দক্ষিণী অভিনেত্রীরা কে কত টাকা পারিশ্রমিক পায়? কার পারিশ্রমিক সবথেকে বেশি?

South Indian Actress Charges Per Movie : মুখ লুকাবে আলিয়া-দীপিকা! এই ৭ দক্ষিণী নায়িকার পারিশ্রমিক জানলে পিলে চমকাবে

দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ প্রায় সারা বিশ্বে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র (South Indian Movie) -র কদর রয়েছে। বড় বাজেটের বিশ্ব মানের ছবি নির্মাণ করে চলেছে দক্ষিণ ভারতের তামিল, তেলেগু, কান্নাড়া ও মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো। সেই সঙ্গে বাড়ছে সেসব ছবিতে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের কদর। চলুন আজকে জেনে দক্ষিন ভারতীয় অভিনেত্রীরা কে কেমন পারিশ্রমিক পান।

১. নয়নতারা (Nayanthara) : দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি অভিনেত্রী হলেন নয়ন তারা। নয়নতারা দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতীয় সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নিতেন। তবে বেশির ভাগ ছবির জন্য নয়নতারা নিতেন ৫-৬ কোটি রুপি। তিনি ফিল্ম প্রতি ১০ কোটি টাকাও পেয়েছিলেন। বর্তমানে তিনি এগারো কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

samantha ruth prabhu

২. সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) : ছবিতে ভাষা ও সহশিল্পী যা-ই হোক না কেন, ছবি প্রতি সান্থাকে ২ কোটি রুপি করে দিতে হয়। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্শাল’ ছবির বাণিজ্যিক সফলতার পর সামান্থার পারিশ্রমিকও বেড়ে যায়।এই অভিনেত্রী এক একটি ছবির জন্য ১০ কোটি টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকে।

৩. পূজা হেগড়ে (Pooja Hegde) : পূজা হেগড়ে একজন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি হিন্দি, তেলেগু এবং তামিল চলচ্চিত্রে কাজ করেছেন এবং মহেঞ্জোদারো এর প্রধান অভিনেত্রী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত।তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১০ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হিসাবে মুকুট পেয়েছিলেন। এই অভিনেত্রী দক্ষিণী ছবিতে কাজ করার জন্য সাত কোটি টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন।

Anushka Shetty

৪. অনুষ্কা শেঠি (Anushka Shetty) : ‘বাহুবলি’ খ্যাত তারকা অনুষ্কা শেঠি চলচ্চিত্রে পা রাখেন ২০০৫ সালে। চলচ্চিত্র ক্যারিয়ারে ‘রুদ্রমাদেবী’, ‘বাহুবলি’, ‘বিক্রমারকুদু’, ‘ভেদাম’, ‘অরুন্ধতী’সহ অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন আনুশকা। তাই প্রতি ছবিতে তাকে ৫ কোটি টাকা করে দিতে হয়।

৫. রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) : সম্প্রতি বক্স অফিসে ব্লকবাস্টার ফিল্ম পুষ্পের শ্রীবল্লী রশিমকা মান্দানা আজকাল দারুন চর্চায় রয়েছেন। তবে কেবলমাত্র দক্ষিণী ছবি নয় একাধিক বলিউড ছবিতেও দেখা গেছে রশ্মিকা মান্দানাকে। বেশ কিছু বিজ্ঞাপনের ব্র্যান্ড এম্বেসেডর তিনি। এইমুহুর্তে একটি ছবিতে অভিনয় করার জন্য ছয় কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

Tamannaah Bhatia

আরও পড়ুন : নয়নতারার সেরা ৫টি সিনেমা, না দেখলে চরম মিস

৬. তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) : ক্যারিয়ারের শুরুর দিকে তামান্না প্রতি ছবির জন্য ৭৫ থেকে ৮০ লাখ রুপি পারিশ্রমিক পেতেন। বলিউডেও বেশ কয়েকবার দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। বলিউডের এন্টারটেইনমেন্ট ছবিতে অক্ষয় কুমারের সাথে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।এরপর ‘বাহুবলি’ ছবির ঈর্শনীয় সাফল্যের পর তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় পাঁচ কোটি টাকা।

আরও পড়ুন : এটাই ভারতের সবচেয়ে দামি ‘গান’, যেটা বানাতে খরচ হয়েছে জলের মত টাকা

৭. কাজল আগরওয়াল (Kajal Aggarwal) : ২০০৭ সালে ‘লক্ষ্মী কল্যানাম’ ছবির মধ্য দিয়ে তেলেগু ছবিতে আত্মপ্রকাশ করেন কাজল আগারওয়াল। ২০০৯ সালে মুক্তিপাপ্ত ‘মাগাধিরা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ছবি প্রতি ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন এই অভিনেত্রী।