অভিনয় জীবন যে ভীষণ অনিশ্চিত তা সব অভিনেতা-অভিনেত্রীরাই জানেন। সিনেমা তো বটেই এখন ধারাবাহিকেরও ভবিষ্যৎ ভীষণ অনিশ্চিত হয়ে যাচ্ছে, কারণ সিরিয়ালের ভবিষ্যতের পুরোটাই নির্ভর করে টিআরপির ওপর। ধারাবাহিকের গল্প মানুষের ভালো না লাগলেই সেই ধারাবাহিককে কিছু মাসের মধ্যেই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন পরিচালকরা। কিন্তু সম্প্রতি এমনও একটি পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে সিরিয়াল সম্প্রচারিত হবার আগেই তা বন্ধের মুখে পড়ে যাচ্ছে।
আজ থেকে কয়েক বছর আগেও এটি মেগা সিরিয়াল মানেই ছিল টানা ৫ বছর ধরে চলা একটি গল্প কিন্তু আজকের পরিস্থিতি এবং চিত্রটা সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তে মানুষের চাহিদা প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে আর সেই পাল্টে যাওয়ার সঙ্গে তাল মেলাতে গিয়ে নিত্য নতুন গল্প আনতে বাধ্য হচ্ছেন পরিচালকরা। কয়েক মাসের মধ্যেই একটি ধারাবাহিক বন্ধ হয়ে যাবার ফলে কার্যত কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে কলাকুশলী থেকে শুরু করে অন্যান্য টেকনিশিয়ানদের।
একটি ধারাবাহিক কয়েক মাস হোক বা কয়েক বছর, কিছুদিন অন্তত চলার পর বোঝা যায় তা বন্ধ হয়ে যাবে কিনা। কিন্তু কখনো কি শুনেছেন, ধারাবাহিক শুরু হবার আগেই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকের সঙ্গে। সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকটি আগামী ৮ ডিসেম্বর থেকে টেলিকাস্ট হওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবেই ধারাবাহিকের ৪টি পর্বের শুটিংও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই তৈরি হয় সমস্যা।
জানা গেছে, এই মুহূর্তে প্রোডাকশন হাউজের আর্থিক কিছু সমস্যার কারণে শুটিং বন্ধ হয়ে যায় ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকের। আর্থিক স্বচ্ছলতা না থাকায় অভিনেতা এবং অন্যান্য টিম মেম্বারদের পারিশ্রমিক দিতে পারছিলেন না প্রযোজনা সংস্থা। আর্থিক সমস্যার কারণে তাই বন্ধ হয়ে গেছে ধারাবাহিকের শুটিং। শুধু দ্বিতীয় বসন্ত নয়, এই প্রযোজনা সংস্থার আরো দুই ধারাবাহিকের শুটিংয়েও ঘটেছিল ব্যাঘাত।
আরও পড়ুন : মোটা মাইনের চাকরি ছেড়ে অভিনয়! প্রসেনজিতের সিরিয়ালের নায়িকা হয়ে ফিরছেন ‘মেয়েবেলা’র মৌ
‘মিলি’, ‘টুম্পা অটো ওয়ালি’ এই দুই ধারাবাহিকের শুটিংও বন্ধ হয়ে যায় আর্থিক সমস্যার কারণে। যদিও যাবতীয় সমস্যা মিটিয়ে ‘মিলি’ এবং ‘টুম্পা অটোওয়ালি’- র ধারাবাহিকের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে এখনো শুটিং বন্ধ রয়ে রয়েছে ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকের। মাত্র ৪ টি পর্বের শুটিং হবার পর আচমকা সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যায় যা এখনো শুরু যায়নি। এর মধ্যে যদি সমস্যা না মেটে তাহলে কি ৮ তারিখ থেকে ধারাবাহিকের সম্প্রচার করা সম্ভব হবে? প্রশ্নটা থেকেই যায়।
আরও পড়ুন : বাস্তবেও মাথাগরম! অত্যাচার করেন স্ত্রীকে? স্বামীর কীর্তি ফাঁস করলেন পর্দার ‘পরাগে’র স্ত্রী
আরও পড়ুন : ‘মিঠি ঝোরা’ ধারাবাহিকের নায়ক আসলে কে? রইল জি বাংলার নতুন নায়কের পরিচয়
প্রসঙ্গত, ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকের হাত ধরে আবার ছোট পর্দায় অভিনয় করবেন অভিনেতা রাজদীপ গুপ্ত। বিপরীতে অভিনয় করবেন সোহিনী গুহ রায়। রাজদীপ এবং সোহিনী ছাড়াও দ্বৈপায়ন এবং জেসমিন রায় রয়েছে দ্বিতীয় নায়ক নায়িকার চরিত্রে। নায়কের বাবার চরিত্রে অভিনয় করবেন গৌতম হালদার এবং মায়ের চরিত্রে অভিনয় করবেন অনুশ্রী দাস। নায়কের ঠাকুরদার চরিত্রে অভিনয় করবেন বিপ্লব দাশগুপ্ত। নায়িকার শশুরের চরিত্রে মিলন রায়চৌধুরী এবং শাশুড়ির চরিত্রে অভিনয় করবেন চুমকি চৌধুরী। কনক ভট্টাচার্য পরিচালিত এই ধারাবাহিকটির ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে সেটা সময় বলতে পারবে।
আরও পড়ুন : গীতা LLB -র নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়