বদলাচ্ছে বাংলা সিরিয়ালের গল্প, শাশুড়ি-বৌমার লড়াই আর নয়, বদলে গেল বাংলা সিরিয়ালের ভিলেন

বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) মানেই ফ্যামিলি ড্রামা, যে সিরিয়ালে যত বেশি ড্রামা সেই সিরিয়াল নাকি তত বেশি হিট! আর নায়িকার সঙ্গে খলনায়িকার সংঘাত যত বাড়বে, গল্পে ততই নতুন মোড় আসবে। সেই সঙ্গে বাড়ে দর্শকদের আগ্রহ, আর তরতরিয়ে বাড়ে টিআরপি। কাজেই সিরিয়াল হিট হওয়ার পেছনে অবশ্যই খলনায়িকাদের (Villain) ভূমিকা আছে। তাই নায়িকাদের শ্বশুরবাড়িতে থাকেন তাবড়-তাবড় খলনায়িকারা।

কিছুদিন আগে পর্যন্ত বাংলা সিরিয়ালগুলিতে খলনায়িকা হিসেবে প্রধানত শাশুড়ি এবং ননদদেরই উপস্থাপন করা হয়ে এসেছে। তবে রুচি বদলাচ্ছেন দর্শকরা। তাই লেখনীর ধরণ পাল্টে ফেলছেন গল্প লেখকরাও। এখন বাংলা সিরিয়ালে শাশুড়ি কিংবা ননদ নয়, খলনায়িকা হিসেবে দায়িত্ব পালন করছেন বাড়ির বড় বউরা।

Horogouri Pice Hotel

আসলে শাশুড়ি-বৌমার একঘেয়ে কুটকাচালি দেখতে দেখতে দর্শকরা এখন বিরক্ত। এদিকে কুটকাচালি ছাড়া ধারাবাহিক দেখবেনও না দর্শকরা। অগত্যা নতুন খলনায়িকা বেছে নিচ্ছেন সিরিয়াল নির্মাতারা। ইদানিং বাংলা টেলিভিশনগুলোতে নজর রাখলেই তা বেশ টের পাওয়া যায়। ‘মিঠাই’তে যেমন ‘বড়-জা’ তোর্সার সঙ্গে মিঠাইয়ের খিটি মিটি লেগেই থাকে। একই দৃশ্য ধরা পড়ছে অন্যান্য সিরিয়ালগুলোতেও।

এই যেমন সদ্য স্টার জলসাতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। ধারাবাহিকের নায়ক শঙ্করের দাদা বহুদিন ধরে নিখোঁজ। তার বৌদি মিতালী বাড়ির সর্বেসর্বা। এই বাড়িতেই শঙ্করের বউ হয়ে আসছে ঐশানি। প্রমো থেকেই বেশ কষ্ট যে ঐশানির উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করবে মিতালী। একই দৃশ্য চোখে পড়ছে চ্যানেলের আরও এক নতুন ধারাবাহিক‘ নবাব নন্দিনী’তেও।

নবাবের বাড়িতে বউ হয়ে এসেছে নন্দিনী। সেই বাড়ির বড়বউ কমলিকা হল বাড়ির মাথা। শ্বশুর বাড়িতে তার কথামত কাজ হয়। ছোট দেওর নবাব এবং তার বউ নন্দিনীকে নানাভাবে জব্দ করার পরিকল্পনা করে কমলিকা। অন্যান্য ধারাবাহিকগুলোতেও খেয়াল করলে দেখা যায় শাশুড়ি কিংবা ননদকে খুব কমই খলনায়িকা হিসেবে ব্যবহার করা হচ্ছে। বদলে অন্য চরিত্রদের নেগেটিভ শেডস দেওয়া হচ্ছে।

বাংলা সিরিয়ালগুলো এতদিন শাশুড়ি-ননদের সঙ্গে বাড়ির বউদের সংঘাত দেখিয়ে টিআরপি কুড়িয়েছে। এখন সেই জায়গাতে সিরিয়ালগুলোতে নতুন ভিলেনের আমদানি হচ্ছে। দর্শকরা কিন্তু বিষয়টি ভালভাবেই নিচ্ছেন, অন্তত টিআরপি লিস্ট তেমনটাই বলে। বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির বড় বউরাই আজকাল ভিলেন হয়ে দাঁড়াচ্ছেন। অন্যদিকে শাশুড়ি এবং ননদরা বরং নায়িকাদের সহায় হয়েই উঠছেন।