বিয়ের জন্য ইসলাম নিতে হয়েছে, এই ৬ হিন্দু অভিনেত্রীর মধ্যে একজন বাঙালিও আছেন

6 Bollywood Actresses Who Converted To Islam For Marriage : ভালোবাসা জাত, ধর্ম, বর্ণ, বয়স কিছুই মানে না। একাধিক বলিউড (Bollywood) ছবি দর্শকদের কাছে এই বার্তা দিয়েছে। বাস্তবেও বলিউডের তারকাদের মধ্যে অনেকেরই জীবনে এমন ঘটনা ঘটেছে। কেউ বাড়ির অমতে পালিয়ে বিয়ে করেছেন, কেউ আবার বিয়ের জন্য ধর্ম বদলে ফেলেছেন। আজকের এই প্রতিবেদনে রইল এমন ৬ বলিউড নায়িকার তালিকা যারা বিয়ের (Marriage) জন্য ইসলাম (Islam) গ্রহণ করেছিলেন।

হেমা মালিনী (Hema Malini) : হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর বিয়ের গল্পটা বলিউড সিনেমার থেকে কম নয়। বিবাহিত ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেন। হিন্দু ধর্মে এমন নিয়ম নেই, কাজেই ইসলাম মতে তারা বিয়েটা করেছিলেন। বিয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র এবং হেমা। তাদের নতুন নাম হয় দিলাওয়ার এবং আয়েশা।

AYESHA TAKIA

আয়েশা টাকিয়া (Ayesha Takia) : বলিউডের আরেক সুন্দরী অভিনেত্রী যিনি হিন্দু হয়েও ইসলাম গ্রহণ করেছিলেন। তার মা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান এবং বাবা হিন্দু। এক সময় বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছিলেন আয়েশা। তিনি বিয়ে করেন ফারহান আজমিকে। তখন তাকে ইসলাম নিতে হয়েছিল।

রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) : বলিউডের এই ড্রামা কুইনের বৈবাহিক জীবনে অনেক নাটকীয় মোড় রয়েছে। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি বিয়ে করেন প্রেমিক আদিল শাহকে। তার জন্য তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। নিজের নতুন নাম রেখেছিলেন ফাতিমা। যদিও এর কিছুদিন পরই স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে বিয়ে ভেঙে দেন রাখি।

Dipika Kakar and Shoaib Ibrahim

দীপিকা কক্কর ইব্রাহিম (Dipika Kakar Ibrahim) : ‘শ্বশুরাল সিমার কা’ খ্যাত অভিনেত্রী দীপিকা প্রথমবার বিয়ে করেছিলেন রৌনক স্যামসনকে। ডিভোর্সের পর তিনি বিয়ে করেন নিজের সহ অভিনেতা শোয়েব ইব্রাহিমকে। বিয়ের পর তার নতুন নাম হয় ফায়জা। সদ্য তারা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

অমৃতা সিং (Amrita Singh) : অমৃতা সিং হলেন সেইফ আলি খানের প্রাক্তন স্ত্রী। তার জন্ম শিখ পরিবারে। তবে সেইফ আলি খানকে বিয়ে করার জন্য অমৃতাকেও ধর্ম পরিবর্তন করতে হয়েছিল। যদিও তাদের দাম্পত্য খুব বেশিদিন টেঁকেনি। বিয়ের ১৩ বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়।

SHARMILA AND MANSOOR ALI KHAN

আরও পড়ুন : নামেই নবাব! ৫০০০ কোটির সম্পত্তির কানাকড়িও পাবে না সইফের ছেলেমেয়েরা, কেন জানেন?

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) : বাংলার সম্ভ্রান্ত ঠাকুর বংশের মেয়ে শর্মিলা বলিউডের একজন নামী নায়িকা ছিলেন। ১৯৬৮ সালে তিনি পতৌদি নবাব মনসুর আলি খানকে বিয়ে করেন। স্বাভাবিকভাবেই হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করার জন্য শর্মিলাকে বিয়ের আগে ইসলাম গ্রহণ করতে হয়। সেই সঙ্গে তার নতুন নাম হয় বেগম আয়েশা সুলতানা।

আরও পড়ুন : কেমন দেখতে পতৌদি নবাব প্যালেসের অন্দরমহল? ঘুরে দেখালেন সেইফ আলি খান