২০০ কোটি বাজেট, ১৮ বছরের তপস্যা গেল জলে, কপাল চাপড়াচ্ছেন আমির খান

একটি বেফাঁস মন্তব্য, তাতেই কার্যত বক্স অফিস জুড়ে কেবলই অশনি সংকেত দেখছেন আমির খান (Aamir Khan)। প্রায় ১৮ বছরের সাধনার পর ১৮০ কোটি টাকা খরচ করে আমির খান বানিয়েছিলেন তার স্বপ্নের প্রজেক্ট লাল সিং চাড্ডা (Laal Singh Chadda)। তবে ‘বয়কট খান’, ‘বয়কট বলিউড’ এর চক্করে দেশজুড়ে যে ঝড় বয়ে যাচ্ছে তাতে কার্যত ভেসেই গেল ‘লাল সিং চাড্ডা’।

আশঙ্কা যা ছিল, তাই সত্যি হল। ১১ ই আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি। ছবি মুক্তির আগেই দর্শকদের মনের অবস্থা টের পেয়ে মনে মনে প্রমাদ গুণেছিলেন আমির খান। কয়েক বছর আগে একটি টকশোতে উপস্থিত হয়ে ভারতবর্ষের অবস্থা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন তিনি। ভারতকে ‘অসহিষ্ণু’ বলে মন্তব্য করে তিনি বলেন দেশে যেভাবে হিংসা ছড়াচ্ছে তাতে তার স্ত্রী কিরণ রাও নাকি বেশ চিন্তিত।

 

আমির বলেছিলেন তিনি এবং তার স্ত্রী মাঝেমধ্যে ভারত ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার কথাও চিন্তা করেন। তারকার মুখে এই বক্তব্য শোনার জন্য প্রস্তুত ছিলেন না দর্শকরা। তার এই কথাটি ভারতীয়দের ভাবাবেগে আঘাত করেছে। ২০১৫ সালের মন্তব্যের জের এখনও কাটেনি। দর্শকরা আমির খানের সব ছবি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

দর্শকদের এই চরম সিদ্ধান্তের মাসুল গুনছে লাল সিং চাড্ডা। মুক্তির দিন দেখা গেল লাল সিং চাড্ডার হল প্রায় ফাঁকা। এমনকি ছবির প্রিমিয়ারের একটি ছবি যা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে সেখানেও দেখা যাচ্ছে আমির খান নিজে উপস্থিত থাকলেও হল প্রায় ফাঁকা।

প্রথম দিনে কেবলমাত্র ১০-১১ কোটি টাকাই তুলতে পেরেছে ছবিটি। পিভিআর, আইনক্সের মতো মাল্টিপ্লেক্স চেন থেকে এসেছে ৬.২৫ কোটি টাকা। বাকি টাকাটা এসেছে অন্যান্য হল থেকে। উল্লেখ্য, এত বড় বাজেটের জন্য প্রথম দিনে মাত্র এইটুকু উপার্জন নেহাতই কম। এরকম যদি চলে তাহলে ছবিটি ১০০ কোটি টাকাও তুলতে পারবে না বলে মত বিশেষজ্ঞদের।

একা আমিরের উপর নয়, ছবিতে তার সহ অভিনেত্রী করিনা কাপুর খানের উপরেও যথেষ্ট রাগ রয়েছে দর্শকদের একাংশের মনে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম বিতর্ক নিয়ে তিনি বলেছিলেন, “যদি পছন্দ না হয় তাহলে আমাদের ছবি দেখতে আসবেন না। আমরা কাউকে জোর করছি না।” তার এই মন্তব্যটাও ভালভাবে নেননি দর্শকরা। যার প্রমাণ দেখা যাচ্ছে ফাঁকা হলগুলোতে।