Bengali Serial : নায়িকার ‘পাকামি’র কারণে নষ্ট হচ্ছে নায়কের জীবন! এই সিরিয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নায়িকারাই আসল, নায়কদের কোনও দাম নেই! একাধিক বাংলা সিরিয়ালের বিরুদ্ধে সোচ্চার দর্শকরা

Bengali Serial : বাংলা সিরিয়াল মানেই অনেক ঘটনার ঘনঘটা। একজন নায়িকাকে কেন্দ্র করে লার্জার দ্যান লাইফ স্টোরি। অবশ্য প্রত্যেকটি সিরিয়ালে নায়িকার পাশাপাশি নায়কেরও যথেষ্ট ভূমিকা থাকে। তবে ইদানিং বেশ কিছু সিরিয়ালে দেখা যাচ্ছে নায়িকারাই যেন সব, নায়কদের কোনও গুরুত্বই নেই গল্পে। জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসার (Star Jalsha) একাধিক সিরিয়ালের বিরুদ্ধে উঠলো এই অভিযোগ।

স্টার জলসার সন্ধ্যাতারা (Sandhyatara) সিরিয়ালে যেমন দুই বোনের আত্মত্যাগের কাহিনী দেখছেন দর্শকরা। সন্ধ্যা এবং তারা একে অপরের জন্য স্বার্থত্যাগ অর্থাৎ নিজেদের ভালবাসা ত্যাগ করে। দুই বোনই ভালবাসে নীলকে। দিদির খুশির কথা ভেবে তারা সন্ধ্যার সঙ্গে নীলের বিয়ে দেয়। এদিকে নীল ভালোবাসে তারাকেই। সন্ধ্যাও না জেনে তার বোনের প্রেমিককেই বিয়ে করে বসে।

SANDHYATARA

তবে এটা শুধু একটা সিরিয়ালের গল্প নয়। স্টার জলসাতে যদি থাকে সন্ধ্যাতারা, তাহলে জি বাংলাতেও রয়েছে মিঠিঝোরা। সদ্য শুরু হওয়া এই সিরিয়ালটির গল্প অনেকটা সন্ধ্যাতারার মত। গল্পের নায়িকার রাইয়ের বাবা বিয়ের দিনই মারা যান। সংসারটা যাতে ঠিকভাবে চলে তার জন্য রাই নিজের জায়গাতে মেজ বোন নিলুকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয়।

এখন প্রশ্ন উঠছে বাংলা সিরিয়ালের নায়িকারা কত মহান সেটা দেখাতে গিয়ে কোথাও কি নায়কদের চরিত্রগুলোকে মূল্যহীন করে তোলা হচ্ছে না? তাদের অজান্তে কিংবা ইচ্ছের বিরুদ্ধেই একপ্রকার জোর করে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। তাই নায়কদের পাশে দাঁড়িয়ে কলম ধরলেন দর্শকদের একাংশ। বাংলা সিরিয়ালে এমন গল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা।

MITHIJHORA

সন্ধ্যাতারা এবং মিঠিঝোরার প্রসঙ্গ তুলে ধরে কেউ লিখছেন, ‘‘গল্প আলাদা হলেও কাহিনী একি। সবসময় নায়িকাদের স্বার্থের জন্য নায়কদের কেন বলির পাঠা হতে হয় বুঝিনা ভাই। নায়ক বলে কি ওরা মানুষ নয়! ওদের মনের কোন ইচ্ছা নেই নাকি? তারা নিজের বোনের জন্য আকাশকে ত‍্যাগ করলো একবারও আকাশের কথা ভাবেনি। তার জন্য আজ তিনজনের জীবন সহ ওর সরল বোনের জীবনটাও নষ্ট হলো।’’

আরও পড়ুন : ২০২৩ এর সেরা বাংলা সিরিয়াল কোনটি? প্রকাশ্যে এল সমীক্ষার ফলাফল

MITHIJHORA

আরও পড়ুন : সিরিয়াল ছেড়ে নতুন পেশা বেছে নিলেন ‘তুঁতে’ সিরিয়ালের দীপান্বিতা-সৈয়দ

তারার পাশাপাশি রাইকে নিয়েও উঠছে প্রশ্ন। রাই নিজে বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু জোর করে নিজের বোনকে কেন নায়কের সঙ্গে বিয়ে দিল? নায়কের কি নিজের কোনও ইচ্ছে থাকতে নেই? নায়িকাদের এমন ‘পাকামি’র কারণেই নায়কদের জীবন নষ্ট হচ্ছে। এমনটাই মনে করছেন দর্শকদের একাংশ।