‘দ্য কেরালা স্টোরি’-র বাঙালি পরিচালক সুদীপ্ত সেন আসলে কে? রইল তার পরিচয়

গত বছরের মতোই আবার বিতর্ক-এর (Controversy) উপর ভর করে বক্স অফিস-এ (box office) ঝড় তুলেছে একটি হিন্দি ছবি (Hindi film)। এই ছবির নাম ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। কেরালার হিন্দু ও খ্রিস্টান মেয়েদের কীভাবে অন্যায় ভাবে ইসলাম (Islam) ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল, সেই কাহিনী তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে।

যদিও এই প্রথম নয়, গত বছরের মুক্তি পেয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। যে ছবি প্রায় একই ধরনের ঘটনা দেখানো হয়েছিল। কিন্তু সেই ছবিটি মোট ৩৫০ কোটি টাকার বেশি কালেকশন করেছিল সারা বিশ্ব থেকে। একই রকম ভাবে ‘দ্য কেরালা স্টোরি’ও বক্স অফিসে ভালো ফল করছে। আর এই ছবির কলাকুশলীদের নিয়েও দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

Sudipto Sen

ছবির অভিনেত্রীদের পাশাপাশি ছবির পরিচালক সুদীপ্ত সেন’কে (Sudipto Sen) নিয়েও দর্শকদের মধ্যে উৎসাহ কম নয়। তার কাজ এবং জীবন সম্পর্কে জানতে চান সকলেই। ২০০৬ সালে পরিচালক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তার শেষ কাজ ছিল ‘দ্য লাস্ট মঙ্ক’ (The Last Monk)।

এই ছবির গল্পে কীভাবে বৌদ্ধ ধর্ম গ্ৰহন করে এক অভিজাত পরিবারের মহিলা নিজের জীবনধারণ করে সেটাই দেখানো হয়েছে। ‘লখনউ টাইমস’ (Lucknow times), ‘গুরুজন’ (GURUJANA), ‘ইন দ্য নেম অফ লাভ’ (In the Name of Love)-মতো ছবি বানিয়েছেন তিনি। কিন্তু এতদিন খুব কম মানুষই তাকে চিনতেন।

Sudipto Sen

কিন্তু ‘দ্য কেরালা স্টোরি’ আবার তাকে খ্যাতি এনে দিয়েছে। এই ছবির জন্য এখন তিনি সারা ভারতের পরিচিত মুখ। যদিও এই ছবি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। যার ফলে বহু মানুষের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। যদিও তিনি বার বার বলেছেন যে এই ছবি সঠিক তথ্য জেনেই তৈরি করা হয়েছে।

Sudipto Sen

আরও পড়ুন : দ্য কাশ্মীর ফাইলস নাকি RRR, অস্কার পাচ্ছে একমাত্র ভারতীয় ছবি, হয়ে গেল ঘোষণা

শুধু তাই নয় কেরালার মতো পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই ছবি ব্যান করেছেন। তাদের দাবি এই ছবি দেখালে রাজ্যে ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই ছবি নিয়ে কোথাও কোনও ঝামেলার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : দ্য কাশ্মীর ফাইলস’-এর মুকুটে নতুন পালক, গড়ল একের পর এক রেকর্ড