Arijit Singh Remuneration : ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন যে ক’জন বাঙালি শিল্পী তাদের মধ্যে অন্যতম হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। তার ভক্তরা তাকে ‘কিং অফ প্লেব্যাক সিংগিং’ বলেন। শুধু বলিউড (Bollywood) আর মঞ্চ নয় অনেক বিয়ে বাড়িতেও গান করতে দেখা যায় এই গায়ককে। আপনিও কী চান আপনার বিশেষ দিনটি আরও বিশেষ করে তুলতে অরিজিৎ সিংকে দিয়ে গান করাতে? তাহলে জেনে নিন কোন বিয়েতে গান করতে কত টাকা পারিশ্রমিক নেন এই সঙ্গীত শিল্পী (How much did Arijit Singh earn)।
মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে ১৯৮৭ সালের ২৫ এপ্রিল জন্মগ্রহণ করেন অরিজিৎ সিং। ছোট বেলা থেকেই তিনি সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে বড়ো হয়েছেন। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ এর প্রতিযোগী ছিলেন অরিজিৎ। সেখানে তিনি ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন। এরপর বেশ কিছু সংগীত পরিচালকের সাথে সহযোগী হিসেবে কাজ করেন। বলিউডে তার গাওয়া প্রথম গানটি ছিল ‘মার্ডার টু’ এর ফির মহব্বত গানটি।
গানটি মোটামুটি জনপ্রিয়তা পেলেও ২০১৩ সালে ‘আশিকি টু’ এর কয়েকটি গানের জন্যই তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। বিশেষ করে ‘তুম হি হো’ গানটি গাওয়ার কারণে তিনি সঙ্গীত প্রেমীদের কাছে আইকন হয়ে ওঠেন। এটাই তাকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এমনকি এই গানটির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা গায়কের পুরস্কারও অর্জন করেছিলেন।
বর্তমানে সেই অরিজিৎ সিং এর গান শোনার জন্য লাখ লাখ মানুষ মুখিয়ে থাকেন। দেশে বিদেশে তিনি যেই কনসার্ট গুলো করেন তার টিকিট মূল্যই লাখ টাকা ছাড়িয়ে যায়। তবু এত জনপ্রিয় যেই মানুষটা সে সবসময় একটি সাধারণ মানুষ হিসেবেই জীবনযাপন করেন। মুর্শিদাবাদের মত একটি সাধারণ জায়গায় তিনি থাকেন আর নিজের একমাত্র ছেলেকেও তিনি সেখানকার স্কুলে ভর্তি করেছেন। আসলে তিনি চান স্বামী বিবেকানন্দের আদর্শে বাঁচতে।
আর এই কথা তিনি একবার একটি কনসার্টে সকলের সামনে বলেছিলেন। তিনি বলেছিলেন স্বামী বিবেকান্দের মত ‘চ্যারিটি বিগনস অ্যাট হোম’ এই মন্ত্রে বিশ্বাস করেন তিনি। তার একটি স্বপ্নের কথাও তিনি সেদিন বলেছিলেন। তিনি চান মুর্শিদাবাদ জিয়াগঞ্জে সর্ব সাধারণের জন্য একটি স্কুল তৈরি করতে। যেখানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা থাকবে। দুঃস্থ মেধাবী ছাত্ররা পড়াশোনা করতে পারবেন।
আরও পড়ুন : অরিজিৎ সিং হঠাৎ পাগড়ি পরা শুরু করলেন কেন, জানলে চোখে জল আসবে আপনার
আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী র্যাপ সিঙ্গার, যার সম্পত্তির পরিমাণ জানলে বাদশা-রফতারও লজ্জা পাবে
এই স্বপ্ন সত্যি করার জন্য অরিজিৎ তার এক একটি গানের শো থেকে অনেকটা বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। সেইরকমই একটি বিয়েতে যদি গান করেন তার জন্য তিনি অনেক টাকা চার্জ করেন। অরিজিৎ সিং একটি বিয়ে বাড়িতে এক রাতে গান করতে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নেন। আর সেই টাকা তিনি মানুষের স্বার্থে কাজে লাগাতে চান। এটাই তার উদ্দেশ্য।