বাংলা সিরিয়ালে রাজত্ব করতে আসছে ৩ নতুন অভিনেত্রী, রইল তাদের আসল পরিচয়

জি বাংলা এবং স্টার জলসা, দুই চ্যানেলের রেষারেষিতে দর্শকরা কিন্তু একের পর এক নতুন চমক পাচ্ছেন। শুধু নতুন ধারাবাহিকই নয়, এই ধারাবাহিকের নায়িকারাও কিন্তু সব নতুন মুখ। দর্শকদের বিচারে পুরনো নায়িকাদের টেক্কা দিয়ে তাদের জায়গা ছিনিয়ে নিতে আসছেন এই নবাগতারা (3 Beautiful Heroines Of Bengali Telivision)। তালিকায় রয়েছে তিন সুন্দরীর নাম। তাদের চিনে নিন এক নজরে।

অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) : ইনি হলেন জি বাংলার জগদ্ধাত্রী। আসন্ন ধারাবাহিক দিয়েই শুরু হচ্ছে তার অভিনয়ের কেরিয়ার। বাড়িতে পরিবারের সামনে তিনি ভীতু এবং ঘরোয়া প্রকৃতির মেয়ে। তবে বাড়ির বাইরে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার হিসেবে জগদ্ধাত্রী দুষ্টের দমন করে। জি বাংলার নতুন সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মনে নতুন এই নায়িকাকে নিয়ে উন্মাদনা চরমে রয়েছে।

Zee Bangla Upcoming Serial Jagadhatri Actress Real Name

মডেলিং দিয়েই মূলত অঙ্কিতার কেরিয়ার শুরু হয়েছে। নানা বিজ্ঞাপনের মুখ হয়েছেন তিনি। কলকাতা শহরের আনাচে-কানাচে বিভিন্ন বিজ্ঞাপনের হোর্ডিংয়ে তার মুখ ব্যবহার করা হয়েছে। তাই তাকে চেনা চেনা ঠেকলেও ঠেকতে পারে। তন্তুজের মতো একাধিক ব্র্যান্ডের মুখ হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তার হাজার হাজার অনুরাগী রয়েছেন।

Ankita Mallick jagadhatri

ইন্দ্রানী পাল (Indrani Paul) : স্টার জলসার অনুরাগীদের কাছে পরিচিত মুখ হলেন ইন্দ্রানী। এই চ্যানেলের ‘বরণ’ ছিল তার প্রথম ধারাবাহিক। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘নবাব নন্দিনী’তেও তিনিই নায়িকা। বরণের সুবাদে অল্প সময়ের মধ্যে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন ইন্দ্রানী। যদিও টিআরপির অভাবে এই ধারাবাহিক খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে যায়। নতুন ধারাবাহিকের রেজওয়ান শেখ রাব্বানীর বিপরীতে শুরু হয়েছে তার নতুন যাত্রা।

Boron Actress Indrani Paul Wiki Biography and Unknown Facts

শ্রাবণী ভূঁইয়া (Shrabani Bhunia) : ইন্দ্রানী এবং অঙ্কিতার সিনিয়র হলেন শ্রাবণী। ‘রাখি বন্ধন’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল তার কেরিয়ার। জি বাংলার ‘জীবন সাথী’ ধারাবাহিকেও ছিলেন এই সুন্দরী। অভিনয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তার বেশ নামডাক রয়েছে। এছাড়া তিনি নাচেও পারদর্শী।

All You Need to Know About Madhabilata Actress Shrabani Bhunia

 

 

স্টার জলসার আসন্ন সিরিয়াল ‘মাধবীলতা’তে নায়িকা হিসেবে থাকবেন শ্রাবণী। এই ধারাবাহিকে এক আদিবাসী মেয়ের চরিত্রে তাকে দেখা যাবে। যে মেয়ে জঙ্গলকে নিজের মা বলে মনে করে। তাদের গ্রামে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে চোরাশিকারীরা। মাধবীলতা চোরাশিকারীদের বিরুদ্ধে একা লড়াই করে। এই ধারাবাহিকে শ্রাবণীকে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করতে হবে।