মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাধামাকা পর্ব! সকলকে ছাপিয়ে TRP-তে কত নম্বর পেল দিদি নম্বর ওয়ান

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মহা এপিসোড! রেকর্ড ভেঙে টিআরপি পেল দিদি নাম্বার ওয়ান

TRP List : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) টিভি ক্যামেরার সামনে এনে বাংলা টেলিভিশন শোয়ের নিরিখে কার্যত ইতিহাস গড়েছে দিদি নাম্বার ওয়ান (Didi Number One)। এই প্রথম কোনও রিয়ালিটি শোয়ের মঞ্চে মুখ্যমন্ত্রীর মত ব্যক্তিত্ব হাজির ছিলেন। স্বাভাবিকভাবেই সাধারণের মনে উন্মাদনা ছিল তুঙ্গে। তারই বহিঃপ্রকাশ দেখা গেল গত সপ্তাহে টিআরপি তালিকাতে। মুখ্যমন্ত্রীর স্পেশাল এপিসোডে রেকর্ড ব্রেকিং টিআরপি পেল দিদি নাম্বার ওয়ান।

দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকার টিআরপি

এই মুহূর্তে স্টার জলসাতে কোনও রিয়েলিটি শো চলছে না। জি বাংলাতে দিদি নাম্বার ওয়ান, দাদাগিরি এবং ঘরে ঘরে জি বাংলা অনুষ্ঠিত হচ্ছে। তাই নন-ফিকশন শোয়ের নিরিখে লড়াইটা এখন জি বাংলা ভার্সেস জি বাংলার। দিদি নাম্বার ওয়ানের সানডে স্পেশাল এপিসোডের টিআরপি এমনিতেই চড়া থাকে। আর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে উপস্থিত, দর্শকরা সেখানে চোখ রাখবেন না তাও কি হয়?

MAMATA BANERJEE IN DIDI NUMBER ONE

টিআরপিতে কত পেল দিদি নাম্বার ওয়ান?

নন ফিকশনের যে টিআরপি রেটিং তালিকা প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে দিদি নাম্বার ওয়ানের সানডে স্পেশাল এপিসোডের টিআরপি ছিল ৯.৬। বিপরীতে স্টার জলসার ফিকশন শো গুলোর গড় টিআরপি ৫.৫। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনুষ্ঠানে দিদি নাম্বার ওয়ানের সময়ের মেয়াদ বাড়ানো হয়েছিল। ১ ঘন্টার বদলে ২ ঘণ্টা ধরে সম্প্রচার হয় অনুষ্ঠানের।

টিআরপিতে কত নম্বর পেল দাদাগিরি?

দাদাগিরি সিজন ১০ গত সপ্তাহে ৫.৯ টিআরপি পেয়েছে। বিপরীতে স্টার জলসার ধারাবাহিকগুলোর গড়ে টিআরপি ছিল ৪.৭। তবে দিদি নাম্বার ওয়ানের অন্যান্য দিনের টিআরপি কিন্তু সানডে ধামাকার মত এত চড়া ছিল না। সপ্তাহের বাকি দিনগুলোতে ২.৮ পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিদি নাম্বার ওয়ানকে।

Ghore Ghore Zee Bangla

কত টিআরপি পেল ঘরে ঘরে জি বাংলা?

ঘরে ঘরে জি বাংলা ১.৫ রেটিং পেয়েছে। বর্তমানে স্টার জলসাতে একাধিক পুরনো সিরিয়ালের সম্প্রচার হয় নন প্রাইম টাইমে। বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সম্প্রচারিত হয় ইষ্টিকুটুম। যার টিআরপি ১.৪। রাত ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সম্প্রচারিত হয় বোঝেনা সে বোঝেনা। যার টিআরপি বর্তমানে ১.৭।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের খুদে আর্টিস্টরা আসলে কে, রইল তাদের আসল পরিচয়

NEEM PHOOLER MADHU

আরও পড়ুন : বাংলা ধারাবাহিকের TRP দিন দিন কমে যাচ্ছে কেন? কেন কেউ দেখছে না সিরিয়াল?

বাংলা সিরিয়ালগুলো কে কত টিআরপি পেল?

সিরিয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে গত সপ্তাহে নিম ফুলের মধু ৮.৩ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে। জগদ্ধাত্রী ৮.২, ফুলকি ৮, গীতা এলএলবি ৭.৯, কথা ৭.৩, কোন গোপনে মন ভেসেছে ৭.২, কার কাছে কই মনের কথা ৬.৫, অনুরাগের ছোঁয়া ৬.৩, বঁধুয়া ৬.২ এবং আলোর কোলে ৫.৭ নম্বর পেয়েছে।