ধর্মেন্দ্রকে লুকিয়ে জিতেন্দ্রকে বিয়ে করতে যাচ্ছিলেন হেমা, বিয়ের মণ্ডপে ধর্মেন্দ্র কী করেছিলেন জানেন?

জিতেন্দ্র-হেমার বিয়ে ভাঙতে মন্ডপে গিয়ে এই কাজ করেছিলেন ধর্মেন্দ্র

Hema Malini And Jitendra`s Marriage : ধর্মেন্দ্র (Dharmendra) এবং হেমা মালিনী (Hema Malini), বলিউডের এই হিট জুটি কতই না এভারগ্রিন লাভ স্টোরির সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। বাস্তবেও তাদের প্রেম কাহিনীটা সিনেমার থেকে কিছু কম ছিল না। অনেক বাধা-বিপত্তি এসেছে তাদের প্রেম জীবনে। তবে কখনও তারা একে অপরের হাত ছেড়ে দেননি। পরিবার কিংবা সমাজের চাপের কাছে হার মেনে নেয়নি ধর্মেন্দ্র-হেমার প্রেম।

ধর্মেন্দ্র প্রকাশ কৌর (Prakash Kaur) -র সঙ্গে বিবাহিত থাকাকালীনই হেমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একসঙ্গে অভিনয় করতে করতেই তাদের মধ্যে প্রেম হয়। সেই সময় ধর্মেন্দ্র ছিলেন চার সন্তানের বাবা। তার প্রথম স্ত্রী প্রকাশ তাকে ডিভোর্স দিতে চাননি। একদিকে ধর্মেন্দ্রর পরিবারের চাপ, অন্যদিকে হেমার বাড়ির তরফ থেকেও এই সম্পর্কের জন্য সবুজ সংকেত ছিল না।

JITENDRA AND HEMA MALINI

হেমা মালিনীর মা আসলে চাইছিলেন না ধর্মেন্দ্রর সঙ্গে মেয়ের সম্পর্ক থাকুক। জামাই হিসেবে তার পছন্দ ছিল বলিউডের আরেক অভিনেতা জিতেন্দ্র (Jitendra) -কে। হেমার বায়োপিক ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’ থেকে জানা যায় ধর্মেন্দ্রকে লুকিয়ে চুপিসারে মাদ্রাসে হেমার বাড়িতে তার এবং জিতেন্দ্রর বিয়ের আয়োজন হয়েছিল। তবে কোনওভাবে সেটা সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায়।

এদিকে সত্যিটা জানতে পেরে ধর্মেন্দ্রর মাথায় বাজ পড়ে। তিনি তৎক্ষণাৎ এই বিয়ে ভাঙ্গার জন্য চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন জিতেন্দ্রর তৎকালীন গার্লফ্রেন্ড শোভা সিপ্পি। বিয়ের দিন ধর্মেন্দ্র এবং শোভা আচমকাই ঘটনাস্থলে উপস্থিত হন। এতে বেশ রেগে গিয়েছিলেন হেমার বাবা। তিনি ঘাড় ধাক্কা দিয়ে তাদের বের করে দিতে যান।

JITENDRA AND HEMA MALINI

কিন্তু ধর্মেন্দ্রর জেদ ছিল তিনি হেমার সঙ্গে দেখা না করে যাবেন না। তাই শেষমেষ একা হেমার সঙ্গে দেখা করার অনুমতি তিনি পেয়েছিলেন। হাতজোড় করে প্রেমিকার কাছে তিনি কাতর আবেদন করেন। অন্যদিকে শোভাও জিতেন্দ্রর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেন। শেষমেষ হেমা নিজেই ঘর থেকে বেরিয়ে বিয়েতে তার অমতের কথা জানিয়ে দেন।

DHARMENDRA AND HEMA

আরও পড়ুন : রূপে দিদিমাকেও ১০ গোল দেবে, ধর্মেন্দ্র-হেমার নাতনিকে চেনেন? দেখুন ছবি

এরপর ভীষণ অপমানিত বোধ করে জিতেন্দ্র তার পরিবার নিয়ে বিয়ের মন্ডপ ছেড়ে বেরিয়ে যান। তারপর ১৯৮০ সালের ২ রা মেয়ে ধর্মেন্দ্র ও হেমার বিয়ে হয়। প্রথম স্ত্রীকে কিন্তু ডিভোর্স দেননি ধর্মেন্দ্র। হিন্দু মতে এমন বিয়ে অবৈধ হওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম মতেই বিয়ে করেন তারা।

আরও পড়ুন : বাঙালি মেয়েকে বিয়ে করে বাংলার জামাই হলেন সানি দেওলের ছেলে, দেখুন বিয়ের ছবিগ্যালারি