৬০ পেরিয়েও টাটকা ‘কলকাতার রসগোল্লা’, পুজোর সাজে তরুণীদের ১০ গোল দিচ্ছেন দেবশ্রী

৯০ এর দশকে টলিউডের (Tollywood) অভিনেত্রীদের মধ্যে যার নাম তখন দর্শকদের মুখে মুখে ফিরেছে তিনি হলেন দেবশ্রী রায় (Debashree Roy)। প্রসেনজিৎ, চিরঞ্জিত চক্রবর্তী, মিঠুন চক্রবর্তীদের সঙ্গে একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে একসময় দর্শকদের মনে জাঁকিয়ে বসেছিলেন তিনি। রূপে-গুণে-অভিনয়ে তাকে টেক্কা দিতে তখন হিমশিম খেতেন অন্যান্য নায়িকারা।

এহেন দেবশ্রী রায় অভিনয় জগতে পা রাখেন ১৯৬৬ সালে। ‘পাগল ঠাকুর’ ছবি দিয়ে শিশু শিল্পী হিসেবে শুরু হয় তার অভিনয় যাত্রা। নায়িকা হিসেবে ১৯৭৮ সালে ‘নদী থেকে সাগর’ ছবি দিয়ে তার অভিষেক ঘটে। তারপর খুব কম সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয়তা অর্জন করে নেন দেবশ্রী। তবে একটা সময় পর তিনি নিজেকে ছবি দুনিয়া থেকে গুটিয়ে নেন।

দেবশ্রী তার রূপের জন্য অসংখ্য মানুষের প্রশংসা পেয়েছেন, অভিনয়ের দরুণ পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। তবুও রাজনীতিতে জড়িয়ে তিনি নিজেকে অভিনয় থেকে দূরে সরিয়ে নেন। অসংখ্য ভক্তদের মন ভেঙে অভিনয় থেকে একপ্রকার যেন অবসরই নিয়ে নিয়েছিলেন দেবশ্রী। তবে এতদিন বাদে তিনি আবার ফিরেছেন গ্ল্যামারের দুনিয়াতে।

বয়স দেখতে দেখতে ৬০ বছর পেরিয়ে গিয়েছে, তবে দেবশ্রীর মধ্যে এখনও রয়ে গিয়েছে অষ্টাদশীর গ্ল্যামার! সম্প্রতি পুজোর সাজে নিজেকে ধরা দিয়েছেন দেবশ্রী। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই তিনি আধুনিকা। দেবশ্রীর এই নতুন সাজ দেখে চমকে উঠেছেন ভক্তরা। একই সঙ্গে প্রশংসায় ভরিয়েও দিচ্ছেন তারা।

কখনও তাকে দেখা যাচ্ছে লাল-কালো টপের উপর সাদা-কালো রঙের শাড়ি পরে ক্যামেরার পোজ দিয়েছেন তিনি। আবার কখনও নিজেকে সাজিয়েছেন চিত্রাঙ্গদার সাজে। সোনালী রঙের ব্লাউজ, শ্যাওলা রঙের শাড়ি, মাথায় সোনালি রঙের ওড়না বাঁধা সেই সঙ্গে জাঙ্ক জুয়েলারি, দেবশ্রীকে এই সাজে মানিয়েছে বেশ।

এবার পুজোতে টলিউড থেকে টেলিভিশনের নায়িকারা সোশ্যাল মিডিয়াতে তাদের পুজোর সাজের ছবি দিচ্ছেন একে একে। বাদ যাচ্ছেন না দেবশ্রীও। বেশ কিছুদিন আগে জি বাংলার সর্বজয়া ধারাবাহিক দিয়ে অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন দেবশ্রী। বহুদিন বাদে পর্দায় ফিরে বয়স এবং চেহারা নিয়ে ট্রোল্ড হতে হয়েছিল তাকে। তবে দেবশ্রীর পুজোর এই সাজ নিন্দুকদের মুখ বন্ধ করে দিল।