কেমন দেখতে পতৌদি নবাব প্যালেসের অন্দরমহল? ঘুরে দেখালেন সেইফ আলি খান

কেমন দেখতে পতৌদি নবাবদের রাজপ্রাসাদ? ঘুরে দেখুন অন্দরমহল

Pataudi Nabab Palace Photogallery : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির বাদশা শাহরুখ খান হলেও নবাব কিন্তু একজনই। তিনি পতৌদি নবাবদের বংশধর সেইফ আলি খান (Saif Ali Khan)। যার বাবা হলেন প্রখ্যাত ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি (Mansoor Ali Khan Pataudi) এবং মা হলেন বর্ষিয়ান বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Thakur)। নবাবদের কথায় চোখের সামনে যেন ভেসে ওঠে বিলাসবহুল রাজপ্রাসাদ, প্রচুর অর্থ সম্পত্তি। পতৌদি নবাবদেরও কি সেসব কিছু আছে?

একসময় পতৌদিদের প্রচুর অর্থ সম্পত্তি থাকলেও বর্তমান প্রজন্ম অর্থাৎ সেইফ কিংবা তার দুই বোন সাবা, সোহাদের হাতে তেমন কিছুই আসেনি। তবে নবাবদের পতৌদি প্যালেস একটা দর্শনীয় স্থান আজও। ভোপালের বেগমের সঙ্গে বিয়ের পর নবাব ইফতিকার আলি খান পতৌদি এই রাজপ্রাসাদ তৈরি করেছিলেন।

PATAUDI NABAB PALACE

আসলে আগে এই পতৌদি প্যালেসের নাম ছিল ইব্রাহিম কোঠি। নবাব ইফতিকার আলি খান পতৌদি হলেন সেইফ আলী খানের ঠাকুরদা অর্থাৎ মনসুর আলি খানের বাবা। সেইফের ঠাকুরদা মারা যাওয়ার পর ২০১১ সালে মনসুর আলি খান পতৌদির সময়ে এই নবাব প্যালেস নির্মানা হোটেলকে ভাড়া দেওয়া হয়েছিল।

একবার একটি সাক্ষাৎকার দেওয়ার সময় সেইফ বলেন, “মানুষের সব বিষয়ে একটা নির্দিষ্ট ধারনা থাকে। আমার বাবার মৃত্যুর সময় পতৌদি প্রাসাদ নীমরানা হোটেল চেনের কাছে লিজ দেওয়া ছিল। অমন নাথ ও ফ্রান্সিস ওয়াকজিরাং সেই হোটেল চালাতেন। ফ্রান্সিসের মৃত্যুর পর আমার কাছে জানতে চাওয়া হয় পতৌদি প্রাসাদ আমি ফেরত চাই কি না? পরিবর্তে আমার কাছে একটা বড়সড় অঙ্কের টাকা চাওয়া হয়। সেটা আমাকে দিতে হয়।’’

PATAUDI NABAB PALACE

অমন নাথ ও ফ্রান্সিস ওয়াকজিরাং হোটেল ব্যবসার জন্য ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মনসুর আলি খানের কাছ থেকে পতৌদি প্যালেস লিজে নিয়েছিলেন। এখন অবশ্য এই প্যালেসটি রয়েছে সেইফ আলি খানের জিম্মায়। প্রায় ১০ একর জমির উপর অবস্থিত এই রাজপ্রাসাদের দাম বর্তমান বাজার দর অনুসারে ৮০০ কোটি টাকা।

PATAUDI NABAB PALACE

আরও পড়ুন : কিশোরকুমারের বিলাসবহুল বাংলো কিনলেন বিরাট-অনুষ্কা, জানেন কত টাকায় বিক্রি হল?

বিরাট এই মহলের মধ্যে ১৫০ টি ঘর আছে। সাতটি বেডরুম, সাতটি ড্রেসিং রুম, সাতটি বিলিয়ার্ড রুম রয়েছে এই প্যালেসের মধ্যে। নবাব প্যালেসের অন্দরমহলে বহু বলিউড ছবির শুটিং হয়েছে। সেইফ মাঝে মাঝে গোটা পরিবারকে নিয়ে এখানে ছুটি কাটাতে আসেন। 

আরও পড়ুন : দিদি করিশ্মার কারণেই নষ্ট হয়েছে করিনার কেরিয়ার, সত্যিটা জানলে চমকে যাবেন