বাংলা ধারাবাহিকের TRP দিন দিন কমে যাচ্ছে কেন? কেন কেউ দেখছে না সিরিয়াল?

Target Rating Point : পুজোর আগে থেকেই শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ৷ আর আমাদের রাজ্য সিরিয়াল প্রেমীর সঙ্গে সঙ্গে ক্রিকেট প্রেমীর ও অভাব নেই। যার ফলে বাড়ির মহিলাদের থেকে টিভি দেখার সময়টা বেড়েছে পুরুষদের৷ এদিকে এই ক্রিকেটের মহাযুদ্ধে ভাঁটা পড়ল চলতি সপ্তাহের স্টার জলসা আর জি বাংলার টিআরপি (TRP) তালিকায়৷ চলুন দেখে নিই এবারের টিআরপি তালিকায় কোন ধারাবাহিক কেমন ফলাফল করলো।

Target Rating Point

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা প্রকাশ হয়ে থাকে। আর সিরিয়াল প্রেমী দর্শকরা সেই তালিকার জন্য বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে থাকেন। বর্তমান পরিস্থিতে সিরিয়াল গুলি টিকে আছে টিআরপির উপর নির্ভর করে। কারণ ইদানিং কালে একের পর এক বহু সিরিয়াল টিআরপির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। সে ধারাবাহিক নতুন হোক কিংবা পুরোনো।

ANURAGER CHHOWA

বাংলা সিরিয়ালের TRP দিন দিন কমে যাচ্ছে কেন?

কিন্তু এবারের টিআরপি তালিকায় বিশ্বকাপের জন্য বেশ হেরফের ঘটেছে। কারণ ‘মিঠাই’-এর পর দীর্ঘদিন ধরে বেঙ্গল টপার-এর খেতাব জিতে নিয়েছে সূর্য-নীপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’৷ এই সপ্তাহে খেলা সম্পূর্ণ ঘুরে গেল। এক ধাক্কায় প্রথম স্থান থেকে পঞ্চমে চলে এসেছে অনুরাগের ছোঁয়া। ৬.৭ পয়েন্ট নিয়ে ফের বেঙ্গল টপার জগদ্ধাত্রী। জ্যাস ম্যাজিকের সামনে মিশকার শয়তানি মোটেই ধোপে টিকল না।

দ্বিতীয় স্থানে রয়েছে সৃজন-পর্ণার নিম ফুলের মধু। চলতি সপ্তাহে এই ধারাবাহিকটি পেয়েছে ৬.৫। অর্থাৎ সৃজন পর্ণার ডিভোর্স নিয়ে চুলোচুলি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এছাড়াও তৃতীয় স্থানাধিকারী ফুলকি। মা কালীর সামনে বলি দিয়ে খ্যাপা স্যার রোহিতের জীবন থেকে শালিনীকে সরানোর পণ করেছে ফুলকি। শেষ পর্যন্ত সফল হবে সে?

KAR KACHE KOI MONER KATHA

প্রথম পাঁচের শেষ দুইয়ে রয়েছে কার কাছে কই মনের কথা ও অনুরাগের ছোঁয়া। শাশুড়ি-বউমার সম্পর্কের সমীকরণ বদলে যেতেই চড়চড়িয়ে বাড়ছে টিআরপি রেটিংও। আর মিশকা জেল থেকে ছাড়া পেতেই কমে গেলো অনুরাগের ছোঁয়ার রেটিং। মাত্র ৬.২ পয়েন্ট পেয়ে প্রথম থেকে পঞ্চমে পৌঁছে গেছে এই ধারাবাহিক। এদিকে শ্রাবন আর ওমকার ধীরে ধীরে একে অপরের কাছে আসছে। সেই সুবাদে টিআরপি-তেও ষষ্ঠ স্থানটি ছিনিয়ে নিল লাভ বিয়ে আজকাল।

আরও পড়ুন : মেয়ে সেজে পর্দা কাঁপিয়েছেন বাংলা সিরিয়ালের এই ৫ হ্যান্ডসাম অভিনেতা, দেখুন তালিকা

SANDHYATARA

আরও পড়ুন : কুটকাচালি সিরিয়াল আর নয়! ১৭টা সিরিয়াল ছেড়ে বিস্ফোরক রোহন ভট্টাচার্য

সপ্তমে রয়েছে একসঙ্গে তিনটি ধারাবাহিক রাঙা বউ, সন্ধ্যাতারা ও তুঁতে। চলতি সপ্তাহে এই তিনটি সিরিয়ালের মোট নম্বর ৫.৩। ৫.১ পয়েন্ট নিয়ে যৌথভাবে অষ্টম স্থান দখল করেছে ইচ্ছে পুতুল ও হরগৌরী পাইস হোটেল। দুর্জয় রানিকে সিঁদুর পরাতেই গল্পে এল নতুন মোড়। তবে টিআরপি লিস্টে ৫.০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক তোমাদের রানী। আর ৪.৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে ভাগ্যে শিকে ছিঁড়ল বাংলা মিডিয়ামের।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের লক্ষ্মী! TRP -তে ঝড় তুলছে এই ৫ সেরা লক্ষ্মীমন্ত বৌমা