বিপ্লবের চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন লীনা গাঙ্গুলী, করলেন বিস্ফোরক মন্তব্য

বিপ্লব চ্যাটার্জী (Biplab Chatterjee) এবং লীনা গাঙ্গুলীকে (Leena Ganguly) নিয়ে তর্জা এবার এক নতুন মাত্রা পেল। বিপ্লব চ্যাটার্জীর ‘গুলি করে মারা উচিত’ বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে লীনা গাঙ্গুলী সংবাদমাধ্যমের কাছে এতদিন মুখ খোলেননি। তবে এবার আনন্দবাজারের কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে লেখিকা পাল্টা দিলেন বর্ষিয়ান অভিনেতাকে। বিপ্লব চ্যাটার্জীর কটাক্ষ প্রসঙ্গে মুখ খুললেন বাংলা সিরিয়ালের লেখিকা।

উল্লেখ্য, সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিপ্লব চ্যাটার্জী বাংলা সিরিয়ালের চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলীকে সরাসরি আক্রমণ করেন। তার অভিযোগ ছিল, লীনা নিজে একজন নারী হয়ে তার ধারাবাহিকের মাধ্যমে নারীদের অবমাননা করছেন। মহিলা কমিশনের অধ্যক্ষ হওয়া সত্বেও তার প্রত্যেক ধারাবাহিকে নারীদের অসম্মান করা হচ্ছে। যেভাবে তাদের পর্দায় তুলে ধরা হচ্ছে তাতে চরম অসন্তুষ্ট হয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

Biplab Chatterje Made an Controversial Comment on Leena Ganguly for Her Scripts

এই প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি লীনা গাঙ্গুলীকে ‘গুলি করে মারা’র নিদানও দিয়েছেন তিনি। বিপ্লব চ্যাটার্জীর এই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে গোটা টলিউড তার বিপক্ষে দাঁড়িয়ে যায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ভরত কলরা একজোট হয়ে প্রতিবাদ করেন। প্রতিবাদের মুখে পড়ে অবশ্য সুর নরম করে বিপ্লব চ্যাটার্জী ক্ষমা চেয়ে নেন। তিনি লীনা গাঙ্গুলীর কাছেও ক্ষমা চেয়ে ছিলেন বলে জানায় আনন্দবাজার। বিপ্লব চ্যাটার্জীর কথায়, কথার পিঠে কথা হতে হতে উত্তেজনার বশে তিনি এমনটা বলে ফেলেছেন। লীনাকে উদ্দেশ্য করে তিনি কিছু বলতে চাননি।

এবার এই ঘটনা প্রসঙ্গে আনন্দবাজারের কাছে মুখ খুললেন লীনা গাঙ্গুলী। তার কথায়, “সত্যি বলতে কি, ওই কথাগুলো শুনে সে দিন করুণা হয়েছিল। সেই কারণেই কোথাও এ বিষয়ে মুখ খুলিনি। আশ্চর্য লাগল, উনি আমাকে ফোন করেও ধারাবাহিকে কাজ চেয়েছেন। অসম্মানের জায়গা হলে উনি নিজে সেই জায়গায় কাজ করতে চাইতেন?” লীনা আরও বলেছেন, সারা জীবন তিনি যে সমস্ত চরিত্রে অভিনয় করেছেন সবই খলনায়কের চরিত্র। যা তাকে দর্শকমহলে মহান আদর্শের মানুষ হিসেবে পরিচয় দেয় না।

Leena Gangopadhyay

তবে লীনা জানেন, বিপ্লব চ্যাটার্জী নিজে মোটেও তেমন মানুষ নন যেমন চরিত্রে তিনি অভিনয় করেছেন। তাকে খলনায়কের মুখোশ পরেই অভিনয় করতে হয়। তাহলে কি প্রথম ভুলটা তিনিই করলেন? প্রশ্ন রেখেছেন লেখিকা। সঙ্গে তিনি জানিয়েছেন,“উনি ব্যক্তিগত ভাবে আমায় যা-ই বলুন না কেন, ওঁর উপযোগী চরিত্র পেলে আমি নিশ্চয় ওঁকে কাজ দেব। উনি খুব ভাল অভিনেতা।”