অমিতাভের আদর্শের অনুপ্রাণিত আরাধ্যা! শুদ্ধ হিন্দিতে আবৃত্তি করে জিতে নিল মন

আধুনিক প্রজন্মের কাছে নিজের ভাষার বদলে অন্য ভাষায় কথা বলার ট্রেন্ড মাথাচাড়া দিয়ে উঠছে। বিশেষত বাঙালিরা বাংলা বলার চেয়ে ইংরেজি বা হিন্দি ভাষায় কথা বলতে কিংবা বাংলা, ইংরেজি, হিন্দি ভাষা মিলিয়ে মিশিয়ে কথা বলতে বিশেষ স্বচ্ছন্দ্য। তবে বচ্চন পরিবারের (Bachchan Family) উত্তরাধিকারী আরাধ্যা রাই বচ্চন (Aradhya Bachchan) নিজের ভাষা এবং তার ঐতিহ্য সম্পর্কে এই বয়সেই যথেষ্ট ওয়াকিবহল। দাদু অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মত সেও শুদ্ধ হিন্দিতে কথা বলতে পারে।

ইংরেজি নয়, স্কুলের বক্তৃতায় শুদ্ধ হিন্দিতে কথা বলে সম্প্রতি নেটিজেনদের মন জিতে নিল অভিষেক-ঐশ্বর্য কন্যা। বচ্চন পরিবারের উত্তরাধিকারী হওয়ার সমস্ত গুণ রয়েছে তার মধ্যে। বয়স ১০ এর গণ্ডি পেরোনোর আগেই সে তার পরিবারের থেকে সমস্ত আদব-কায়দা রপ্ত করে নিয়েছে। আরাধ্যার মত মিষ্টি একটি মেয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। নাচ, ক্যাটওয়াক কিংবা ভজন গান, আরাধ্যা যাই করুক না কেন, সবেতেই জড়িয়ে থাকে মিষ্টতা।

সদ্য সোশ্যাল মিডিয়াতে আরাধ্যার স্কুলের অনলাইন হিন্দি প্রতিযোগিতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্কুলের পোশাক পড়ে দুপাশে চুল বেঁধে হিন্দি ভাষায় বক্তৃতা দিতে দেখা গেল তাকে। স্পষ্ট এবং আত্মবিশ্বাসী কন্ঠে হিন্দি মাহাত্ম্য নিয়ে কথা বলছে আরাধ্যা। আবৃত্তি করে শোনালো একটি কবিতাও। এই ভিডিও দেখে নেটিজেনরা বচ্চন পরিবারের সবথেকে ছোট সদস্যের প্রশংসায় পঞ্চমুখ। কেউ লিখছেন, “আরাধ্যাই পারবে এই পরিবারের আভিজাত্য এবং পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে”।

আরাধ্যার প্রশংসা করে কেউ লিখলেন, “বচ্চন ও রাই পরিবারের সঠিক মিশ্রণ আরাধ্যা”। জনৈক নেটিজেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে ট্যাগ করে আরাধ্যার এই ভিডিও রিটুইট করেছেন। প্রত্যুত্তরে হাতজোড় করে ইমোজি দিয়েছেন অভিষেক। উল্লেখ্য, আরাধ্যার ঠাকুরদা অমিতাভ বচ্চনকেও শুদ্ধ হিন্দি ভাষায় কথা বলতেই শোনা যায়। ভারতীয় পরম্পরা এবং ঐতিহ্য মেনে চলে বচ্চন পরিবার।

অভিষেক অবশ্য বরাবর আরাধ্যার সঠিক শিক্ষার কৃতিত্ব ঐশ্বর্যকে দিয়ে এসেছেন। আরাধ্যা জানে তাদের পরিবার কী, তারা কিভাবে অগণিত মানুষের থেকে ভালোবাসা পাচ্ছেন ‌সে সম্পর্কেও স্পষ্ট ধারণা রয়েছে তার মধ্যে। সেও তার ঠাকুরদা-ঠাকুমার মতই পারিবারিক ঐতিহ্য মেনে চলে। আরাধ্যকে নিয়ে আশাবাদী নেটিজেনরাও।