ব্লাউজ ছাড়া খোলামেলা পিঠের ছবি শেয়ার করলেন ‘গাঁটছড়া’র খড়ি, ভক্তরা দেখেই অবাক

বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। একাধিক সুপার হিট বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘ইচ্ছেনদী’ থেকে শুরু করে ‘ফাগুন বউ’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘গাঁট ছড়া’ (Gantchhora) ইত্যাদি নানা জনপ্রিয় সিরিয়াল রয়েছে তার ঝুলিতে। বাংলা সিরিয়ালের পর্দায় কখনও শাড়ি কিংবা সালোয়ার ছাড়া দেখা যায় না তাকে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাহসী হতে আপত্তি নেই অভিনেত্রীর।

দর্শকদের নজরে শোলাঙ্কি হলেন বাংলা সিরিয়ালের আদর্শ মেয়ে এবং বৌমা। তবে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সাহসী এবং বোল্ড অবতারে রীতিমত বোমা ফাটান অভিনেত্রী। ব্লাউজ ছাড়া শাড়ি, শুধু অন্তর্বাসের উপর কোট চাপিয়ে অনায়াসে তিনি ধরা দেন ক্যামেরার সামনে। তখন তাকে দেখলে চমকে ওঠেন ভক্তরা।

SOLANKI ROY

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শোলাঙ্কির একটি পুরনো ফটোশুটের ছবি ভাইরাল হয়। এই ছবিটি বেশ কিছু সময় আগে তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। ছবিতে কালো রংয়ের ব্যাকগ্রাউন্ডের সামনে লাস্যময়ী অবতারে দেখা যাচ্ছে তাকে। সাদার উপর লাল রঙের চেক প্রিন্টেড তাঁতের শাড়ি পরে তিনি ক্যামেরার সামনে ধরা দেন।

এই ছবিতে সব থেকে বেশি নজর যেটা কেড়েছে সেটা ছিল খড়ির গায়ে কোনও ব্লাউজ ছিল না। ব্লাউজ ছাড়াই আটপৌরে করে শাড়ি পরে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন তিনি। তার পৃষ্ঠভাগ সম্পূর্ণ উন্মুক্ত ছিল। ছবিটি তার শরীরের ডান দিক থেকে এমন ভাবে তোলা হয়েছে যে তার শরীরের সম্পূর্ণ গঠন বোঝা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

এই ছবিটি যেদিন প্রথম শেয়ার করেছিলেন শোলাঙ্কি সেদিন তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। ভক্তরা তার নিন্দা করে লেখেন তাকে সব সময় ‘ভদ্র’ মেয়ে হিসেবে দেখে এসেছেন তারা। এমনভাবে কখনও তাদের দেখতে হবে এটা তাদের কল্পনার বাইরে ছিল। তারা তাদের খারাপ লাগার কথা খোলাখুলি জানিয়ে দেন।

SOLANKI ROY

কেউ কেউ আবার এও বলেন যে শরীর না দেখালে ইন্ডাস্ট্রিতে নাকি টিকে থাকা যায় না। শোলাঙ্কি নাকি সেই পথ বেছে নিয়েছেন। তাই তারা তাকে পরামর্শ দেন এমনিতেই শোলাঙ্কির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ তারা। এইভাবে খোলামেলা ছবি পোস্ট না করলেও তিনি তার অভিনয় দক্ষতার জেরে অনেক দূর এগিয়ে যাবেন। তবে শুধু নিন্দা নয়, কেউ কেউ আবার তার প্রশংসা করে বলেন তিনি যেন আস্ত এক কবিতা হয়ে উঠেছেন।