কোথায় হারিয়ে গেলেন ভিক্টর ব্যানার্জী? বয়সের ভারে জীর্ণ অভিনেতার কীভাবে কাটছে দিন

Unknown Facts About Victor Banerjee : অস্কারপ্রাপ্ত অভিনেতাকেও যোগ্য সম্মান দিল না টলিউড! কোথায় হারিয়ে গেলেন ভিক্টর ব্যানার্জী?

Victor Banerjee Life Story : বাংলা সিনেমার অনুরাগীদের কাছে একটি ইমোশন হল প্রভাত রায় পরিচালিত ‘লাঠি’। এই লাঠি কথাটি বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠেন ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee)। টলিউড (Tollywood) -র পাশাপাশি তিনি বলিউড (Bollywood) এবং হলিউডে (Hollywood) নিজের কৃতিত্ব বজায় রেখেছেন তিনি। দৃঢ় ব্যক্তিত্ব এবং গাম্ভীর্যপূর্ণ এই অভিনেতা হলেন ভারতের প্রথম আন্তর্জাতিক অভিনেতা। কিন্তু এত প্রতিভা থাকা সত্ত্বেও কেন তিনি হারিয়ে গেলেন সিনেমা জগত থেকে?

১৯৭৭ সালে মানিকবাবু অর্থাৎ সত্যজিৎ রায় পরিচালিত ‘শতরঞ্জ কি খিলাড়ি’ সিনেমার হাত ধরে তাঁর সিনেমা জগতে অভিষেক হয়। প্রথম সিনেমায় ভিক্টরের অভিনয় দক্ষতা দেখে মানিকবাবু আগামী সিনেমা ‘ঘরে বাইরে’তেও ভিক্টরকে কাস্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’ঘরে বাইরে’ সিনেমায় সেরা পার্শ্বচরিত্রের জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন ভিক্টর। যে অভিনেতার যাত্রার প্রথম শুরুটা এতটাই মসৃণ ছিল তিনি কেন পরবর্তীকালে বাংলা ইন্ডাস্ট্রিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে পারলেন না তেমন ভাবে?

Victor Banerjee

বাংলা সিনেমায় সেভাবে যোগ্য সম্মান না পেলেও বিদেশের মাটিতে কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন ভিক্টর। উঁচু লম্বা ফর্সা এই সুদর্শন অভিনেতাকে এক নজরে পছন্দ হয়ে যেত হলিউডের একাধিক পরিচালকদের। জানলে অবাক হয়ে যাবেন, ১৯৮৪ সালে খ্যাতনামা পরিচালক ডেভিড লিন তাঁর আগামী প্রজেক্ট ‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’ সিনেমার জন্য একজন নায়কের খোঁজ করছিলেন অবশেষে তিনি ভিক্টরের খোঁজ পান এবং আসেন বাংলায়।

আপনি যদি বাঙালি হন তাহলে শুনে গর্বিত হবেন,’আ প্যাসেজ টু ইন্ডিয়া’ সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছিল প্রায় ১০টি পুরস্কার যার মধ্যে ২ ছিল অস্কার। যে মঞ্চে ব্র্যাড পিট, লিওনার্দো ডিক্যাপ্রিওর মত অভিনেতারা পুরস্কৃত হন সেই মঞ্চে এই বাঙালি অভিনেতা হয়েছিলেন পুরস্কৃত। প্রথম হলিউড সিনেমাতে আকাশ ছোঁয়া সাফল্যের পর তিনি অভিনয় করেছিলেন অস্কারজয়ী পরিচালক রোনাল্ড নেমির ‘ফরেন বডি’ সিনেমায়।

Victor Banerjee

‘ফরেন বডি’ সিনেমায় অভিনয় করার পর গোটা ইংল্যান্ডে যখন ভিক্টরের জয়জয়কার, ঠিক তখনই তিনি অপেরায় অভিনয় করার সুযোগ পান। ইংল্যান্ডের অপেরা মঞ্চে যীশুখ্রীষ্টের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর তিনি জেরি লন্ডনের সঙ্গে কাজ করতে চলে যান অস্ট্রেলিয়ায়। এই সিনেমাতেও সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যে কোন অভিনেতাদের কাছে যেখানে হলিউডের একটি সিনেমায় কাজ করা স্বপ্ন থাকে সেখানে ভিক্টর ব্যানার্জি ইউরোপ এবং আমেরিকা জয় করে ফেলেছিলেন মাত্র কয়েক বছরের মধ্যেই।

আরও পড়ুন : ২ কোটি টাকার ছবি তুলেছিল ৮৩২ কোটির ব্যবসা! এই বাঙালি অভিনেতার কাছে শাহরুখও বাচ্চা

Victor Banerjee

আরও পড়ুন : ঘনিষ্ঠ মুহূর্তে রেখা-অমিতাভকে দেখে কেঁদে ফেলেন জয়া! রেখাকে এইভাবে শায়েস্তা করেন জয়া বচ্চন

হলিউড জয় করার পাশাপাশি তিনি মৃণাল সেন, শ্যাম বেনেগালের সিনেমাতেও অভিনয় করেছিলেন। ২০১৮ সালে ‘থিংকিং অফ হিম’ সিনেমায় রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করে ভারত সরকারের তরফ থেকে তিনি পেয়েছিলেন তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ পুরস্কার। যে মানুষটি নিজের অভিনয়ের মাধ্যমে সারা বিশ্ব জয় করেছিলেন সেই মানুষটিকে যদি বাংলা সম্মান না দিতে পারে, তা এই মানুষটির পরাজয় নয় পরাজয় বাঙালি তথা টলিউডের।