর্তন এসেছিল এই ছবির মুক্তির পর।

‘শোলে’ ছবির শুটিং চলাকালীন অমিতাভ এমন এক ঘটনা ঘটিয়েছিলেন যে কারণে তার সহ অভিনেত্রী গর্ভবতী হয়ে পড়েন ওই সময়। এই ব্লকবাস্টার ছবির শুটিং চলাকালীন সময়ের বিভিন্ন ঘটনা পরবর্তী দিনে ফাঁস হয়েছিল। যা শুনে রীতিমত অবাক হয়েছিলেন অমিতাভের ভক্তরা। শুটিং করতে করতেই নাকি অমিতাভের জন্য প্রেগন্যান্ট হয়ে পড়েন সেই অভিনেত্রী।

অমিতাভের জন্য যে অভিনেত্রী গর্ভবতী হয়ে পড়েছিলেন তিনি আর কেউ নন তিনি ছিলেন খোদ অমিতাভ ঘরণী জয়া বচ্চন। শোনা যায় এই ছবির শুটিং চলাকালীন নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের এই দুই তারকা। শুটিং করতে করতেই প্রেগন্যান্ট হয়ে পড়েন অভিনেত্রী। কিন্তু সে কথা তিনি ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি।

তবে শুটিং করার সময় নাকি জয়ার বেবি বাম্প স্পষ্ট বোঝা যেত। ছবির মুক্তির পরপরই জয়ার কোল আলো করে আসেন অমিতাভ জয়ার প্রথম সন্তান শ্বেতা। এরপর ধীরে ধীরে অভিনয় ছেড়ে দেন জয়া বচ্চন। সন্তানদের বড় করে তোলা ছিল তখন তার প্রধান লক্ষ্য। বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল ‘জঞ্জির’ ছবির ব্যাপক সাফল্যের পর জয়াকে নিয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল অমিতাভের। কিন্তু বাঁধ সেঁধেছিলেন অমিতাভের বাবা।

অমিতাভের বাবা স্পষ্ট বলে দেন জয়াকে নিয়ে বাইরে কোথাও যেতে হলে তাকে আগে বিয়ে করতে হবে। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের জন্যই নাকি অমিতাভ এবং রেখার সম্পর্কটা কখনও পূর্ণতা পায়নি বলে জানা যায়। হরিবংশের জোরাজুরিতেই অমিতাভ এবং জয়ার বিয়েটা হয়েছিল।

বাবার কথা অমান্য করতে পারেননি অমিতাভ। বাবার নির্দেশ এক প্রকার হুট করেই জয়াকে বিয়ে করেছিলেন তিনি। তারপরেও তার এবং রেখার সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন ছড়িয়েছিল বলিউডে। ধীরে ধীরে সবকিছু ধামাচাপা পড়ে গেলেও রেখা-অমিতাভের সম্পর্ক নিয়ে চর্চা আজও বলিউডের হট টপিক ‌ হয়ে রয়েছে।