হাতে নেই কাজ, বাড়িতে বসে আক্ষেপ করছেন CID-র এসিপি প্রদ্যুম্ন

হিন্দি টেলিভিশনে (Hindi Telivision) রহস্য-রোমাঞ্চ নির্ভর ধারাবাহিক এর আগেও বহুবার বহুভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে। তবে রহস্য-রোমাঞ্চ নির্ভর ধারাবাহিক ‘সিআইডি’ (CID) যতটা জনপ্রিয়তা পেয়েছে, ঠিক ততটা জনপ্রিয়তা আর কোনও ধারাবাহিকের ভাগ্যে জোটেনি। সোনি টিভির সিআইডি আজ থেকে প্রায় দুই দশক আগে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল। তার জনপ্রিয়তা আজও অটুট রয়েছে।

এসিপি প্রদ্যুম্ন (ACP Pradyuman), ইন্সপেক্টর দয়া, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, পূর্বীরা দর্শকের কাছে দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছেন। এসিপি প্রদ্যুম্নের নেতৃত্বে এই সিআইডি টিম একত্রে মিলে বহু রহস্যের জট ছাড়িয়েছেন। বিশেষত ইন্সপেক্টর দয়ার দরজা ভাঙ্গার স্টাইল তো রীতিমতো যেন আইকনে পরিণত হয়েছে। এই তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও আজ সিআইডির সদস্যরা আক্ষেপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তাদের আক্ষেপ এই ভেবে যে ২০১৮তেই এই ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে।

সিআইডির দৌলতে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এসিপি প্রদ্যুম্ন ওরফে শিবাজী সতম (Shivaji Satam)। ২০১৮ সালে ধারাবাহিকের শেষ পর্বের সম্প্রচারের পর থেকে তাকে আর পর্দাতে দেখা যায় না। এর কারণ নিয়ে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, এখন তার হাতে কাজ নেই। বাড়িতে রীতিমতো বসে রয়েছেন বহুদিন ধরে। যা তার কাছে বেশ কষ্টকর। যদিও বেশ কয়েকটি মারাঠি নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি।

শিবাজীর আক্ষেপ, এখন পর্দাতে তার জন্য কোনও শক্তিশালী চরিত্র গড়ে তোলা হচ্ছে না। তাই তিনি অভিনয় থেকে দূরে আছেন। তিনি আরও বলেছেন, পর্দাতে শক্তিশালী চরিত্রের অভাবে অনেক ভালো ভালো অভিনেতা এবং অভিনেত্রীরা অভিনয় করার সুযোগ পাচ্ছেন না। এর আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সিআইডিতে অভিনয় করার পর থেকে তাকে শুধুই পুলিশের চরিত্রে অভিনয় করতে দেওয়া হচ্ছে। যা তার মোটেও পছন্দ নয়। তিনি একই ধরনের কাজ করতে পছন্দ করছেন না।

তিনি তার সাক্ষাৎকারে দাবি করেছেন, ‘‘আবার সিআইডি বানানো হলে এসিপি প্রদ্যুম্ন সাজতে চাই। বাড়িতে চুপচাপ বসে থাকার চেয়ে তো অনেক ভাল। নির্দিষ্ট এই চরিত্রটিতে অভিনয় করতে কোনও দিন ক্লান্তি আসবে না আমার।’’ তার এই বক্তব্য থেকে আশায় বুক বাঁধছেন দর্শকরা। তাহলে কি সোনি টিভি আবার ফিরিয়ে আনবে সিআইডি? উত্তরের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।