উলটপালট টিআরপিতে চমকে দিচ্ছে ফলাফল! কে হল বেঙ্গল টপার? জেনেই অবাক দর্শকরা

উলটপালট টিআরপিতে ভেসে গেল মিঠাই-জগদ্ধাত্রী! বেঙ্গল টপার হল এই সিরিয়াল

Bengali Mega Serial`s Top Ten TRP List Released On 27th January 2023

এক সপ্তাহের অপেক্ষায় শেষে নিয়ম মাফিক আবার প্রকাশিত হল নতুন টিআরপি (TRP) তালিকা। সরস্বতী পুজোর কারণে এই সপ্তাহে তালিকা প্রকাশে একটা দিন দেরি হয়েছে। বৃহস্পতিবারের বদলে শুক্রবার যে রিপোর্ট কার্ড উঠে এল তা দেখে চক্ষু চড়ক গাছ বাংলা সিরিয়ালের ভক্তদের। কারণ এই সপ্তাহে স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই।

গত কয়েক সপ্তাহের ট্রেন্ড ধরে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এই সপ্তাহেও ৯.১ রেটিং পেয়ে সেরা হয়েছে। জগদ্ধাত্রীকে এই সপ্তাহেও টেক্কা দিয়েছে অনুরাগের ছোঁয়া। তবে জগদ্ধাত্রী জি বাংলার তরফ থেকে চ্যানেল টপার এবারেও। ৮.৪ নম্বর পেয়েছে জগদ্ধাত্রী। সেই সঙ্গে দ্বিতীয় স্থান গিয়েছে জগদ্ধাত্রীর ঝুলিতে। তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো। জি বাংলার এই সিরিয়ালটি ৭.৮ নম্বর পেয়েছে।

নিম ফুলের মধু রয়েছে চতুর্থ স্থানে। জি বাংলার এই সিরিয়ালটি ৭.৬ নম্বর পেয়েছে। পঞ্চম স্থানে পঞ্চমী এবং বাংলা মিডিয়ামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। স্টার জলসার এই দুটি সিরিয়াল ৭.২ নম্বর পেয়েছে। দুটি সিরিয়াল পঞ্চম স্থান দখল করে সেরা ৫ এর মধ্যে জায়গা করে নিয়েছে। এরপর ষষ্ঠ স্থান যৌথভাবে দখল করেছে জি বাংলার দুটি সিরিয়াল রাঙা বউ এবং খেলনা বাড়ি। দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৯।

এক্কাদোক্কা ৬.৮ নম্বর পেয়েছে। লীনা গাঙ্গুলীর এই সিরিয়ালটি হাজার ট্রোলিং সত্ত্বেও সপ্তম স্থানে জায়গা পেয়েছে। গাঁটছড়া অষ্টম স্থানে রয়েছে। এই সিরিয়ালটি ৬.৬ নম্বর পেয়েছে। হরগৌরী পাইস হোটেল এবং আলতা ফড়িং যৌথভাবে নবম স্থান দখল করেছে। এ দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর হল ৬.৩। তবে মিঠাইয়ের নম্বর অনেক বেশি কমে গিয়েছে। ৫.৯ নম্বর পেয়ে কোনও রকমে দশম স্থানে টিকে থেকেছে এই সিরিয়ালটি।

স্লট পরিবর্তন করার পর মিঠাইয়ের টিআরপি নম্বর বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। কিন্তু এই সপ্তাহে মিঠাই টিআরপি তালিকায় একেবারে শেষের দিকে ঠাঁই পেয়েছে। এই সপ্তাহে শেষ হয়েছে সাহেবের চিঠি। স্টার জলসার এই সিরিয়ালটি পেয়েছে ৫.৮ নম্বর। মাত্র ০.১ নম্বরের জন্য সেরা দশের মধ্যে জায়গা করে নিতে পারেনি এই সিরিয়ালটি। সেই সঙ্গে অন্যান্য বারের মত খেলনা বাড়ির সঙ্গে লড়াইয়েও পিছিয়ে থেকেছে সাহেবের চিঠি।

অন্যদিকে নতুন দুই ধারাবাহিকের মধ্যে তোমার খোলা হাওয়া এবং মন দিতে চাই টিআরপি তালিকাতে এবারেও ভাল ফলাফল করতে পারেনি। এই দুটি ধারাবাহিকের সিআরপি কিছুতেই বাড়ছে না। শুভঙ্কর সাহা এবং স্বস্তিকা দত্তের জুটিতে তোমার খোলা হাওয়া ও ঋত্বিক মুখার্জী-অরুনিমা হালদারের জুটিতে মন দিতে চাই টিআরপি বাড়াতে না পারলে হয়ত শীঘ্রই বন্ধ হয়ে যাবে।