‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানার গোপন অতীত জানলে চোখে জল আসবে

রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna), ন্যাশনাল ক্রাশই বলুন বা ‘পুষ্পা’ ছবির শ্রীবল্লী, দক্ষিণের এই অভিনেত্রীকে আজ গোটা দুনিয়া চেনে। সুন্দরী এই অভিনেত্রীকে সম্প্রতি রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা গিয়েছে। রূপ আর গুণের জন্য বেশ প্রশংসা পান রশ্মিকা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার জনপ্রিয়তা এবং উপার্জন। তবে ছোটবেলা থেকেই যে এমন সোনার মতো ভাগ্য ছিল রশ্মিকার তা কিন্তু নয়।

রশ্মিকা জন্মগ্রহণ করেন কর্নাটকে। বেঙ্গালুরু থেকে তিনি পড়াশোনা করেন। ইংরেজি, সাহিত্য মনোবিজ্ঞান এবং সাংবাদিকতায় স্নাতক ডিগ্রী রয়েছে তার। তবে তার ছোটবেলাটা ছিল খুবই কষ্টের। প্রবল অর্থকষ্ট ছিল তার পরিবারে। পরিস্থিতি এমনও গিয়েছে যে বাড়ি ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না তাদের। তাই রাস্তায় রাস্তায় অনেক ঘুরতে হয়েছিল নতুন বাড়ির সন্ধানে।

Rashmika Mandanna

রশ্মিকা একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ছোটবেলায় তাদের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে বাবা তাকে একটা খেলনাও কখনো কিনে দিতে পারেননি। তবে কলেজে পড়ার সময় থেকে রশ্মিকার ভাগ্য বদলাতে শুরু করে। ২০১৪ সালে তিনি ‘ক্লিন এন্ড ক্লিয়ার ফেসওয়াশ’ প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন। এরপর তিনি হয়ে ওঠেন ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

এই বিজ্ঞাপন থেকেই খুলে যায় রশ্মিকার অভিনয়ের যাত্রা। ২০১৬ সালে কন্নড় ছবি ‘কিরিক পার্টি’তে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। শুধু তাই নয় এই ছবি কন্নড় ইন্ডাস্ট্রির সবথেকে বেশি আয় করা ছবি হয়ে ওঠে। কাজেই রশ্মিকারও কেরিয়ারের মোড় ঘুরে যায়। একের পর এক ছবির প্রস্তাব পেতে থাকেন তিনি।

RASHMIKA MANDANNA

আরও পড়ুন : দক্ষিণী অভিনেত্রীরা কে কত টাকা পারিশ্রমিক পায়? কার পারিশ্রমিক সবথেকে বেশি?

কিন্তু সফলতার শিখরে পৌঁছলেও দুর্ভাগ্য রশ্মিকার পিছু ছাড়েনি। নানা কারণে তাকে ট্রোল্ড হতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কখনও তার চেহারা নিয়ে কটাক্ষ হয়েছে, কখনও বিনোদন দুনিয়ার অভ্যন্তরের বড় বড় মাথাদের সঙ্গে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি ছবি থেকে বাদ পড়েছেন। মানসিক অবসাদেরও শিকার হতে হয়েছিল তাকে। কিন্তু তাতেও হাল ছাড়েননি এই অভিনেত্রী। রশ্মিকা বর্তমানে দক্ষিণ ভারতের সেরা পারিশ্রমিকের অভিনেত্রীদের মধ্যে একজন। ছবি পিছু তার উপার্জন ৬ কোটি টাকা।

আরও পড়ুন : রশ্মিকাকে ছাপিয়ে রাতারাতি ‘জাতীয় ক্রাশ’! ‘অ্যানিমেলে’র এই অভিনেত্রী আসলে কে?

RASHMIKA MANDANNA

আরও পড়ুন : বিছানায় ঘনিষ্ঠ রণবীর-রশ্মিকা! অনলাইনে ফাঁস দুই তারকার মিলন দৃশ্য

‘পুষ্পা’ ছবির পর আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হন রশ্মিকা। বর্তমানে বলিউডে তিনি কাজ করছেন বেশ চুটিয়ে। এখন আর ট্রোলিংকে বিশেষ পাত্তা দেন না তিনি। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছিলেন, মানুষ হিসেবে কিছু খুঁত রয়েছে সকলের মধ্যেই। কিছু বিষয়ে অপারগতা থাকবেই। “কিন্তু এমন একটা সময় আসবে যখন তুমি বুঝবে লোকে কি বলবে তার থেকেও তোমার ব্যাপ্তি বেশি। তোমার জীবনের মালিক তুমি, জীবনকে কিভাবে চালাবে তা ঠিক করার দায়িত্ব শুধুই তোমার।”

আরও পড়ুন : অ্যানিম্যাল সিনেমার তারকারা কে কত টাকা পারিশ্রমিক পেলেন?