Hema Malini On Her Relationship With Dharmendra : তাদের প্রেম কাহিনীটা কোনও সিনেমার থেকে কিছু কম ছিল না। বিবাহিত হওয়া সত্ত্বেও নিজের ড্রিম গার্লকে পাওয়ার জন্য ইসলাম মতে হেমা মালিনী (Hema Malini) -কে বিয়ে করেন ধর্মেন্দ্র (Dharmendra)। তারপর থেকে দুটি সংসার, দুই স্ত্রী এবং দুই পক্ষের ছেলেমেয়েদের নিয়ে ভালোই দিন কাটাচ্ছেন বলিউড (Bollywood) -র এই সুপারস্টার। তবে ভালবেসে বিয়ে করলেও ধর্মেন্দ্র এবং হেমা নাকি অনেকদিন আগেই আলাদা হয়েছেন।
একই বাড়িতে, একই ছাদের তলায় থাকেন না হেমা ও ধর্মেন্দ্র। সম্প্রতি ব্যক্তিগত জীবনের এই সিক্রেটটা একটি সাক্ষাৎকারে ফাঁস করেছেন অভিনেত্রী। তার কারণ হেমা নিজেকে নারীবাদের প্রতীক বলে মনে করেন। আর সেই কারণেই তিনি তার নিজের বাড়িতে এতদিন থাকতেন এবং থাকেন। আর ধর্মেন্দ্র থাকেন অন্য বাড়িতে।
ঠিক কী বলেছেন হেমা মালিনী?
হেমার কথায়, “নারীবাদের প্রতীক! আসলে এমনটা কেউ চায় না। এটা আসলে ঘটে যায়। যা হয়, আপনাকে মেনে নিতেই হবে। অন্যথায় কেউ এটা বুঝবেন না যে তারা তাদের জীবনে এভাবে বাঁচতে চায় না। প্রতিটি নারীই চায় যে একটা স্বাভাবিক পরিবারের মত তারও স্বামী ও সন্তান হোক। কিন্তু কোথাও, এটা সেই সবের বাইরে চলে গিয়েছে।”
তিনি আরও বলেছেন, “এতে কোনও খারাপ অনুভূতি নেই। এটা নিয়ে কোনও খারাপ লাগা বা দুঃখ প্রকাশ আমি করছি না। আমি নিজেকে নিয়ে খুশি। আমার দুই সন্তান আছে, আমি ওদের খুব ভালো করে মানুষ করেছি। অবশ্যই ধর্মেন্দ্র সবসময় আমার সঙ্গেই সেখানে ছিলেন। সব সময় আসলে তিনি মনে করতেন বাচ্চাদের বিয়ে তাড়াতাড়ি হওয়া উচিত।”
হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর প্রেম
হেমা এবং ধর্মেন্দ্রর যখন কাজের সূত্রে প্রথম আলাপ হয় তখন ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তার চার সন্তানও ছিলেন। দুই ছেলে সানি দেওল এবং ববি দেওল, মেয়েরা হলেন বিজেতা এবং অজিতা। প্রকাশকে ডিভোর্স দিতে চাননি ধর্মেন্দ্র। তাই হেমাকে বিয়ে করার জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
বিয়ের পর ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর দুই সন্তানের জন্ম হয়। তাদের নাম এষা এবং অহনা। দুজনেই আজ বিবাহিত এবং সুখে সংসার করছেন। হেমা সব সময় তার মেয়েদের জন্য মনে করতেন যখন সঠিক সময় হবে তখন সঠিক মানুষটি ঠিক আসবে। আর সেটাই হয়েছে। হেমা মনে করেন ভগবান এবং গুরু মায়ের আশীর্বাদেই সবকিছু ঘটেছে।
আরো পড়ুন : ভারতের গর্ব, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এই ৫ বলিউড সেলিব্রিটি