বাংলা জনপ্রিয় ধারাবাহিকের ‘ভুতু’ এখন দেখতে কেমন হয়েছে দেখুন

বাংলা ধারাবাহিক দর্শকদের কাছে জনপ্রিয় ধারাবাহিক ভুতু (Bhutu) দিয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি। তারপর থেকেই সকলের চোখের মনি হয়ে উঠেছেন ছোট্ট আর্শিয়া মুখার্জী (Arshiya Mukherjee)। ধারাবাহিকটি একটি ছোট্ট ভূতকে নিয়ে তৈরি হয়েছিল যে নিজের বাড়িতে সিঁড়িতে খেলতে গিয়ে মারা গেলেও তার আত্মা থেকে যায় সেই বাড়িতেই।

   

এরপর থেকেই মা-বাবার আদরের জন্য মরিয়া হয়ে ওঠে বাচ্চা ভুতু। ধারাবাহিকটির টিআরপি ছিল বেশ ভালো। ধারাবাহিকটি খুব অল্পসময়ের হলেও সকলের মন জয় করে নিয়েছিলেন আর্শিয়া। নিজের দুষ্টুমির মধ্যে দিয়ে সবাইকে যেন ভুলিয়ে রেখেছিল ভুতু। রাত নটা হলেই তিনি বাংলার পর্দায় চোখ রাখতেন সবাই। এখনো পর্যন্ত কেউ ভুলতে পারেনি তার সেই অভিনয়। এই বাংলা ধারাবাহিকটি হিন্দিতেও তৈরি করা হয় আর সেখানেও মুখ্য চরিত্রে অভিনয় করেন আর্শিয়া।

সময়ের সাথে সাথে অনেকটাই বড় হয়ে উঠেছে বাচ্চা আর্শিয়া।মুম্বাই থেকে কলকাতায় ফিরে দেবের সাথে ককপিট ছবিতে অভিনয় করেন তিনি, পাশাপাশি ধারাবাহিক রানু পেল লটারি তে ছোট্ট মা লক্ষ্মীর ভূমিকায় দেখা গেছে তাকে। এছাড়াও বেশ কিছু কমার্শিয়াল বিজ্ঞাপনে দেখা দিয়েছে তাকে।

সম্প্রতি ১১ বছরে পা দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে জন্মদিনের ফটো পোস্ট করেছেন তিনি। শুভেচ্ছা বার্তায় পড়ে গেছে পোষ্টের কমেন্ট বক্স। কিছুদিন আগেই সরস্বতী পুজোতেও তাকে দেখা গিয়েছিল বাসন্তী আর সবুজ রঙের শাড়ি সাথে গোলাপী ব্লাউজ পড়ে। মানানসই হালকা গয়না খোলা চুল। এইটুকুতেই নজর কেড়ে নিয়েছে প্রিয় ভুতু।

এইদিন একহাতে থালা ভর্তি হলুদ গাঁদা ফুল এবং অন্য হাতে বই নিয়ে স্বয়ং যেন মা সরস্বতী ভুতু। ক্যাপশনে তিনি লিখেছেন “সরস্বতী পুজো ২০২১”। তার সরস্বতী পূজার লুক নিমেষেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।