‘মা’ হবেন পুটুপিসি! বছর শুরুতেই খুশির খবর শোনালেন অভিনেত্রী

নতুন বছর শুরু হওয়ার আগেই খুশির খবর। মা হবেন পুটুপিসি (Putu Pisi)! অবশ্য স্টার জলসার (Star Jalsha) ‘খড়কুটো’ (Khorkuto) ধারাবাহিকের দৌলতে নয়, পুটুপিসি ওরফে সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) এবার কালার্স বাংলার (Colours Bangla) নতুন ধারাবাহিক ‘সোনা রোদের গান’ (Sona Roder Gaan) এ নায়িকার মায়ের ভূমিকায় অভিনয় করবেন। তার বিপরীতে থাকছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Bandopadhyay)। এই ধারাবাহিকের নায়িকা আনন্দীর চরিত্রে থাকছেন পায়েল দে (Payel Dey)।

এবার কালার্স বাংলাতে নতুন ধারাবাহিক আনছে অরগানিক স্টুডিও। তবে এখানেও অবশ্য ম্যাজিক মোমেন্টসের লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Ganguly) অনেক বড় ভূমিকা থাকছে। আনন্দবাজার অনলাইন সূত্রে খবর, ধারাবাহিকটি লীনা গঙ্গোপাধ্যায়ের ভাবনায় তৈরি হিন্দি ধারাবাহিক ‘থোড়া সা থোড়া সা পানি’র বাংলা রিমেক। তবে বাংলায় এর চিত্রনাট্য লিখছেন শর্বরী ঘোষাল। লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে ঘষামাজা করে নিত্য নতুন মোচড় আনবেন শর্বরী।

ধারাবাহিকের প্রেক্ষাপট আনন্দী ওরফে পায়েলকে নিয়ে। আনন্দীকে জীবনসঙ্গীনী হিসেবে পেতে চান দুই পুরুষ। একজন প্রথম সারির ব্যবসায়ী বিক্রম, অপরজন চিকিৎসক অনুভব। এই দুটি চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং ঋষি কৌশিক। যদিও ধারাবাহিকে পায়েলের বিপরীতে জুটি বাঁধবেন ঋষি কৌশিক। ‘এখানে আকাশ নীল’ এও চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছিলেন ঋষি কৌশিক। সেই ধারাবাহিকের চূড়ান্ত সাফল্যের পর ফের চিকিৎসকের ভূমিকায় অভিনেতা। আনন্দবাজারের কাছে ঋষি কৌশিক জানিয়েছেন এই ধারাবাহিকের মাধ্যমেই প্রথম পায়েলের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

এক সাধারণ মেয়ের গল্প শোনাবে ‘সোনা রোদের গান’। বাবা-মায়ের চোখের মণি আনন্দী স্বভাবে বুদ্ধিমতী। বিক্রমের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। আচমকা বিয়ের আগে অসুস্থ হয়ে পড়েন তার বাবা। সেই সময় চিকিৎসক হিসেবে আনন্দীর বাড়িতে পা রাখবেন অনুভব ওরফে ঋষি কৌশিক। এরপর গল্পের মোড় কীভাবে বদলে যায় তা জানতে হলে চোখ রাখতে হবে কালার্স বাংলার পর্দায়।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

আরও পড়ুন :- বিয়ে করেছেন ১৫ বছরের ছোট ছেলেকে, ডিঙ্কার সঙ্গে সুখে সংসার করছেন পুটুপিসি

লীনা গঙ্গোপাধ্যায়ের বেশিরভাগ ধারাবাহিকই একাধিক ভাষায় রূপান্তরিত হয়েছে। ‘সোনা রোদের গান’ও তেমনই এক ধারাবাহিক। এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের প্রশ্নের জবাবে লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র তথা প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমাদের ধারাবাহিকের মান এমনিতেই জাতীয় স্তরের। কারণ, আমরা মনে করি দেশের সব অঞ্চলের মানুষ প্রায় একই রকমের অনুভূতিপ্রবণ। তাই ছোটখাটো বদল ছাড়া বেশি কিছু পাল্টাতে হয় না। ফলে, খাটনি কম। তবে মজা লাগছে।’’