যে কোন সিনেমায় বড়দের থেকে ছোটদের অভিনয় দেখতে আমাদের বেশি ভালো লাগে। যেভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলে তারা, তা দেখে যেন মন ভরে যায়। তবে বেশিরভাগ ধারাবাহিক বা সিনেমার শিশু শিল্পীরা (Bollywood Child Artists) বড় হয়ে হারিয়ে যান অভিনয় জগত থেকে, হটাৎ দেখে আমরা চিনতেও পারি না এই শিশু শিল্পীদের যারা একসময় আমাদের ভীষণ প্রিয় ছিল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তেমনই বলিউড (Bollywood) -র বিখ্যাত শিশু শিল্পীদের (Bollywood Child Artists Then And Now) ছবি।
Bollywood Child Artist : Then And Now
এহসাস চান্না (Ahsaas Channa) : ‘মাই ফ্রেন্ড গণেশা’ বা ‘কাভি আলবিদা না কেহ না’, সিনেমায় সেই ছোট্ট ছেলেটির কথা মনে আছে আপনার? যে শিশু শিল্পীকে চিরকাল ছেলে ভেবে এসেছি সে কিন্তু আদতে ছিল একজন মেয়ে। এহসাস আজ ওয়েব সিরিজ এবং সিনেমা জগতের খুব পরিচিত একটি নাম। ‘গার্লস হোস্টেল’, ‘ফুঁক’, ‘হাফ CA’ সহ বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
ঝনক শুক্লা (Jhanak Shukla) : ‘কারিশমা কা কারিশমা’, ধারাবাহিকের ছোট্ট কারিশমার চরিত্রে অভিনয় করেছিলেন যিনি তিনি আজ ২০ বছর বয়সী একজন তরুণী। ধারাবাহিক ছাড়াও ‘কাল হো না হো’ সিনেমায় জয়া বচ্চনের সৎ মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি নিজের পড়াশোনা নিয়েই ভীষণ ব্যস্ত।
সানা সাঈদ (Sana Saeed) : ‘কুচ কুচ হোতা হে’ সিনেমায় অসাধারণ অভিনয় করে রাতারাতি জনপ্রিয় তর্জন করেছিলেন এই অভিনেত্রী। ‘হার দিল জো পেয়ার কারেগা’, ‘বাদল’ সিনেমাতেও ছোট মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সানাকে। এরপর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি, প্রায় ১০ বছর পর ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ সিনেমার মাধ্যমে ফের সিনেমা জগতে প্রবেশ করেছেন সানা। তবে আপনাকে যদি পরিচয় না করিয়ে দেওয়া হয় তাহলে এক নজরে আপনি কিন্তু দেখে চিনতে পারবেন না এই অভিনেত্রীকে।
অভিষেক শর্মা (Abhishek Sharma) : ‘কুচ কুচ হোতা হে’ সিনেমায় হৃত্বিক রোশনের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা। শিশু শিল্পী হিসাবে তেমন অভিনয় না করলেও পরবর্তীকালে ‘মাসান’, ‘তুমহারি সাল্লু’, ‘তেরে বিন লাদেন’, ‘রাম সেতু’ সহ বেশ কয়েকটি সিনেমায় মুখ্য এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তানভি হেগড়ে (Tanvi Hegde) : ‘সোন পরী’, ‘শাকা লাকা বুম বুম’, ‘পিতা’, ‘গজ গামিনী’ সহ একাধিক সিনেমায় এবং ধারাবাহিক অভিনয় করেছেন এই অভিনেত্রী। শিশু অভিনেতা থাকাকালীন ১৫০ টির বেশি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছিলেন তিনি, কিন্তু এখন সিনেমা জগতের সঙ্গে তেমন কোন সম্পর্ক নেই এই অভিনেত্রীর।
আরও পড়ুন : স্ল্যামডগ মিলিয়নিয়ারের ছোট্ট ‘লতিকা’ আজ দেখতে কেমন হয়েছে দেখুন
অথিত নায়েক (Athit Naik) : ‘কাল হো না হো’ সিনেমায় প্রীতি জিন্টার ভাই-এর চরিত্রে অভিনয় করা ছাড়াও ‘মুজছে দোস্তি কারোগি’, সিনেমায় শিশুদের অভিনয় করেছিলেন তিনি। সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘আবরা কা ডাবরা’ ধারাবাহিককে অভিনয় করে। বর্তমানে তিনি ক্যামেরার পেছনে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।
পারজান দস্তুর (Parzan Dastur) : গোটা একটি সিনেমায় চুপ করে থাকার পর যখন একেবারে শেষে সে কথা বলেছিল তখন চোখে জল চলে এসেছিল দর্শকদের। ‘কুচ কুচ হোতা হে’ সিনেমায় ছোট্ট সর্দারজির ভূমিকায় অভিনয় করেছিলেন এই শিশু শিল্পী। ৩১ বছর বয়সী এই অভিনেতা ২০০৯ সালে ‘ সিকান্দর ‘ সিনেমার মাধ্যমে ফের কাম ব্যাক করেন বলিউডে।
আরও পড়ুন : ছেলেবেলায় কেমন দেখতে ছিলেন বলিউড তারকারা, দেখুন ফটো গ্যালারি
কিংশুক বৈদ্য (Kinshuk Vaidya) : ‘শাকালাকা বুম বুম’ ধারাবাহিককে শিশুশিল্পী হিসাবে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন কিংশুক। পরবর্তীকালে একাধিক ধারাবাহিকে অভিনয় করে নিজের জনপ্রিয়তা বজায় রেখেছেন তিনি।
শারুখ বারুচা (Sharokh Bharucha) : ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘আতিস’, ‘শসস….কই হে’, সহ একাধিক সিনেমায় এবং সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেতা। বর্তমানে তিনি নিউজিল্যান্ডে একজন ব্যাংকার হিসেবে কর্মরত অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন : ৮ বছরে সম্পূর্ণ বদলেছে চেহারা, ‘বজরঙ্গি ভাইজানে’র ছোট্ট মুন্নি এখন কত সুন্দরী হয়েছে দেখুন
আরও পড়ুন : ২৫ বছরে কতটা বদলেছে চেহারা? বিজ্ঞাপনের ৫ জনপ্রিয় শিশুশিল্পী এখন কি করছেন জানেন
মালবিকা রাজ (Malvika Raaj) : ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় ছোট্ট করিনা অর্থাৎ পু চরিত্রে অভিনয় করেছিলেন এই নায়িকা। বর্তমানে তিনি একজন সাকসেসফুল মডেল হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন।
আরও পড়ুন : ভুতু থেকে পটল, পুরোনো বাংলা সিরিয়ালের খুদে তারকাদের এখন কেমন দেখতে হয়েছে দেখুন