ডেলিভারি বয়দের অপমান! ‘অহংকারী’ সুদীপার ছেলেকে ধুয়ে দিল নেটিজেনরা

জি বাংলার (Zee Bangla) রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জীকে (Sudipa Chatterjee) কে না চেনেন? সঞ্চালিকা হওয়ার বাইরেও তার আরেকটি পরিচয়ও রয়েছে, তিনি একজন নামী অনলাইন বিজনেস ওম্যান। রান্নাবান্নার পাশাপাশি শাড়ি-গয়নার ব্যবসাও করেন তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে আর তার ইমেজের খাতিরে তার গ্রাহক সংখ্যাও কিছু কম নয়।

এহেন সুদীপা সম্প্রতি নিজের কাপড়ের ব্যবসার নানা কালেকশন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে গিয়ে রীতিমত ট্রোল্ড হয়েছেন। সুদীপা চ্যাটার্জীকে সোশ্যাল মিডিয়াতে হামেশাই নানাভাবে কটাক্ষের সম্মুখীন হতে হয়। তবে এবার অবশ্য তিনি একা নন, তার সঙ্গে সঙ্গেই ট্রোল্ড হয়েছে তার একরত্তি ছেলে আদিদের চ্যাটার্জীও (Adidev Chatterjee)। ব্যাপারটা কী?

আদতে এই বিতর্কের কারণ সেই পুরনো সুইগি ডেলিভারি বয় বিতর্ক। কিছুদিন আগে সুদীপা ডেলিভারি বয়দের নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন যা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। সেখানে অনলাইনে খাবার ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়দের এক হাত নিয়েছিলেন তিনি। যে কারণে সোশ্যাল মিডিয়া উল্টে তাকেই তুলোধনা করে।

সুদীপা তার পোস্টে লিখেছিলেন ডেলিভারি বয়রা কেন ফোন না করে গন্তব্যে পৌঁছাতে পারেন না। আর ফোন করেই বা তারা কেন বলেন দরজা খুলতে? সুদীপার কথায় তিনি দারোয়ান নন, যে দরজা খুলবেন। সুদীপার কথাবার্তার মধ্যে ‘অহংকারী’ ভাব খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা। তখন থেকে এই সোশ্যাল মিডিয়াতে উঠতে বসতে সমালোচনার শিকার হতে হচ্ছে তাকে।

এই যেমন সদ্য পুজো উপলক্ষে কাপড়ের ব্যবসার কালেকশন তুলে ধরছেন তিনি। সেখানেও কমেন্ট বক্সে একটা দুটো কটাক্ষ ধরা পড়ছে চোখে। একটি পোস্টে তিনি তার ছেলের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। জানিয়েছিলেন মা এবং সন্তানদের জন্য তিনি এরকম ম্যাচিং জামা কাপড়ের কালেকশন এনেছেন। তার নিচেই চোখ আটকে যাচ্ছে একটি কমেন্টে।

সেখানে জনৈক নেটিজেন মন্তব্য করেছেন, “আশীর্বাদ করি আপনার ছেলে যেন বড় হয়ে সুইগি বয় হয়”! যে ডেলিভারি বয়দের কটাক্ষ করেছিলেন সুদীপা, তার নিজের ছেলেও যেন বড় হয়ে সেই খাবার প্রস্তুতকারক সংস্থার ডেলিভারি বয় হয় তেমনই কামনা করেছেন কেউ কেউ। যদিও ছোট্ট মিষ্টি আদিদেব অনেকের শুভকামনাও পেয়েছে।