প্রসেনজিৎ-এর মেয়েকে চেনেন, দেখুন প্রেরণা চ্যাটার্জীর কিছু ছবি

গ্ল্যামারের দিক থেকে টলি টাউনের অনেক অভিনেত্রীকে তো বটেই এমনকি বলি টাউনেরও অনেক অভিনেত্রীকে ছাপিয়ে যেতে পারেন তিনি। তিনি হলেন প্রেরণা চ্যাটার্জী (Prerona Chatterjee)। বাংলা সিনেমার মিস্টার ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জীর (Prosenjit Chatterjee) কন্যা। যে প্রসেনজিৎ চ্যাটার্জী গত কয়েক দশক ধরে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন, তারই কন্যা তিনি।

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির স্টার কিড হলেও সেভাবে লাইমলাইটে দেখা যায়না প্রেরণাকে। তবে সম্প্রতি টলিউড পরিচালক সুদেষ্ণা রায়ের সাথে দেখা মেলে তার। পর থেকেই জল্পনা তুঙ্গে, তাহলে কি সিনেমায় পা রাখতে চলেছে তিনি।

   

প্রেরণা অর্পিতা এবং প্রসেনজিতের সন্তান নন। তিনি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীর এবং প্রাক্তন স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতার (Aparna Guhathakurta) সন্তান।আগে কোনওদিন প্রেরণাকে নিয়ে কোনও কথা না হলেও সম্প্রতি তার অভিনয়ে আসার গুঞ্জন ছড়িয়ে পড়ায় তাকে নিয়ে খোঁজখবর শুরু হয়েছে।

দেবশ্রী রায়ের সঙ্গে বিচ্ছেদের পর বুম্বাদা অপর্ণা গুহঠাকুরতাকেই বিয়ে করেছিলেন ১৯৭২ সালে, যদি সেই দাম্পত্যে ভাঙ্গন আসে ২০০২ এ। এরই মধ্যে প্রেরণা আসে দুজনের জীবনে। এখন প্রেরণা সম্ভবত লন্ডনে রয়েছে এবং ওখান থেকেই পড়াশুনো চলছে।

বাবা যেখানে মিস্টার ইন্ডাস্ট্রি নামে পরিচিত সেখানে মেয়ের ইন্ডাস্ট্রিতে পা রাখা খুব স্বাভাবিক বিষয়। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যে তার শেয়ার করা ছবিতে তার গ্ল্যামার দেখলে হতবাক হয়ে যান নেটিজেনরা। টলি এমনকি বলি তারকাদের থেকে কোনও অংশে তার গ্ল্যামার কম নয়।

 

প্রেরণার ফ্যাশন সেন্স নজর কেড়েছে নেট নাগরিকদের। তার সোশ্যাল মিডিয়া দেখলে জানা যায় জাপানি খাবার খুব পছন্দ করেন তিনি।সব মিলিয়ে নাগরিকদের মধ্যে ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য তিনি এখন অল সেট।