বয়কটের জেরে সুপার ফ্লপ ‘লাল সিং চাড্ডা’, বাধ্য হয়ে চরম সিধান্ত নিলেন আমির খান

বক্স অফিসে যেভাবে মুখ থুবড়ে পড়েছে আমির খানের (Aamir Khan) সিনেমা তাতে বয়কট বিতর্ক নিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে গোটা বলিউড। ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chadda) সুপার ফ্লপ হওয়ার সঙ্গে সঙ্গে আমির খানের ১৮ বছরের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ছবিটি বিদেশে তো দারুন প্রশংসা পাচ্ছে এবং ব্যবসা করছে, কিন্তু দেশের তার গ্রহণযোগ্যতা নেই। এতে অভিনেতা এবং প্রযোজক হিসেবে আমির খান ভীষণ চিন্তায় পড়ে গিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে সিনেমা হলে একেবারেই চলছে না ছবিটি। আবার ছবির সার্বিক ব্যর্থতা দেখে কোন‌ও ওটিটিও ছবিটি নিতে চাইছে না। ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হওয়ার কারণে এখন আমির খানের প্রযোজনা সংস্থাও দারুণ ক্ষতির মুখে পড়েছে। তাই এবার এক চরম সিদ্ধান্ত নিলেন মিস্টার পারফেকশনিস্ট। এর আগে তার প্রযোজনার ‘থাগস অফ হিন্দুস্তান’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হতেই তার অনেক ক্ষতি হয়েছে।

মনে করা হচ্ছে ‘লাল সিং চাড্ডা’র এই ভীষণ ক্ষতি অভিনেতাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছে। প্রথমে মনে করা হয়েছিল ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারবে। কিন্তু বয়কট বলিউডের চক্করে রীতিমত ফ্লপ হয়েছে ছবিটি। সেই সঙ্গে আমির খানের স্টার ভ্যালুও কমে গিয়েছে। আমিরের পরবর্তী ছবি ’মোগুল’ এর কাজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এখন কাজের নীতিতে কিছু পরিবর্তন আনলেন আমির খান।

আমির সিদ্ধান্ত নিয়েছেন যে এবার থেকে কিছুদিনের জন্য তিনি আর কোনও ছবি প্রযোজনা করবেন না। অন্য প্রযোজকের ছবিতে শুধু একজন অভিনেতা হিসেবেই তিনি কাজ করবেন। বয়কট বিতর্কে চক্করে তাকে এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। আপাতত আমির খানের প্রোডাকশন হাউস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে। ‘লাগান’ ছবির মধ্যে দিয়ে প্রযোজক হিসেবে বলিউডে ডেবিউ করেন আমির খান। সেই প্রযোজনা সংস্থা এবার আপাতত কিছুদিনের জন্য বন্ধ থাকছে।

নিজের প্রযোজনা সংস্থা থেকে বক্স অফিসে অনেক সুপারহিট ছবি দিয়েছেন আমির খান। তার ‘তারে জামিন পার’, ‘পিপলি লাইভ’, ‘ধোবি ঘাট’, ‘দিল্লি বেলি’, ‘তালাশ’, ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাগুলি দারুণ হিট হয়। তবে ‘লাল সিং চাড্ডা’র এই ফলাফল মেনে নিতে পারছেন না আমির খান। ছবিটিকে ঘিরে তার ১৮ বছরের স্বপ্ন, চার বছরের পরিশ্রম, ১৮০ কোটি টাকার বাজেট সবই গেল জলে।

বড় বাজেটের ছবি করেও হাতে মাত্র ৬০ কোটি টাকাই এসেছে তার। সিনেমা হলে ছবিটি ব্যর্থ হওয়ার পর ওটিটি থেকেও সাড়া পাওয়া যাচ্ছে না। বলতে গেলে তার প্রযোজনা সংস্থা অনেক বড় ধাক্কা খেয়েছে। এখন কিছুদিন অন্য প্রযোজকের আওতায় কাজ করে এই ধাক্কা সামলে উঠতে চাইছেন আমির খান। তবে নেটিজেনরা যেভাবে বয়কট আমির খানের ট্রেন্ড তুলেছেন তাতে ভবিষ্যতে তার অন্য ছবিগুলির হাল নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।