এরাজ্যে বেকার যুবকদের কথা ভেবেই সরকার অনেকগুলি প্রকল্প চালু করেছিল। যার মধ্যে একটি সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। রাজ্যের শাসকদল তৃণমূলের উত্থানের পরেই এই নতুন পদ এনেছিল রাজ্য সরকার। তারপর বহু বেকার যুবক ও যুবতীরা এই সিভিক ভলেন্টিয়ারের কাজে যোগ দিয়েছিলেন।
কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের নামে নানা সময়ে নানা অভিযোগ উঠেছিল। এই অভিযোগের মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। তারপর হাইকোর্টের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। আদালতে সেই নির্দেশিকার উপর ভিত্তি করে রাজ্য পুলিশ একটি নির্দেশিকা তৈরি করেছিল। এবার কলকাতার পুলিশও একটি নির্দেশিকা প্রকাশ্যে এনেছে। এই নির্দেশিকা দেখে জেনে নিন সিভিক ভলেন্টিয়াররা এখন কোন কোন কাজ করতে পারবে?
সিভিক ভলেন্টিয়ারদের জন্য নির্দেশিকা (Guidelines for Civic Volunteers) : এই নির্দেশিকার প্রথমে বলা হয়েছে যে, সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় যানজট নিয়ন্ত্রণ অর্থাৎ ট্রাফিক কন্ট্রোলের জন্য পুলিশকে সব রকমভাবে সাহায্য করতে পারবে।
আমরা প্রতিবছর দুর্গা পূজা ও কালী পূজার সময় যখন ঠাকুর দেখতে যাই তখন সিভিক ভলেন্টিয়ারদের দেখা যায় লাইন মেইনটেইন করছে। আর এই লাইন মেইনটেইন করার সময় অনেক ঝামেলা হয়। তাই একটি নির্দেশিকা আনা হয়েছে যেখানে বলা হয়েছে এই ধরনের যে কোনও বড় উৎসব বা অনুষ্ঠানের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে সাহায্য করতে পারবে।
এছাড়াও শহরের কোথাও যদি বেআইনি পার্কিং থাকে তখন এই পরিস্থিতির মোকাবিলার জন্য সিভিক ভলেন্টিয়াররা পুলিশকে সহযোগিতা করতে পারবে। জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য এবং সাধারণ মানুষদের সাহায্যের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা পুলিশকে সহযোগিতা করতে পারবে।
আরও পড়ুন : নামমাত্র বেতন ছিল, কলকাতার রাস্তায় ফুচকা খেয়ে কেটেছে কতদিন! স্মৃতিতে অমিতাভের চোখে এল জল
আসলে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আদালত যে নির্দেশিকা তৈরি করেছিল সেই নির্দেশিকার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল এই নতুন নির্দেশিকা। এবার দেখার যে এই নির্দেশিকা অনুযায়ী কাজ করার পরেও সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে আর অভিযোগ কোনও ওঠে কী না।
আরও পড়ুন : মিলবে বোনাস বাড়লো বেতন, রাজ্যের পুলিশকর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা