চা বিক্রি করে চালাতেন সংসার! প্রসেনজিতের ছোটবেলা কেটেছে খুবই কষ্টে

প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee), টলিউডের (Tollywood) খোদ ‘ইন্ডাস্ট্রি’ তিনি! বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার নামটা তারকাদের খাতায় জ্বলজ্বল করবে আজীবন। অসংখ্য সুপারহিট সিনেমা রয়েছে তার ঝুলিতে। বলতে গেলে একসময় টলিউডের দুর্দিনে হাল ধরেছিলেন তিনি। এখন তিনি রয়েছেন খাতির শীর্ষে। যদিও তার ছোটবেলাটা কিন্তু এমন সুন্দর রূপকথার গল্পের মত ছিল না। প্রসেনজিতের বাস্তব জীবনের কাহিনী সিনেমার থেকে কম নয়।

চা বিক্রি করে কষ্ট করে সংসার চালাতে হয়েছিল দুই ভাইবোনকে

টলিউড তথা বলিউডের নামী অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জীর (Biswajit Chatterjee) ছেলে তিনি। স্বাভাবিকভাবেই তারকা সন্তান হওয়ার সুবাদে সবরকম বিলাসিতা তার পাওয়ার কথা। কিন্তু তেমনটা ছিল না। একটা সময় ছিল যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার পল্লবী চট্টোপাধ্যায়কে (Pallavi Chatterjee) সংসারের হাল ধরতে হয়েছিল। ছোটবেলায় চা বিক্রি করে কষ্ট করে সংসার চালাতে হয়েছিল দুই ভাইবোনকে।

PALLAVI CHATTERJEE

জি বাংলায় শাশ্বত চ্যাটার্জীর তারকাদের নিয়ে টক শো ‘অপুর সংসার’ -এ এসে হাজির হয়ে একবার নিজেদের ছোটবেলার কাহিনী শুনিয়েছিলেন পল্লবী। জানিয়েছিলেন কীভাবে তিনি এবং তার দাদা চা বিক্রি করে টাকা রোজগার করতেন। পল্লবী চা বানাতেন, আর সেই চা বিক্রি করতেন প্রসেনজিৎ।

শুধু চা বিক্রি নয়, ট্যাক্সিও চালাতেন পল্লবী

পল্লবী বলেন চা বিক্রির পর যে টাকাটা হাতে পেয়েছিলেন সেই টাকাটাই যেন সেই সময় তাদের কাছে বিরাট পাওনা ছিল। রোজগারের সব টাকাটা তারা তাদের মায়ের হাতে তুলে দেন। তবে শুধু চা বিক্রি নয়, রোজগারের জন্য এক সময় কলকাতার পথে ট্যাক্সিও চালিয়েছিলেন পল্লবী। তখন তাদের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ।

PALLAVI CHATTERJEE

আসলে পল্লবী যে সময়টার কথা বলছেন ওই সময় প্রসেনজিৎ নামী অভিনেতা নন। একটা সময় তাদের বাবা বিশ্বজিৎ চ্যাটার্জী মুম্বাইতে গিয়ে অন্যত্র সংসার পাতেন। তাই প্রসেনজিৎ, পল্লবী এবং তাদের মা হয়ে পড়েন একা। পরিবারের অবস্থা তখন এতটাই খারাপ যে মাত্র ১৩ বছর বয়সে পল্লবীকে বিয়ে দিতে বাধ্য হন তার মা।

আরও পড়ুন : কেন বাবার সঙ্গে সম্পর্ক নেই প্রসেনজিতের একমাত্র মেয়ের? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

PALLAVI CHATTERJEE

আরও পড়ুন : রাজপ্রাসাদের মত বাড়ি, দামী দামী গাড়ি! কত সম্পত্তির মালিক প্রসেনজিৎ চ্যাটার্জী?

পল্লবী বলেন মায়ের আপন মামাতো ভাইয়ের সঙ্গেই তার বিয়ে হয়। যদিও বিয়ের পর তিনি পড়াশোনা ছাড়েননি। শ্বশুরবাড়ি থেকে তিনি নিয়মিত স্কুলে যেতেন। আজ প্রসেনজিৎ এবং পল্লবী দুজনেই কোটি কোটি টাকার মালিক। তবে এত সম্পত্তির মালিক হলেও পুরনো দিনের কথা তারা ভুলতে পারেন না। অতীতের সংগ্রাম এখনও যেন পল্লবীর চোখের সামনে ভাসে।