Atlee Kumar Wife : হাতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। গোটা দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে শাহরুখ খান (Shah Rukh Khan) -র আসন্ন ছবি জওয়ান (Jawan) -র জন্য। দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার (Atlee Kumar) কার্যত শাহরুখ খানকে আলাদাভাবে উপস্থাপন করতে চলেছেন গোটা বিশ্বের সামনে। তাই এখন চর্চা শুধু শাহরুখকে নিয়ে নয়, অ্যাটলি কুমারকে নিয়েও সাধারণের মনে আগ্রহ ক্রমশ বাড়ছে।
অ্যাটলি কুমার দক্ষিণের একজন বিখ্যাত পরিচালক। রাজা রানী , থেরি এবং মেরসালের মত ছবির পরিচালনা করে বর্তমানে তিনি দেশের শ্রেষ্ঠ পরিচালকদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য হন। তবে চর্চা শুধু অ্যাটলিকে নিয়ে হয় না, তার সুন্দরী স্ত্রী কৃষ্ণা প্রিয়া (Krishna Priya) কে নিয়েও দারুণ কৌতুহল লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়াতে।
কৃষ্ণা প্রিয়া নিজেও একজন অভিনেত্রী। অসাধারণ সুন্দরী এই অভিনেত্রী এখন অ্যাটলি কুমারের স্ত্রী। অ্যাটলি যখন তার প্রথম ছবি ‘রাজা রানী’ বানাচ্ছিলেন তখন কৃষ্ণা প্রিয়া টেলিভিশন শোতে কাজ করতেন। কমন ফ্রেন্ডের মাধ্যমে দুজনের আলাপ হয়। এরপর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। অ্যাটলি এবং কৃষ্ণা প্রিয়া ডেট করছিলেন।
যখন এই খবর জানাজানি হয় তখন সোশ্যাল মিডিয়াতে এই জুটিকে নিয়ে অনেক সমালোচনা দেখা দিয়েছিল। অ্যাটলি কুমারের গায়ের রং নিয়ে অনেক কটাক্ষ হয়। কৃষ্ণা প্রিয়াকেও অনেক কটু কথা শুনতে হয়েছিল। একদল ট্রোলার বলতে শুরু করেছিলেন কৃষ্ণা প্রিয়া নাকি টাকার লোভে অ্যাটলি কুমারের সঙ্গে প্রেম করছেন। তবে কৃষ্ণা প্রিয়া আসলে অ্যাটলির স্ট্রাগলের প্রথম দিনগুলো থেকে তার পাশে থেকেছেন।
এরপর অ্যাটলির রাজা রানী ছবিটি ব্লকবাস্টার হয়। তারা দুজনেই এই সম্পর্কটাকে গুরুত্ব দিয়ে ভাবতে থাকেন। কৃষ্ণাপ্রিয়া একদিন অ্যাটলিকে বলেন তার বাবা-মা মেয়ের জন্য পাত্র দেখছেন। তখন অ্যাটলি তাকে ফিল্মি স্টাইলে বলেন, “তুমি কেন আমাদের কুষ্টি তাদের দেখাচ্ছ না?” এরপর দুই পরিবার এই বিয়ের ব্যাপারে আগ্রহ দেখাতেই তাদের বিয়েটা হয়ে যায়।
আরও পড়ুন : ১টি নয়, ২টি নয়, ‘জওয়ান’ ছবিতে এই ১১ টি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে
২০১৬ সালে তাদের বিয়েটা হয়েছিল। বিয়ের আট বছরের মাথায় তাদের সংসারে এসেছে প্রথম সন্তান। এই বছরে জানুয়ারি মাসে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অ্যাটলির স্ত্রী। এই বছরটা অ্যাটলির জন্যেও ভীষণ স্পেশাল। কারণ শীঘ্রই মুক্তি পেতে চলেছে জওয়ান। ছবিটিকে নিয়ে গোটা বিশ্বে যেমন সাড়া মিলছে তাতে ভীষণ আশাবাদী পরিচালক।
আরও পড়ুন : শাহরুখ খানের প্রতিবেশীরাও সবাই কোটিপতি! এই ৫ বলিউড স্টার কিং খানের প্রতিবেশী