ইন্দ্রাণী হালদারকে বিশেষ সম্মান দিল ভারত সরকার, বাংলার নাম উজ্বল করলেন অভিনেত্রী

নববর্ষের আগেই দারুণ চমক বাঙালির জন্য। সদ্য ভারতীয় ডাক বিভাগের (Indian Postal Department) তরফ থেকে নতুন ডাকটিকিট প্রকাশ করে সাত বাঙালি ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে। ‘সপ্তপর্ণী’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সেরা ৭ বাঙালির নামে ডাকটিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ। এই সাতজন নামী ব্যক্তির মধ্যে একজন হলেন ইন্দ্রানী হালদার (Indrani Halder)। এবার থেকে ইন্দ্রানীর নামে এবং ছবিতে ডাক টিকিট মিলবে ডাক বিভাগ থেকে।

জিপিওতে এদিন ‘সপ্তপর্ণী’ অনুষ্ঠানের আসর বসেছিল। অনুষ্ঠান উপলক্ষে বিকেল থেকেই তারকাদের নিয়ে রীতিমতো চাঁদের হাট বসেছিল। আমন্ত্রিত তারকা অতিথিদের উপস্থিতিতে তাদের নামাঙ্কিত ডাকটিকিটের উদ্বোধন করা হয়। ইন্দ্রানীও উপস্থিত ছিলেন এই মঞ্চে। ভারত সরকারের থেকে এত বড় সম্মান পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

দীর্ঘ বেশ কয়েক দশক ধরে সিনেমা এবং টেলিভিশনের পর্দায় অভিনয় করছেন ইন্দ্রানী। প্রসেনজিতের সঙ্গে ‘মন্দিরা’ ছবিতে প্রথমবার বড়পর্দায় পা রেখেছিলেন তিনি। যোছন দস্তিদারের ‘তেরো পার্বণ’ ছবির হাত ধরে তার পথ চলার শুরু হয়। এরপর আর তাকে ঘুরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে অভিনয় করে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি। এরপর বাংলা টেলিভিশনেও একাধিক ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে।

বাংলা টেলিভিশনের মধ্যে ‘সীমারেখা’, ‘গোয়েন্দা গিন্নি’ থেকে ‘শ্রীময়ী’ তার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। বিশেষ ‘গোয়েন্দা গিন্নি’ এবং ‘শ্রীময়ী’ হিসেবে তাকে দর্শকরা প্রায় সকলেই চেনেন। অভিনয় জগতে তার অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকারের তরফ থেকে এই বিশেষ সম্মান পেয়ে আনন্দে অভিভূত হয়ে পড়েছেন অভিনেত্রী। তিনি স্বপ্নেও ভাবতে পারেননি অভিনেত্রী হিসেবে স্বীকৃতিস্বরূপ এত বড় সম্মান তার জন্য অপেক্ষা করে আছে!

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে ইন্দ্রানী হালদার ছাড়াও ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে প্রদত্ত এই সম্মানে সম্মানিত হয়েছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পিসি সরকার, শোভন দেব চট্টোপাধ্যায়, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, পন্ডিত তন্ময় বসু এবং সত্যম রায়চৌধুরী।