শেষ বয়সে দেউলিয়া, পাশে ছিল না পরিবার! রামায়ণখ্যাত এই অভিনেতার অন্তিম পরিণতি হয় খুবই মর্মান্তিক

Avatar

Updated on:

বলিউড (Bollywood) মানেই সেখানে গ্লামার, পরিচিতি ও অর্থবিত্তের ছড়াছড়ি। শত শত কোটি টাকার বিনিয়োগ আর মুনাফা হয় সেখানে প্রতিনিয়ত, যার বিরাট একটি অংশ পেয়ে থাকেন তারকারা। তাদের কি আবার টাকা-পয়সার অভাব হতে পারে? শুনতে অবাক লাগলেও কথাটি সত্যি। বলিউডে বেশ কয়েকজন তারকা ছিলেন যারা নিজেদের শেষ জীবনে দেওলিয়া হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন রামায়ণ (Ramayan) ধারাবাহিক খ্যাত অভিনেতা ভারত ভূষণ (Bharat Bhushan)।

জন্ম ১৯২০ সালের ১৪ জুন, উত্তরপ্রদেশের মেরঠে। মাত্র দু’বছর বয়সে মাকে হারান তিনি। এর পর দাদার সঙ্গে ভারত চলে যান মামাবাড়িতে, আলিগড়ে। স্নাতক হওয়ার পরে বাবার ইচ্ছের বিরুদ্ধে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন তিনি। ১৯৪১ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘চিত্রলেখা’।

Bharat Bhushan

এরপর একে একে ‘ভক্ত কবীর’, ‘সুহাগ রাত’, ‘আঁখে’, ‘জন্মাষ্টমী’-র মতো ছবির সাহায্যে নিজের জায়গা মজবুত করেন তিনি। এরপর থেকে ভারত ভূষণ নিজেই একটা ব্র্যান্ড, ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ম্যাটিনি আইডল হয়ে ওঠেন। আর এসবের মাঝেই মেরঠের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারের মেয়ে সরলাকে বিয়ে করেন ভারত ভূষণ। তাদের দুই মেয়ে অনুরাধা আর অপরাজিতা। বড় মেয়ে অনুরাধা ছিল পোলিয়ো আক্রান্ত। রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা ভূষণ।

১৯৬০ সালে মুক্তি পায় ভারত ভূষণের ছবি ‘বরসাত কি রাত’। তার কয়েক দিন পরেই জীবনে চরম আঘাত। মারা যান তার স্ত্রী সরলা। স্ত্রীকে হারানোর সাত বছর পরে ‘বরসাত কি রাত’-এর নায়িকা রত্নাকে আবার বিয়ে করেন তিনি। কিন্তু এই অভিনেতার কেরিয়ারে শেষ হিট ছবি ছিল ‘বরসাত কি রাত’। এর পর থেকেই ভারত ভূষণের কেরিয়ার একের পর এক ছবি ফ্লপ। ৫০ বছর বয়স হওয়ার আগেই নায়কদের বাবা-র ভূমিকায় দেখা যায় তাকে।

Bharat Bhushan

এছাড়াও খ্যাতির মধ্য গগনে থাকার সময়ে কিছু ভুল সিদ্ধান্ত বিপাকে ফেলেছিল তারকা ভারত ভূষণকে। তার মধ্যে অন্যতম হল জুয়ার নেশায় ডুবে যাওয়া। এছাড়াও প্রযোজক হিসেবে একেবারেই ব্যর্থ হয়েছিলেন তিনি। শেষ জীবনে এমনও হয়েছে, টাকার জন্য নিজের সংগ্রহের দু্র্মূল্য বই বিক্রি করতে হয়েছিল অভিনেতা ভারত ভূষণকে।

আরও পড়ুন : রামায়ণের রাম-সীতা-লক্ষণরা আজ কোথায়? ২৫ বছরে কতটা বদলেছে তাদের চেহারা

Bharat Bhushan

আরও পড়ুন : রামায়ণের মন্দোদরী এখন কোথায়? বয়সের ভারের জীর্ণ অভিনেত্রীর কিভাবে কাটছে দিন

বিক্রি করে দিতে হয়েছিল নিজের একাধিক গাড়ি ও বাংলো। তৎকালীন বম্বের বান্দ্রা ও অন্য জায়গায় বাংলো ছিল তার। অর্থকষ্টে হারাতে হয়েছিল সে সবই। এরপর অনাদর আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে ৭২ বছর বয়সে, ১৯৯২-এর ২৭ জানুয়ারি মারা যান রামায়ণ খ্যাত গোস্বামী তুলসী দাস চরিত্রে অভিনীত অভিনেতা ভারত ভূষণ।