‘আর কত রাত একা থাকবো’, নেচে-গেয়ে মঞ্চ মাতিয়ে দিলেন দেবশ্রী রায়

একসময় চাইল্ড আর্টিস্ট হিসেবে টলিউডে (Tollywood) তার যাত্রা শুরু হয়েছিল। প্রথম ছবি হিরন্ময় সেনের পরিচালনায় ‘পাগল ঠাকুর’ মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে। ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা মিলেছিল দেবশ্রী রায়ের (Debashree Roy)। তখন অবশ্য তার নাম ছিল চুমকি রায়। পরে চুমকি থেকে তার নাম হয়ে যায় রুমকি রায়।

পরিচালক তরুণ মজুমদারের নজরে পড়ে রুমকি রায় হয়ে উঠলেন দেবশ্রী রায়। বেশ কয়েক বছর এরপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তবে আচমকা অভিনয় থেকে দূরে সরে গিয়ে রাজনীতিকেই আপন করে নেন দেবশ্রী রায়। ১০ বছর পর নিজের ভুল বুঝতে পারেন। এখন আবার তিনি ফিরেছেন ক্যামেরার সামনে।

জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকেই শুধু নয়, দেবশ্রী আবারও তার ভক্তদের সামনে এসে জনসংযোগ বজায় রাখছেন। এবার তিনি জনসংযোগ বজায় রাখার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ। এবার তেমনই এক সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত হয়ে উপস্থিত দর্শকের সামনে নেচে গেয়ে দেখালেন দেবশ্রী রায়।

আজ থেকে বেশ কয়েক দশক আগে ‘চোখের আলোয়’ ছবিতে বৃষ্টি ভেজা রাতে ‘আর কত রাত একা থাকবো’ গানে দেবশ্রীর নাচ আজও দর্শকের স্মৃতিতে অমলিন। এতদিন পর সেই গানটিই শ্রোতাদের সামনে গেয়ে শোনালেন দেবশ্রী। কালো রঙের ঝকমকে ওয়েস্টার্ন পোশাক পরে গানের মিউজিকের তালে তালে নেচেও দেখালেন তিনি।

ফেসবুকে এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। অভিনয়ের পেশার সঙ্গে জড়িত দেবশ্রী। গানটা তার পেশা বা প্যাশন নয়। তবুও মিউজিশিয়ানদের সঙ্গে তালে তাল মিলিয়ে গান গাওয়ার চেষ্টা করেছেন তিনি। যদিও সুর তালে একটু গড়মিল থেকেই গিয়েছে। তবে পছন্দের অভিনেত্রীকে চোখের সামনে নাচ গান করতে দেখে দর্শকরা মুগ্ধ হয়েছেন। ৬০ বছরের কাছাকাছিই পৌঁছে গিয়েছে বয়স। বয়সের এই দোড়গোড়াতেও দেবশ্রীর পারফরম্যান্সে মুগ্ধ নেটিজেনরা।