রাজপ্রাসাদের মত বাড়ি, দামী দামী গাড়ি! কত সম্পত্তির মালিক প্রসেনজিৎ চ্যাটার্জী?

কত সম্পত্তি রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জীর? কত টাকার মালিক তিনি?

Prasenjit Chatterjee Property : বাংলা ইন্ডাস্ট্রির ডুবে যাওয়া নৌকাকে একসময় যিনি পাড়ে নিয়ে এসেছিলেন, তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় ৩৫ বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন কাজ করার সুবাদে বুম্বাদার অনুরাগের সংখ্যা নেহাত কম নয়। বুম্বাদার জীবনের সব অজানা কথাই জানতে ইচ্ছে করে ভক্তদের। তবে সব সময় তা জানা হয়ে ওঠে না। আজ আপনাদের বলবো, আপনাদের প্রিয় বুম্বাদা ঠিক কত সম্পত্তির মালিক (Prasenjit Chatterjee Net Worth)।

আমিই ইন্ডাস্ট্রি… কথাটা কতটা সত্যি বুম্বাদার পক্ষে?

আমি ইন্ডাস্ট্রি, এই কথাটা হয়তো একমাত্র বলতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অমর প্রেম থেকে বাইশে শ্রাবণ, বারবার তিনি নিজেকে ভেঙে চুরে গড়েছেন চরিত্রের জন্য। বাংলা থেকে হিন্দি, বড় পর্দা থেকে ওয়েব সিরিজ, সর্বত্র অবাধ বিচরণ করেন বুম্বাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়তো একমাত্র এমন একজন অভিনেতা যিনি বাংলাকে ভালোবেসে অবলীলায় ফিরিয়ে দিয়েছেন মুম্বাইয়ের হাতছানি।

Prosenjit Chatterjee

তারকা সন্তান হয়েও তিনি তারকা সন্তান নয়

বুম্বাদা যে সময় কাজ শুরু করেছিলেন, সেই সময়টা বাংলা ইন্ডাস্ট্রির ছিল ভীষণ কঠিন সময়। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হলেও বাড়তি কোনো সুযোগ সুবিধা পাননি তিনি। লড়াই করে নিজেকে প্রমাণ করতে হয়েছিল সব সময়। মাটি আঁকড়ে পড়ে থাকতে হয়েছিল টলিউডে। আজ শুধু বাবার পরিচয়ে পরিচিত নন তিনি, বরং সম্পূর্ণ একটি আলাদা পরিচয় রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তিনি একজন ভালো অভিনেতা, পরিচালক এবং প্রযোজক।

ইন্ডাস্ট্রির সঙ্গে বুম্বাদার সম্পর্ক দীর্ঘদিনের

মাত্র ২১ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন তিনি। ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ নামক একটি সিনেমার হাত ধরে প্রথম অভিনয় জগতে আসেন তিনি। যদিও জনপ্রিয়তা পেয়েছিলেন ১৯৮৭ সালে ‘অমর সঙ্গী’ সিনেমার হাত ধরে। স্বাভাবিকভাবেই এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে বুম্বাদার আর্থিক সম্পত্তির পরিমাণ যে আকাশ ছোঁয়া হবে তা বলাই বাহুল্য।

Prosenjit Chatterjee

কত কোটি টাকার মালিক প্রসেনজিৎ চ্যাটার্জী?

গুগলে একটি ওয়েবসাইট অনুযায়ী জানা যায়, এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রায় ৪০১ কোটি টাকার মালিক। শুধু তাই নয়, বুম্বাদার কাছে রয়েছে একাধিক বাড়ি এবং গাড়ি। বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির নাম উৎসব। এই বাড়িটিতে সপরিবারে থাকেন বুম্বাদা। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন এই বাড়িটি খুবই পরিচিত সকলের কাছে।

আরও পড়ুন : প্রতি ছবি থেকে কত টাকা পারিশ্রমিক নেন প্রসেনজিৎ চ্যাটার্জী? জানলে ঘুরে যাবে মাথা

Prosenjit Chatterjee

আরও পড়ুন : রূপে টলিউড নায়িকাদের দশ গোল দেবে, প্রসেনজিৎ চ্যাটার্জীর মেয়ে আসলে কে জানেন?

প্রসেনজিৎ চ্যাটার্জীর কলকাতার বাড়ি ‘উৎসব’

উৎসব-কে খুব মনের মত করে সাজিয়েছেন অভিনেতা। বিদেশের দামি দামি আসবাবপত্রে সাজিয়ে তোলা হয়েছে বাড়িটিকে। তবে শুধু এটি নয়, মুম্বাইতেও অভিনেতার একটি ফ্ল্যাট রয়েছে। প্রায়শই কাজের সূত্রে মুম্বাইতে যেতে হয় প্রসেনজিৎকে আর তখন এই ফ্ল্যাটেই থাকেন তিনি। তবে কলকাতায় স্ত্রী এবং সন্তানের সঙ্গে উৎসবেই থাকেন তিনি।