পুজোর পরই বন্ধ মিঠাই-পিলু, অবশেষে জানা গেল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

বেশ কয়েকদিন ধরেই জি বাংলার (Zee Bangla) বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে জল্পনা শোনা যাচ্ছে স্টুডিও পাড়ায়। এর মধ্যে রয়েছে বেঙ্গল টপার মিঠাই (Mithai), জি বাংলার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক পিলু (Pilu)। টিআরপি (TRP) দিন দিন কমে যাওয়ার কারণেই দুটি ধারাবাহিক নাকি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। অবশেষে জানা গেল এই দুই ধারাবাহিক বন্ধের সম্ভাব্য সময়কাল।

টানা ৫৬ বার টিআরপি টপার হওয়ার পরেও গত কয়েক সপ্তাহে মিঠাই দিন দিন টিআরপি তালিকা থেকে নেমে যাচ্ছে। এমনকি গত সপ্তাহের সেরা ৫ এর মধ্যেও মিঠাই নিজের জায়গা ধরে রাখতে পারেননি। অন্যদিকে স্টার জলসা ধুলোকণা প্রতি সপ্তাহে মিঠাইকে মাত দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই ফলাফল দেখে মিঠাই ভক্তরা ভীষণ নিরাশ হচ্ছেন।

মিঠাইয়ের টিআরপি রেটিং দিন দিন যত কমছে তার সঙ্গেই মিঠাই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আরও দৃঢ় হচ্ছে। আবার চ্যানেল বহুদিন ধরেই মিঠাইয়ের নতুন কোনও প্রোমোও দিচ্ছে না। এসব দেখে দর্শকরা আন্দাজ করে নিচ্ছেন হয়তো এবার ধারাবাহিকটিকে বন্ধ করে দিতে চলেছে চ্যানেল। দর্শকদের দাবি মিঠাইতে আর নতুন কিছু দেখানোর নেই। একঘেয়ে পুরনো ট্র্যাক বারবার চালানো হচ্ছে।

একই অবস্থা পিলুর ক্ষেত্রেও। জি বাংলার এই ধারাবাহিক বহুদিন আগে থেকেই তেমন ভাল ফলাফল করতে পারছে না। এমনকি ধারাবাহিকে নায়ক-নায়িকা পিলু-আহিরের বদলে পার্শ্ব দুই চরিত্র রঞ্জা-মল্লারকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে দর্শকদের একাংশের কাছে গুরুত্ব হারিয়ে ফেলেছে এই ধারাবাহিক। বহুদিন আগেই তাই পিলু-আহিরের ভক্তরা ধারাবাহিক বন্ধের দাবি তুলেছিলেন।

Pilu Time Slot Changed froom 16th May

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল মিঠাই এবং পিলু বন্ধ হওয়ার সম্ভাব্য সময়কাল। যতদূর জানা যাচ্ছে পুজোর পরই হয়তো বন্ধ হয়ে যাবে পিলু। অন্যদিকে মিঠাই অবশ্য পুজোর পর বন্ধ হচ্ছে না। তবে এই বছরের শেষের দিকেই বন্ধ হয়ে যাবে মিঠাই ধারাবাহিকও। অর্থাৎ আর মাত্র ২-৩ মাস পরই বাংলা টেলিভিশন থেকে বিদায় নেবে মিঠাই রানী।

চ্যানেলের তরফ থেকে বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট করে জানানো হয়নি। আসলে ধারাবাহিক বন্ধ করার ক্ষেত্রে সাধারণত ১-২ সপ্তাহ আগেই ফাইনাল নোটিশ দেওয়া হয়। জি বাংলার হাতে এখন একাধিক নতুন ধারাবাহিক রয়েছে বলেই জানা যাচ্ছে। অতএব এবার কিছু পুরনো ধারাবাহিক বন্ধ হওয়ার পালা। সেই তালিকায় নাম চলে এসেছে পিলু এবং মিঠাইয়ের।