দুদিনেই ১২৫ কোটি পার! ‘পাঠানে’র জন্য দর বাড়ালেন শাহরুখ, জন, দীপিকারা? পারিশ্রমিকের অঙ্কটা চমকে দিচ্ছে

বয়কট গ্যাংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হিট পাঠান! কত পারিশ্রমিক পেলেন তারকারা? জানলে চমকে যাবেন

All You Need To Know About Shah Rukh Khan Deepika Padukone John Abraham And Salman Khan`s Payment For Pathaan Movie

টানা ৪ বছরের বিরতির হল অবসান। নতুন বছরের শুরুতেই কামব্যাকের পর প্রথম ছবিতে বক্স অফিসে রীতিমত ঝড় তুলে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এখন তার হাতে রয়েছে অনেকগুলো ছবি। ৪ বছর পর ফিরতেই প্রথম ছবিতে শাহরুখ যে ঝড় তুলে দিয়েছেন তাতে ‘পাঠানে’র (Pathaan) উপর ভিত্তি করে আবার ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে বলিউড। বয়কট গ্যাংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ‘পাঠান’ ব্লকবাস্টার হতে চলেছে তাতে সন্দেহ নেই।

এই ছবি প্রথম দু দিনেই ১২৫ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। ছবিটি ২৫শে জানুয়ারি মুক্তির দিনে ৫০ কোটি টাকা ঘরে তুলে ফেলে। ২৬ শে জানুয়ারি ‘পাঠানে’র জয়পতাকা আরও উঁচুতে উড়েছে। দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকা ঘরে তুলেছে ছবিটি। এমন নজির বলিউডে বেশ কয়েক বছর আগে দেখা দিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম থেকে সালমান খানরা কত পারিশ্রমিক পেলেন এই ছবির জন্য?

পারিশ্রমিকের প্রশ্ন উঠলে প্রথমেই আসবে শাহরুখের পারিশ্রমিকের অংকটা। খুব স্বাভাবিকভাবেই শাহরুখ খান এই ছবির জন্য সবার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন। বলিউড এই প্রথম মার্ভেলের মত স্পাই ইউনিভার্স গড়ার লক্ষ্যে এগোচ্ছে। ছবিতে জনের সঙ্গে শাহরুখের মারকাটারি অ্যাকশন দৃশ্য থেকে শাহরুখ দীপিকার রোমান্স দারুণ উপভোগ করেছেন দর্শকরা। এই ছবির জন্য শাহরুখ ১০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গিয়েছে।

তবে শাহরুখ খান শুধু এককালীন পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট থাকেন না। সেই সঙ্গে ছবির সাফল্যের একটা অংশও চাই তার। ‘পাঠান’ দিনে দিনে যেভাবে ব্যবসার অঙ্ক বাড়াচ্ছে তাতে আগামীতে ফুলে ফেঁপে উঠবে বক্স অফিস। কাজেই শাহরুখের ঘরেও এই ছবি থেকে মোটা অংকের টাকা ঢুকবে। এবার জানা যাক বাকিদের পারিশ্রমিকের অঙ্কটা কত ছিল।

ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন দীপিকা। এখানে তার অভিনয় সেভাবে নজর না কাড়লেও গানে শাহরুখের সঙ্গে তার রোম্যান্স এবং বিকিনি পরে তার অসাধারণ ফাইট সিন নিঃসন্দেহে নজর কেড়েছে। দীপিকার পারিশ্রমিকের অঙ্কটাও নেহাত খারাপ নয়। তিনি এই ছবি থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। এবার জানুন ছবির প্রধান ভিলেন জন আব্রাহামের পারিশ্রমিক কত ছিল।

শাহরুখের বিপরীতে টক্কর দিয়ে অভিনয় করে গিয়েছেন জন আব্রাহাম। ভিলেন হিসেবে এর আগেও তাকে বহু ছবিতে দেখেছেন দর্শকরা। কিন্তু শাহরুখের বিপরীতে চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন তিনি। এই ছবির জন্য জন পেয়েছেন ২০ কোটি টাকা পরিশ্রমিক। ছবিতে ক্যামিও হিসেবে ছিলেন সালমান খান। তিনি এই ছবির জন্য একটি টাকাও পারিশ্রমিক নেননি। বলিউড সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।