কেউ ৩ তো কেউ ৪! একাধিক বিয়ে করে রেকর্ড গড়েছেন এই বলিউড তারকারা

বারবার বিয়ে ভেঙে বারবার বিয়ে করেছেন এই বলিউড তারকারা

বলিউড (Bollywood) হোক বা টলিউড, বিনোদনের দুনিয়াতে সম্পর্ক ভাঙ্গা-গড়ার খেলা যেন লেগেই আছে। একাধিকবার বিয়ে করেছেন, বলিউডে এমন তারকাদের নজির কিছু কম নয়। কেউ দুই, কেউ তিন, কেউ আবার চারবার বসেছেন বিয়ের পিঁড়িতে। আজকের এই প্রতিবেদনে রইল বলিউডের সেই সমস্ত তারকাদের তালিকা। দেখুন এক নজরে।

সেইফ আলি খান : সেইফ আলি খানের (Saif Ali Khan) প্রথম স্ত্রী অমৃতা সিং (Amrita Singh)। বয়সে তিনি সেইফের থেকে প্রায় ১০ বছরের বড়। তাদের বিবাহিত জীবন ১৩ বছরের। তবে সেই বিয়ে সুখের ছিল না। ২০০৩ সালে ছেলে ইব্রাহিম আলি খান এবং মেয়ে সারা আলি খানকে নিয়ে আলাদা হয়ে যান অমৃতা। ২০১২ সালে করিনা কাপুরকে (Kareena Kapoor) বিয়ে করেন সেইফ আলি খান। বর্তমান তাদের দুই সন্তান জাহাঙ্গির আলি খান এবং তৈমুর আলি খান।

dharmendra wives

ধর্মেন্দ্র: বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রর (Dharmendra) দুই বিয়ে। তার প্রথম স্ত্রীর নাম প্রকাশ কৌর (Prakash Kaur)। প্রথম বিয়ে থেকে ধর্মেন্দ্রর চার সন্তান রয়েছে। তারা হলেন ববি দেওল, সানি দেওল, বিজেতা দেওল এবং অজিতা দেওল। তবে ধর্মেন্দ্র তার সহ অভিনেত্রী হেমা মালিনীর (Hema Malini) রূপে মুগ্ধ হয়ে পড়েন। জিতেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর বিয়ের রাতে ফিল্মি কায়দায় তিনি সেই অনুষ্ঠান ভেঙ্গে দেন। এরপর তিনি হেমা মালিনীকে বিয়ে করেন ইসলাম ধর্ম অনুসারে। কারণ তিনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে পারেননি।

আরও পড়ুন : ৬ সন্তান থাকতেও বুড়ো বয়সে দেখার কেউ নেই! নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ধর্মেন্দ্র

মহেশ ভাট : মহেশ ভাট (Mahesh Bhatt) চিরকালীন বিতর্কের শিরোনামে থেকেছেন। তার প্রথম স্ত্রী কিরণ ভাট। কিরণ এবং মহেশের মেয়ে পূজা ভাট। যদিও বিয়ের পরেও তিনি একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়। তাদের মধ্যে অন্যতমা পারভিন ববি। এমনকি মেয়ে পূজার সঙ্গে লিপলক করে ও তাকে বিয়ে করতে চেয়ে বিতর্কিত মন্তব্য করেও সমালোচনার শিকার হতে হয় তাকে। মহেশ ১৯৮৬ সালে বিয়ে করেন সোনি রাজদানকে। তাদের মেয়ে আলিয়া ভাট।

আরও পড়ুন : আলিয়া ভাটকে টাকার লোভ দেখিয়ে রোজ এই কাজ করাতেন বাবা মহেশ ভাট

SRIDEVI AND BONNY

শ্রীদেবী : জীবনে একাধিক নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রীদেবী (Sridevi)। তবে মিঠুন চক্রবর্তীকে তিনি চুপিসারে বিয়ে করেছিলেন বলে শোনা যায়। পরে অবশ্য মিঠুনের স্ত্রী যোগিতার কানে খবর পৌঁছাতেই তিনি রুখে দাঁড়ান এই সম্পর্কে বিরুদ্ধে। শেষমেষ মিঠুনকে ভুলে যেতে বাধ্য হন শ্রীদেবী। তিনি বিয়ে করেন বনি কাপুরকে। বনিও বিবাহিত ছিলেন। শ্রীদেবীকে বিয়ে করার জন্য তিনি তার প্রথম স্ত্রী মোনা সুরি কাপুরকে ডিভোর্স দেন।

আরও পড়ুন : শ্রীদেবী-যোগিতা নন! মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী ছিলেন এই বলিউড নায়িকা

মিঠুন চক্রবর্তী : মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) প্রথম স্ত্রীর নাম হেলেনা লিউক। তিন মাসের মাথায় ভেঙেছিল তাদের বিয়ে। এরপর যোগিতা বালিকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী। তবে যোগিতাকে বিয়ে করলেও শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মিঠুনের। শোনা যায় তারা নাকি চুপিসারে বিয়েও করেছিলেন। এই খবর জানাজানি হতেই শ্রীদেবী বলেন তিনি যোগিতার ব্যাপারে জানতেন না। যোগিতাও নাকি আত্মহত্যার হুমকি দিতে থাকেন। শেষমেষ শ্রীদেবীকে ছেড়ে যোগিতার সঙ্গেই সংসার করতে শুরু করেন মিঠুন।

Karan Singh Grover

করণ সিং গ্রোভার : হিন্দি সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেতা বলিউডেও বেশ কিছু কাজ করেছেন। তিনি বলিউড অভিনেত্রী বিপাশা বাসুর স্বামী। তবে বিপাশা আসলে করণের তৃতীয় স্ত্রী। প্রথমবার শ্রদ্ধা নিগমকে বিয়ে করেছিলেন করণ (Karan Singh Grover)। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর বিয়ে করেন জেনিফার উইঙ্গেটকে। জেনিফার ষকে ডিভোর্স দিয়ে বিপাশাকে বিয়ে করেন অভিনেতা।

আরও পড়ুন : আম্বানির স্ত্রীর সঙ্গে গোপন প্রেম, অন্তরঙ্গ মুহূর্তে হাতেনাতে ধরা পড়ে যান সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত ‌: জীবনে নাকি ৩০০ মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। জীবনে বিয়ে করেছেন ৩ বার। ১৯৮৭ সালে রিচা শর্মাকে বিয়ে করেন সঞ্জয়। কিন্তু ব্রেন টিউমারে মারা যান রিচা‌। এরপর তিনি বিয়ে করেন রিয়া পিল্লাইকে। রিয়ার সঙ্গে তার বিয়ে ভেঙেছিল ১০ বছরের মাথায়। ৬০ বছর বয়সে সঞ্জয় বিয়ে করেন মান্যতা দত্তকে। জীবনে যত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সবার মধ্যে থেকে মান্যতাকেই তার বেশি পছন্দ এমনটাই জানিয়েছেন অভিনেতা।

AAMIR KHAN WIVES

আমির খান : আমির খানের (Aamir Khan) জীবনেও একাধিক মহিলার আবির্ভাব হয়েছে। তার প্রথম স্ত্রীর নাম রিনা দত্ত। তাদের দুই সন্তান ইরা খান এবং জুনায়েদ খান। রিনাকে ডিভোর্স দিয়ে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের একমাত্র ছেলে আজাদ। তবে কিরণের সঙ্গেও তার ডিভোর্স হয়ে যায়। বর্তমানে আমির খান ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

আরও পড়ুন : আমির খানের বডিগার্ড থেকে সোজা বলিউড সুপারস্টার! জানেন কে এই অভিনেতা?

আদিত্য চোপড়া : আদিত্য চোপড়া (Aditya Chopra) প্রথমবার বিয়ে করেছিলেন পায়েল খান্নাকে। ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ ছিলেন রানী মুখার্জী। আদিত্যকে ডিভোর্স দিতে রাজি হননি পায়েল। এমনকি তার বাবা যশ চোপড়াও আদিত্য ও রানীর সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। শেষমেষ পায়েলকে প্রচুর টাকা দিয়ে ডিভোর্স নেন আদিত্য। তারপর বিয়ে করেন রানীকে। তাদের একমাত্র সন্তানের নাম আদিরা।

Naseeruddin Shah

নাসিরুদ্দিন শাহ : নাসিরুদ্দিন শাহের (Naseeruddin Shah) প্রথম স্ত্রীর নাম পারভিন মুরাদ। মাত্র ২০ বছর বয়সে বিয়েটা করেছিলেন নাসিরুদ্দিন। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি বিয়ে করেন রত্না পাঠককে। রত্নাও বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী।

আরও পড়ুন : অমিতাভ থেকে নাসিরুদ্দিন, মেয়ের বয়সীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন এই ৫ অভিনেতা

জাভেদ আখতার : প্রখ্যাত লেখক কবি ও গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar) প্রথম স্ত্রী ছিলেন হানি ইরানি। তবে তাদের বিয়ে ভেঙে যায় ১৯৭২ সালে। এর দশ বছর পর ১৯৮৪ সালে জাভেদ আখতার বিয়ে করেন শাবানা আজমিকে।

Kabir Bedi

কবীর বেদি : ৭১ বছর বয়স পর্যন্ত চার বার বিয়ে করেন কবীর (Kabir Bedi)। তার প্রথম স্ত্রী নৃত্যশিল্পী প্রতিমা বেদি। ডিভোর্সের পর তিনি বিয়ে করেন ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার সুস্যানকে। কিন্তু এই বিয়েটাও ভাঙ্গে খুব তাড়াতাড়ি। এরপর তিনি বিয়ে করেন নিক্কিকে। সেই বিয়ের মেয়াদ খুব বেশি দিন ছিল না। ৭১ বছর বয়সে পারভিন দুসাঞ্জকে বিয়ে করেন কবীর।

আরও পড়ুন : শ্রাবন্তী তো বাচ্চা! ৫ বার বিয়ে করেও দাম্পত্য সুখ পাননি এই বাঙালি অভিনেত্রী

কিশোর কুমার : চারবার বিয়ে করার রেকর্ড আছে কিশোর কুমারেরও (Kishore Kumar)। ১৯৫০ সালে গায়িকা তথা অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতাকে বিয়ে করেন তিনি। চার বছর পর সেই বিয়ে ভেঙে যায়। ১৯৬০ সালে তিনি মধুবালাকে বিয়ে করেন। ১৯৬৯ সালে মধুবালার মৃত্যু হয়। এরপর তিনি যোগিতা বালিকে বিয়ে করেন। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি চতুর্থবার বিয়ে করেন লীনা চান্দভরকরকে।

Adnan Sami

আরও পড়ুন : একটা বা দুটো নয়, চার চারটে বিয়ে করেছেন বলিউডের এই ৭ গুণধর জামাই

আদনান সামি : এই পাকিস্তানি গায়ক ১৯৯৩ সালে জেবা বক্তিয়ারকে বিয়ে করেন। তিন বছর পর তাদের বিয়ে ভেঙে যায়। ২০০১ সালে তিনি সাবা গালদেরিকে বিয়ে করেন। সেই বিয়েটাও ভেঙেছিল। ২০১০ সালের রয়া ফারইয়াবিকে বিয়ে করেন আদনান (Adnan Sami)।