৮ বছরে সম্পূর্ণ বদলেছে চেহারা, ‘বজরঙ্গি ভাইজানে’র ছোট্ট মুন্নি এখন কত সুন্দরী হয়েছে দেখুন

‘বজরঙ্গি ভাইজানে’র ছোট্ট মুন্নিকে এখন দেখলে চিনতে পারবেন না আপনি

Bajrangi Bhaijaan Fame Child Artist Aka Munni : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে অনেক শিশু অভিনেত্রী (Child Artist) -র দেখা মিলেছে যাদের উপস্থিতি কার্যত সিনেমার প্রতি দর্শকদের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণে। এই শিশু তারকারা সালমান খান (Salman Khan), শাহরুখ খানদের মত বড় বড় তারকাদের মাত দিয়ে অভিনয় করেছে সিনেমার পর্দাতে। এমনই একজন অভিনেত্রী ছিলেন হর্ষালি মালহোত্রা  (Harshaali Malhotra)। যাকে আজও দর্শকরা সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ (Bajrangi Bhaijaan) ছবির ‘ছোট্ট মুন্নি’ নামে মনে রেখেছেন (Bajrangi Bhaijaan Munni Real Name)

শাহিদা আকা মুন্নি, ৭ বছরের ছোট্ট একটি মেয়ে পাকিস্তান থেকে ভুল করে ভারতে চলে এসেছিল। মা এবং পরিবারকে হারিয়ে সেই ছোট্ট মূক মেয়েটি এরপর একা হয়ে পড়ে বিরাট এই দেশে। তখনই তার পাশে এসে দাঁড়ায় ‘বজরঙ্গি ভাইজান’। মুন্নিকে পাকিস্তানে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াটাই ছিল বজরঙ্গির লক্ষ্য। তবে তার জন্য অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার হতে হয়েছিল বজরঙ্গী এবং মুন্নিকে।

Bajrangi Bhaijaan Munni

   

হর্ষালি মালহোত্রার ছেলেবেলা 

হর্ষালি মুম্বাইতে জন্মগ্রহণ করেন ২০০৮ সালে। তিনি মাত্র ২১ মাস বয়সেই একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়েছিলেন। পরে আরও কিছু বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির আগে তিনি ‘কবুল হ্যায়’ এবং ‘লট আউট তৃষা’র মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন। তারপর সেখান থেকে সোজা বলিউডের সুযোগ চলে আসে তার হাতে। শোনা যায় ৭ হাজার শিশুর অডিশন নিয়ে তবে হর্ষালিকে বাছাই করেছিলেন নির্মাতারা।

২০১৫ সালের এই ছবিতে হর্ষালির অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা। বোবা মেয়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন হর্ষালি। তার ফুটফুটে সুন্দর চেহারা এবং চোখের অভিব্যক্তিতেই অভিনয়ের প্রদর্শন দর্শকরা আজও মনে রেখেছেন। সেই মেয়েটি কিন্তু এখন আর ছোট নেই। গত ৮ বছরে আমুল পরিবর্তন এসেছে হর্ষালির চেহারায়। দিনে দিনে আরও সুন্দরী হয়ে উঠছে সে। এখন তার ছবি (Bajrangi Bhaijaan Munni Recent Pic) দেখলে চিনতে পারবেন না আপনি। জানেন এখন কী করছেন অভিনেত্রী (Bajrangi Bhaijaan Munni Now)?

Bajrangi Bhaijaan Munni

এখন কী করছেন ‘বজরঙ্গি ভাইজানে’র মুন্নি

অভিনয়ের পাশাপাশি নাচেও ভীষণ পারদর্শী এই অভিনেত্রী। বিশেষ করে কত্থক নৃত্যের উপর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তিনি ভীষণ সক্রিয় থাকেন। ইনস্টাগ্রামে তাকে প্রায় ১৭ লক্ষ মানুষ ফলো করছেন। তিনি তার সোশ্যাল মিডিয়া একাউন্টে নানা ছবি এবং নাচের ভিডিও পোস্ট করতেই থাকেন। হর্ষালির নাচ, অভিনয় এবং চেহারায় মুগ্ধ নেটিজেনরা চাইছেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব বলিউডে নায়িকা হিসেবে প্রবেশ করুন।

Bajrangi Bhaijaan Munni

আরো পড়ুন : নায়কদের থেকে বেশি পারিশ্রমিক পেতেন সালমান খানের এই নায়িকা, জানেন তার পরিচয়?

‘বজরঙ্গি ভাইজান’ ছবির পর আর কোনও সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি হর্ষালিকে। তিনি এই ছবিটি করার পর পুরোদমে নিজের পড়াশোনাতে মন দিয়েছিলেন। এখন অভিনয়ের থেকে পড়াশোনাটাই তার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। তবে তিনি খাতায়-কলমে অভিনয় না করলেও ইন্ডাস্ট্রির সঙ্গে তার সংযোগ একেবারে যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তা নয়। কিছুদিন আগেই তাকে ‘সেলাম ভেঙ্কি’ ছবির প্রিমিয়ারে দেখা গিয়েছিল।

আরো পড়ুন : রেখার জন্যই আজীবন অবিবাহিত থেকে গেলেন সালমান খান? ৫০ বছর পর ফাঁস হল সিক্রেট