৫৭তেই থেমে গেল জীবন! অকালেই চলে গেলেন CID খ্যাত এই ইন্সপেক্টর

অকালেই মারা গেলেন CID খ্যাত এই অভিনেতা, দুঃসংবাদ পেয়ে হতবাক ভক্তরা

সোনি টিভির মেগা ধারাবাহিক সিআইডি, ১৯৯৮ সালে সম্প্রচারিত হওয়া এই টেলিভিশন সিরিজটি ২০১৮ সালে শেষ হয়ে গেলেও সেটি আজও মানুষের কাছে সমান জনপ্রিয়। এই ক্রাইম থ্রিলার পর্বগুলি ভীষণ মন ছুয়ে যায় আমাদের। এই সিরিজে যে অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করে জনপ্রিয় হয়েছেন তাদের মধ্যেই এক তারকার জীবনাবসান হল আজ। ছন্দপতন হলো সিআইডি সিরিজের।

সিআইডি টেলিভিশন সিরিজে শিবাজী সত্যম, দয়ানন্দ শেট্টি, আদিত্য শ্রীবাস্তব, দীনেশ ফাডনিশ, নরেন্দ্র গুপ্ত, অভয় শুক্লাসহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন। এই সিরিজের অভিনেতা অভিনেত্রীরা অন্যান্য সিনেমা বা সিরিয়ালে অভিনয় করলেও তারা জনপ্রিয়তা পেয়েছেন এই সিআইডির হাত ধরেই। কিন্তু আজ এমন একটি খবর শুনতে পাওয়া গেল, যা শুনে সিআইডির ভক্তদের মনে নেমে এলো শোকের ছায়া।

Dinesh Phadnis

আজ অর্থাৎ ৫ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিআইডি ইন্সপেক্টর ফ্রেডি ওরফে দীনেশ ফাডনিশ। গত ২ ডিসেম্বর শুক্রবার আচমকাই হাসপাতালে ভর্তি হন তিনি। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের খবর শোনা গেলেও পরে জানা যায় অভিনেতার লিভার খারাপ হয়ে যাওয়ায় তাই তিনি আচমকা অসুস্থ হয়ে যান। ৫৭ বছর বয়সী এই অভিনেতা মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি ছিলেন।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, অভিনেতাকে রাখা হয়েছিল ভেন্টিলেটরে। জীবনের সঙ্গে লড়াই করছিলেন তিনি। পর্দার ফ্রেডরিকের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান সহকর্মী সকলেই। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছিলেন অভিনেতাকে সুস্থ করে তোলার। অন্যদিকে ভক্তরাও প্রার্থনা করছিলেন প্রিয় অভিনেতার সুস্থতা কামনায়। কিন্তু সবকিছু মিথ্যা করে দিয়ে মাত্র ৫৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সকলের প্রিয় ফ্রেডি।

Dinesh Phadnis

আরও পড়ুন : হাতে নেই কাজ, বাড়িতে বসে আক্ষেপ করছেন CID-র এসিপি প্রদ্যুম্ন

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে সহকর্মী দয়ানন্দ শেট্টি বলেন, “রাত ১২:০৮ মিনিট নাগাদ দীনেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীনেশের মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। লিভারের সমস্যা নিয়ে ভর্তি হলেও দীনেশের শরীরে জটিলতা ছিল অনেক। গতকাল রাতে ভেন্টিলেটর থেকেও তাকে বের করে নিয়ে আসা হয়। শারীরিক কোন সমস্যার কারণে লিভারের অনেকটাই ক্ষতি হয়ে যায় তাই শেষ রক্ষা আর হলো না।”

আরও পড়ুন : CID দিয়েছিল টাকা আর সম্মান, সিরিয়াল বন্ধের পর এইভাবে দিন কাটছে কলাকুশলীদের

Dinesh Phadnis

আরও পড়ুন : লকডাউন পাল্টে দিয়েছে দয়ার জীবন! দরজা ভেঙে জনপ্রিয় ‘দয়া’র দিন কাটছে এইভাবে

প্রসঙ্গত, সিআইডি ছাড়াও জনপ্রিয় টেলিভিশন শো ‘তারাক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিককে অভিনয় করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ‘মেলা’, ‘সারফারজ’, ‘সুপার থার্টি’সহ বেশ কিছু সিনেমায়। দীর্ঘ ১৫ বছর সিআইডিতে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা। অভিনেতার এই অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন : হাতে নেই কাজ, বাড়িতে বসে আক্ষেপ করছেন CID-র এসিপি প্রদ্যুম্ন