পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবেও, প্রসেনজিতের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ‘ছোট বউ’ দেবিকা

অঞ্জন চৌধুরীর বউমা সিরিজের মধ্যে ‘ছোট বউ’তে (Choto Bou) দেখা মিলেছিল দেবিকা মুখোপাধ্যায়ের (Debika Mukherjee)। এই ছবির সুবাদে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন দেবিকা। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। অনস্ক্রিন তাদের রোমান্স দারুনভাবে কাজ করেছিল দর্শকের মনে।

শোনা যায় তাদের সম্পর্কের কেমিস্ট্রি নাকি অফস্ক্রিনেও বহুদূর গড়িয়েছিল! কতটা সত্যি এই খবর? এই ছবির পর টলিউডে গুঞ্জন শুরু হয় প্রসেনজিতের সঙ্গে বাস্তবেও নাকি চুটিয়ে প্রেম করছেন দেবিকা! এতদিনে প্রশ্নের উত্তরে জবাব দিলেন দেবিকা। নিজের প্রেম জীবন সম্পর্কে খোলামেলা আলোচনা করলেন ‘ছোট বউ’। ‘এই সময়’কে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবিকা সরাসরি জানিয়েছেন, “হ্যাঁ, প্রেমে তো পড়েছিলাম। জীবনে প্রথম পুরুষ তো আমার স্বামী নন।

প্রেম না করে কেউ শিল্পী হতে পারেন না”। তবে খোদ প্রসেনজিতের সঙ্গেই তার প্রেমের সম্পর্ক ছিল কিনা সে বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী। প্রশ্নের মুখে পড়লে তিনি শুধু এটুকু বলেন, “প্রেম হলেও বলবো না।” তবে এটুকু জানিয়েছেন যার সঙ্গে তার প্রেম হয়েছিল তিনিও এখন সংসারী। তাই সংসারী প্রাক্তন প্রেমিককে নিয়ে তিনি কোনও কথাই বলতে চান না। দেবিকা বলেছেন, “এখন বললে অযথা আমার জন্য ঝগড়া হতে পারে… অকারণে কেস খেয়ে যাব। কিন্তু ভালো তো বেসেছি।”

বর্তমান প্রজন্মের টলিউড নায়ক-নায়িকাদের প্রেম নিয়েও বেশ কিছু কথা বললেন প্রসেনজিতের ‘ছোট বউ’। তাদের প্রজন্মের তুলনায় এই প্রজন্মের নায়িকারা প্রেমের ব্যাপারে অনেক বেশি ‘ডিপ্লোম্যাটিক’, এমনটাই মনে করেন দেবিকা। তবে তিনি জানিয়েছেন এখন ‘বুম্বা’ ওরফে প্রসেনজিতের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। প্রসেনজিতের প্রশংসা করে তিনি বলেছেন, “ওঁর থেকে খুব সহযোগিতা পেয়েছি। একটা মানুষ শুধু রাজনীতি করে ওরকম উঁচু জায়গায় উঠতে পারে না। নিশ্চয়ই তাঁর নিজস্ব কর্মক্ষমতা রয়েছে। খুবই ভালো সম্পর্ক রয়েছে ওঁর সঙ্গে এখনও”।

দেবিকা এখন অভিনয় থেকে দূরে রাজনীতি নিয়ে ব্যস্ত। তিনি একাধিকবার নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। সদ্য টাকার বিনিময়ে প্রার্থীপদ বিলি করার প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ তোলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। দেবিকা তা সমর্থন করে আক্ষেপের সুরে বলেন তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে দেখে রাজনীতিতে এসেছিলেন। তবে এখন তার আক্ষেপ হয়। তার কথায়, “ইদানিং বিজেপির অনেক জিনিসই ভালো লাগছে না। এখন বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অনুতাপ হয়।”