বাংলা সিরিয়ালের দুর্দশা দেখে বিরক্ত! মুখ খুলতেই বিস্ফোরক ইন্দ্রানী হালদার

Indrani Halder New Web Series : শ্রীময়ীর পর আর নয় সিরিয়াল? বাংলা সিরিয়ালের দুর্দশা নিয়ে মুখ খুললেন ইন্দ্রানী

যত বয়স বেড়েছে তত যেন বেশি সুন্দরী হয়ে উঠেছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder)। লক্ষ্মীমন্ত এই মেয়েটি টলিউডে (Tollywood) নিজের অভিনয়ের দ্বারা মন জয় করে নিয়েছেন সকলের। একটানা ২০ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে ভালো-মন্দ সব রকম অভিজ্ঞতা হয়েছে তাঁর। সম্প্রতি নিজের কাজ নিয়ে একটি মন্তব্য করে ফের খবরে শিরোনামে এলেন ইন্দ্রানী।

১৯৭১ সালে ৬ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণকারী এই অভিনেত্রী ১৯৮৬ সালে বাংলা ধারাবাহিক ‘১৩ পার্বণ’- এর হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। এই ধারাবাহিকে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন ইন্দ্রানী। এরপর শুরু হয় একের পর এক জয়যাত্রা। ‘বিয়ের ফুল’, ‘কুলের আচার’, ‘দহন, ‘চৌধুরী পরিবার’, ‘চরাচর’, ‘দেখা’, ‘শ্বেত পাথরের থালা’, ‘পারমিতার একদিন’, ‘কাঁচের পৃথিবী’ সহ আরো বহু সিনেমায় অভিনয় করেছেন ইন্দ্রানী হালদার।

Indrani Halder

অভিনয় জগতের মানুষ হলেও ইন্দ্রানীকে আমরা দেখেছি একাধিক ধারাবাহিকেও অভিনয় করতে। ‘গোয়েন্দাগিন্নি’, ‘ সীমারেখা’, ‘সুজাতা’ সহ হিন্দি এবং বাংলা টেলিভিশনে কাজ করেছেন ইন্দ্রানী। সর্বশেষ তিনি কাজ করেছেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকে যা একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক ছিল। তবে ‘শ্রীময়ী’-র পর বেশ কয়েক বছর অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ইন্দ্রানী। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

সম্প্রতি সংবাদমাধ্যমকে ইন্দ্রানী বলেন, ” ‘শ্রীময়ী’ শেষ হয়ে যাওয়ার পর আমার কাছে অনেক ধারাবাহিকের অফার এসেছে কিন্তু কোন চিত্রনাট্য আমার মনের মত হয়নি। এখন ভালো গল্পের অভাবে ধারাবাহিক কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। আমি চাই না আমার কোন সিরিয়াল দু তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাক।” প্রসঙ্গত, শ্রীময়ী ধারাবাহিকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে হিন্দি ভাষায় ঠিক একই গল্পকে কেন্দ্র করে ‘অনুপমা’ নামে একটি ধারাবাহিক তৈরি করা হয় যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রুপালি গাঙ্গুলী।

Indrani Halder

তবে এই মুহূর্তে ধারাবাহিকে অভিনয় না করলেও ইন্দ্রানী হালদার ছোটলোক নামক একটি সিরিজে অভিনয় করছেন যেটি খুব শীঘ্রই মুক্তি পাবে ডিজিটাল প্লাটফর্মে। এই ওয়েব সিরিজে এক জননেত্রীর চরিত্রে অভিনয় করবেন তিনি। বর্তমান রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে এই সিরিজের গল্প তৈরি করা হয়েছে। ওয়েব সিরিজে যখন কাজ করছেন তাহলে কেন ধারাবাহিকে কাজ করবেন না??

আরও পড়ুন : বিবাহিতা, তবুও পর পুরুষের প্রেমে পড়েছেন বারবার! ব্যক্তিগত জীবন নিয়ে অকপট ইন্দ্রানী হালদার

Indrani Halder

আরও পড়ুন : বলিউডে কাজ পেতে ইন্দ্রাণী হালদারকে যৌন সঙ্গমের প্রস্তাব, প্রকাশ্যে এল বিস্ফোরক অভিযোগ

সিরিয়াল প্রসঙ্গ উঠতেই ইন্দ্রানী বলেন, “কোন কিছুই একঘেয়ে আমার ভাল লাগে না। আমাকে যদি আপনারা আবার শ্রীময়ীর মতো কোনো চরিত্রে অভিনয় করতে দেখেন তাহলে কি আপনার ভালো লাগবে? লাগবে না নিশ্চয়ই। তার মানে আমারও ভালো লাগবে না। গল্প, ভাবনা সব কিছুরই পরিবর্তন হওয়া দরকার। তেমন ভালো কোন চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব আমি ধারাবাহিকে”।

আরও পড়ুন : ইন্দ্রাণী হালদারকে বিশেষ সম্মান দিল ভারত সরকার, বাংলার নাম উজ্বল করলেন অভিনেত্রী