টিআরপিতে শিমুল-ফুলকির জয়জয়কার, কে হল বেঙ্গল টপার? চমকে দেবে ফলাফল

উলটপালট টিআরপিতে কে হল বেঙ্গল টপার? রইল সম্পূর্ণ তালিকা

Bengali Mega Serials Top 10 TRP List On 20th July 2023 : বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) -র টিআরপি (TRP) বেরোনোর দিন। এই দিন সকাল থেকেই কার্যত বাংলা সিরিয়ালের সেটগুলোতে একটা চাপা উত্তেজনা কাজ করে কলাকুশলীদের মনে। কোন সিরিয়াল কেমন কাজ করছে তার সাপ্তাহিক রিপোর্ট বেরোনোর দিন আজ। নিয়ম মাফিক এই সপ্তাহেও প্রকাশ্যে এল বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি তালিকা (Bengali Mega Serials Top 10 TRP List)

অন্যান্য সপ্তাহের মত এই সপ্তাহেও টিআরপি তালিকাতে প্রথম স্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৮.৬। জগদ্ধাত্রী (Jagaddhatri) আবার তার নিজস্ব জায়গা ফিরে পেয়েছে। জি বাংলা (Zee Bangla) -য় নতুন সিরিয়াল ফুলকি শুরু হওয়ার পর টানা তিন সপ্তাহ ধরে এই সিরিয়াল জগদ্ধাত্রীর জায়গা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু অনুরাগের ছোঁয়ার ঠিক পরে দ্বিতীয় স্থান এবার গিয়েছে জগদ্ধাত্রীর ঝুলিতে।

JAGADHATRI

জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৭.৮। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি (Phulki)। ফুলকির প্রাপ্ত নম্বর ৭.৩। শুরুর পর থেকে এই সিরিয়ালটি বেশ ভালোই ফলাফল করছে। চার সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও ফুলকি কিন্তু সেরা তিনের মধ্যেই নাম তুলে রেখেছে। চতুর্থ স্থানে জায়গা পেয়েছে রাঙা বউ (Ranga Bou)। এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.৭। পঞ্চম স্থানে আছে হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel)। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬।

অন্যদিকে নিম ফুলের মধু এবার সেরা পাঁচের মধ্যে জায়গা করতে পারেনি। ৬.৫ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে সৃজন-পর্ণারা। এখন আবার টানা দেড় মাস সিরিয়ালে নায়ক সৃজনকে দেখা যাবে না। শুটিং চলাকালীন অ্যাক্সিডেন্টের কারণে তার দুই পায়ের গোড়ালি ভেঙেছে। তাই গল্পে কিছু পরিবর্তন আসতে পারে। বাংলা মিডিয়াম ৫.৯ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে।

KHELNA BARI

সেরা দশের বাকি তিন স্থানে অর্থাৎ অষ্টম, নবম এবং দশম জায়গাতে রয়েছে যথাক্রমে এক্কাদোক্কা, পঞ্চমী এবং খেলনাবাড়ি। তিনটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৫.৭, ৫.৫ এবং ৫.৪। তবে সেরা দশের তালিকাতে নাম তুলতে না পারলেও মানালি দের কার কাছে করে মনের কথা কিন্তু এই সপ্তাহেও স্লট জিতে নিয়েছে। তুলনায় কিশোর বয়সের প্রেম ভালোবাসার গল্প কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের আসন গিয়েছে টলে।

KAR KACHE KOI MONER KOTHA

আরো পড়ুন : আসছে নতুন সিরিয়াল, স্টার জলসার বিরাট জনপ্রিয় নায়িকার সঙ্গে সিরিয়ালে ফিরছেন ‘মিঠাই’য়ের উচ্ছেবাবু

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এই সপ্তাহে পেয়েছে কেবল ৪.৪ নম্বর। সেই জায়গায় কার কাছে কই মনের কথা পেয়েছে ৪.৭ নম্বর। আপাদমস্তক শাশুড়ি-বৌমার কুটকাচালির কাছে মানিক-কমলাদের নম্বর কমতে শুরু করেছে। আর গৌরী এলো এবারেও রামপ্রসাদের বিপরীতে স্লট জিততে ব্যর্থ হয়েছে। তুঁতের ফলাফলও আশানুরূপ নয়। এমন চললে শীঘ্রই সিরিয়াল দুটি বন্ধ হয়ে যেতে পারে।

আরো পড়ুন : সিরিয়াল থেকে সোজা বলিউড, হিন্দি সিনেমায় পা রাখবেন স্টার জলসার এই নায়িকা