বাজারে এল ‘ওহ লাভলী ২’, ফের গান গেয়ে মাতিয়ে দিলেন মদন মিত্র

তৃণমূলের (Trinomool) কালারফুল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) শুধুমাত্র রাজনীতি দুনিয়ার মানুষ নন। ইতিমধ্যেই বিনোদন জগতেও বেশ নামডাক কুড়িয়েছেন তিনি। মদন মিত্রের গান সোশ্যাল মিডিয়াতে দারুণ সেনসেশনের কাজ করে। দুর্গাপূজা উপলক্ষে হোক বা বিধানসভা নির্বাচন উপলক্ষে, একের পর এক গানের মাধ্যমে নিজের শিল্পীসত্তার বিকাশ ঘটিয়েছেন তিনি।

কামারহাটির তৃণমূল বিধায়কের মুখের ‘ওহ লাভলী’ (Oh Lovely) ডায়লগ নিয়েও রয়েছে গান। নেটদুনিয়ায় মানুষদের মধ্যে একাংশ এই গান পছন্দ করেছেন। এবার মদন মিত্র আবার একগুচ্ছ গানের ডালি নিয়ে হাজির! নিজের গায়কীতে নিজেই মুগ্ধ তিনি। তার কথায়, “সত্যিই যারা তৃণমূলের সৈনিক, তারা কাউকে পরোয়া করেন না। আমার এই গানের কার্যক্রম যেন সেটাই বলতে চাইছে।”

নতুন গানের ভিডিওতে তৃণমূলের জয় জয়কার যেমন রয়েছে, তেমনই মদন মিত্রের জন্যও রয়েছে প্রচার। গানের নাম, ‘বাংলার জয় গান’। গানের কথায় লেখা আছে, ‘মদন দাদার নেই যে তুলনা’। এই প্রসঙ্গে মদন মিত্রের বক্তব্য, ‘‘শুধু আমি বলে নয়, সত্যিই যাঁরা তৃণমূলের সৈনিক, তাঁরা কাউকে পরোয়া করেন না। কারণ, আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মহিলা, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়৷ যিনি প্রতি মুহূর্তে আমাদেরকে জুগিয়ে থাকেন উৎসাহ, অনুপ্রেরণা৷’’

এই বয়সেও একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন মদন মিত্র। তার এই স্পিরিট ঈর্ষণীয় বটে। তার ঘনিষ্ঠ মহলের দাবি, “এই বয়সেও মদনদার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে তা সত্যিই ঈর্ষণীয়।” ‘কালারফুল বয়’ মদন মিত্রের রঙিন জীবনী অবলম্বনে বায়োপিক বানাচ্ছে টলিউড। সেখানে উঠে আসবে তার জীবন সম্পর্কিত নানান জানা-অজানা কাহিনী। বায়োপিকে রাজ্যপালের ভূমিকায় অভিনয় করবেন মদন মিত্র নিজেও।

India Wanna’ve Her Betiyaa ft Madan Mitra official

সোশ্যাল মিডিয়াতে বরাবর বেশ অ্যাকটিভ থাকেন মদন মিত্র। সোশ্যাল মিডিয়াতে তার অনুরাগী সংখ্যা অনেক। মদন মিত্র লাইভে এলে তো কথাই নেই। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েন তিনি। সদ্য অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব রুদ্রনীল ঘোষের ‘বেনীমাধব’ কবিতার পাল্টা হিসেবে ‘নীল গিরগিটি’ কবিতা দিয়ে পাল্টা জবাব দিয়েছিলেন মদন মিত্র। ভাইরাল হয়েছিল সেই ভিডিওটিও।